‘জয় বাংলা’ স্লোগানে টিকটক, চট্টগ্রামে ১২ জন আটক
Published: 26th, July 2025 GMT
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে টিকটক ভিডিও বানানোর অভিযোগে ১২ জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৫ জুলাই) বিকেলে কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর এলাকা থেকে তাদের আটক করা হয়।
কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ এ বিষয়টি নিশ্চিত করেছেন।
আরো পড়ুন:
র্যাবের গুলিতে পা হারানো লিমনের বাবাকে মারধরের অভিযোগ
ঠাকুরগাঁওয়ে দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল যুবকের
আটককৃতরা হলেন- ইয়াছিন আরাফাত, আবদুল করিম, আবু হাছনাইন, সাইফুল ইসলাম, আবদুর রহমান, আরাফাত হোসেন, আশরাফুল জামাল, ফোরকান, মো.
পুলিশ জানায়, ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে রাস্তায় মিছিলের মতো করে টিকটক ভিডিও বানাচ্ছিল আটককৃতরা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
ঢাকা/রেজাউল/মাসুদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আটক ল ইসল ম
এছাড়াও পড়ুন:
বন্দরে মদ খেয়ে রাস্তায় মাতলামি, ৫ মাতাল আটক
মদ খেয়ে রাস্তায় মাতলামি করার সময় বন্দরে ৫ মাতালকে আটক করেছে পুলিশ। আটককৃত মাতালরা হলো বন্দর থানার চৌধুরী বাড়ি এলাকার ইদ্রিস আলী মিয়ার ছেলে সাগর (৩০) সোনাকান্দা এনায়েতনগর এলাকার মৃত আব্দুল হাকিম মিয়ার ছেলে বাচ্চু (৫২) একই এলাকার শহিদুল্লাহ মিয়ার ছেলে মামুন (৪০)।
সোনাকান্দা কবরস্থান রোড এলাকার মৃত মনছুর আলী ছেলে ইকবাল হোসেন (৫০) ও বাগদোবাড়ীয়া এলাকার ইমরান মিয়া মিয়ার ছেলে স্বপন (২৪) ।
পুলিশ আটককৃতদের রোববার (২৭ জুলাই) দুপুরে পুলিশ আইনের ৩৪ ধারায় আদালতে প্রেরণ করেছে। এর আগে গত শনিবার (২৬ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টায় বন্দর থানার নবীগঞ্জ কবরস্থান সংলগ্ন পাঁকা রাস্তার উপরে অভিযান চালিয়ে এদেরকে আটক করে।
পুলিশ জানিয়েছে, আটককৃতরা গভীর রাতে মাতাল অবস্থায় রাস্তায় হৈচৈ ও জনমনে বিরক্তি সৃষ্টি করার সময় এদেরকে আটক করা হয়।