এশিয়া কাপের এখনো মাস দেড়েক বাকি। কিন্তু এ সময়ে বাংলাদেশের কোনো সিরিজ নেই। টানা ম্যাচ খেলার ধকল সামলে নিতে বাংলাদেশের ক্রিকেটাররা প্রথম ১০-১২ দিন কাটাবেন বিশ্রামে। কিন্তু এশিয়া কাপের আগে এত লম্বা বিরতি কি টানা দুই সিরিজ জিতে পাওয়া ছন্দ ধরে রাখার পথেও বাধা হবে?

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পর অধিনায়ক লিটন দাসও বলেছিলেন, একটি সিরিজ আয়োজন করা গেলে ভালো হয় তাঁদের জন্য। বিসিবি এখন ওই চেষ্টা করছে বলে কাল প্রথম আলোকে জানিয়েছিলেন ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমূল আবেদীন। কোনো দলের কথা যদিও তখন আলাদা করে বলেননি।

আরও পড়ুনবিসিবির আমন্ত্রণে মাহমুদউল্লাহর ‘না’২৪ জুলাই ২০২৫

আজ মিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সম্ভাব্য দুটি দলের নাম বলেছেন নাজমুল, ‘বড় কোনো দেশ এ মুহূর্তে পাওয়া যাবে না। কারণ, তারা তাদের প্রোগ্রাম নিয়ে ব্যস্ত আছে। আমাদের মনে হয় অন্য কোনো দেশের সঙ্গে এটা হতে পারে। নেদারল্যান্ডস ও নেপাল হতে পারে কিংবা এমন কোনো দেশ হতে পারে। এ মুহূর্তে আমরা চেষ্টা করে যাচ্ছি।’

আগস্টে ঘরের মাঠে ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। তবে ভারত সরকারের সবুজসংকেত না পাওয়ায় সিরিজটি পিছিয়ে আগামী বছরের সেপ্টেম্বরে নেওয়া হয়েছে। ফাঁকা এ সময়ে কি ঘরের মাঠেই সিরিজ খেলার ভাবনা রয়েছে বিসিবির?

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমূল আবেদীন.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’

কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।

সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।

নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত

সম্পর্কিত নিবন্ধ