মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত শিক্ষক মাহেরীন চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিজিবি। আজ শনিবার বেলা ১১টার দিকে নীলফামারীর জলঢাকা পৌরসভার বগুলাগাড়ি চৌধুরীপাড়ার পারিবারিক কবরস্থানে ফুল দিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা জানানো হয়।

এ সময় বিজিবির কর্মকর্তা, বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রংপুর ও বর্ডার গার্ড উচ্চবিদ্যালয় ঠাকুরগাঁওয়ের শিক্ষক–শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় স্যালুট প্রদান, এক মিনিট নীরবতা পালন ও প্রয়াত শিক্ষকের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

আরও পড়ুন২৮ জুলাই বাড়ি যেতে চেয়েছিলেন শিক্ষক মাহরীন, আজ ফিরলেন লাশ হয়ে২২ জুলাই ২০২৫

শ্রদ্ধা জানানোর পর ফাহিবা নওশিন নামের এক শিক্ষার্থী বলল, ‘আমাদের গর্বিত করেছেন প্রয়াত শিক্ষক মাহেরীন চৌধুরী। দুর্ঘটনার সময় তিনি নিজের জীবনের মায়া ত্যাগ করে শিশুশিক্ষার্থীদের উদ্ধার করেছেন। তাঁর এই সাহসিকতা ও দূরদর্শিতার দৃষ্টান্ত আমরা মনে রাখব।’

আরেক শিক্ষার্থী আসিফ মাহমুদ বলল, নিজের জীবন বিপন্ন করে মাহেরীন চৌধুরী যে বীরত্ব দেখিয়েছেন, তাঁকে অবশ্যই সবার সম্মান জানানো প্রয়োজন।

আরও পড়ুন‘জীবনের শ্রেষ্ঠ সিদ্ধান্তটাই নিয়েছে মাহেরীন’২৪ জুলাই ২০২৫

ঠাকুরগাঁও বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল গোলাম রব্বানী বলেন, মাহেরীন চৌধুরীর এই মহান আত্মত্যাগ, মানবিকতা, সাহসিকতা পুরা জাতিকে অনুপ্রাণিত করেছে।

রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় আহত হয়ে গত ২১ জুলাই রাতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাহেরীন চৌধুরী। পরদিন বিকেলে জলঢাকা পৌরসভার বগুলাগাড়ি চৌধুরীপাড়ায় পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

আরও পড়ুনমাইলস্টোনের শিক্ষক মাহরীন চৌধুরীর কবরে শ্রদ্ধাঞ্জলি২৩ জুলাই ২০২৫.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বন্দরে মদ খেয়ে রাস্তায় মাতলামি, ৫ মাতাল আটক  

মদ খেয়ে রাস্তায় মাতলামি করার সময় বন্দরে  ৫ মাতালকে আটক করেছে পুলিশ। আটককৃত মাতালরা হলো বন্দর থানার চৌধুরী বাড়ি এলাকার ইদ্রিস আলী মিয়ার  ছেলে সাগর (৩০) সোনাকান্দা এনায়েতনগর এলাকার মৃত আব্দুল হাকিম মিয়ার ছেলে বাচ্চু (৫২) একই এলাকার শহিদুল্লাহ মিয়ার ছেলে মামুন (৪০)।

সোনাকান্দা কবরস্থান রোড এলাকার মৃত মনছুর আলী ছেলে ইকবাল হোসেন (৫০) ও বাগদোবাড়ীয়া এলাকার ইমরান মিয়া মিয়ার ছেলে স্বপন (২৪) ।

পুলিশ আটককৃতদের রোববার (২৭ জুলাই) দুপুরে পুলিশ আইনের ৩৪ ধারায় আদালতে প্রেরণ করেছে। এর আগে গত শনিবার (২৬ জুলাই)  দিবাগত রাত সাড়ে ৩টায় বন্দর থানার নবীগঞ্জ কবরস্থান সংলগ্ন পাঁকা রাস্তার উপরে অভিযান চালিয়ে এদেরকে আটক করে।

পুলিশ জানিয়েছে, আটককৃতরা গভীর রাতে মাতাল অবস্থায়  রাস্তায় হৈচৈ ও জনমনে বিরক্তি সৃষ্টি করার সময় এদেরকে আটক করা হয়।  
 

সম্পর্কিত নিবন্ধ

  • ফেনীতে ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কা, দর্জি নিহত
  • রাজবাড়ীতে প্রতিপক্ষের হামলায় আহত কৃষকের হাসপাতালে মৃত্যু
  • বন্দরে মদ খেয়ে রাস্তায় মাতলামি, ৫ মাতাল আটক