কি–বোর্ড বা মাউস ছাড়াই হাতের ইশারায় কম্পিউটার নিয়ন্ত্রণ করতে সক্ষম স্মার্ট রিস্টব্যান্ড তৈরি করছে মেটা। মেটার রিয়েলিটি ল্যাবসের তৈরি স্মার্ট রিস্টব্যান্ডটি হাতের পেশির স্নায়ুসংকেত কাজে লাগিয়ে ব্যবহারকারীর অঙ্গভঙ্গি শনাক্ত করতে পারে। এর ফলে ব্যবহারকারীরা শুধু আঙুল নাড়িয়েই টাইপ করার পাশাপাশি স্ক্রল করতে পারবেন, এমনকি কোনো কিছু না ছুঁয়েও বিভিন্ন কমান্ড দিতে পারবেন।

মেটার তথ্যমতে, সারফেস ইলেকট্রোমায়োগ্রাফি বা এসইএমজি প্রযুক্তির স্মার্ট রিস্টব্যান্ডটি মস্তিষ্ক থেকে হাতে আসা স্নায়ুসংকেত শনাক্ত করে এবং তা কম্পিউটারের বোঝার উপযোগী ডিজিটাল কমান্ডে রূপান্তর করে। অর্থাৎ ব্যবহারকারীরা যখন আঙুল নাড়ান বা নির্দিষ্ট অঙ্গভঙ্গি করেন, তখন রিস্টব্যান্ড তা বুঝে নিয়ে সেই অনুযায়ী নির্দেশনা পাঠাতে থাকে।

মেটার দাবি, রিস্টব্যান্ডটির মাধ্যমে বিভিন্ন অ্যাপও ব্যবহার করা সম্ভব। এসইএমজি প্রযুক্তি সম্পূর্ণ নন–ইনভেসিভ। এর ফলে শরীরে কোনো যন্ত্র স্থাপন বা পরিশ্রম করতে হয় না। আর তাই যেসব ব্যক্তির হাত কাঁপে বা ঠিকমতো চলাফেরা করতে পারেন না, তাঁদের জন্য এটি হতে পারে কার্যকর সহায়ক যন্ত্র।

স্মার্ট রিস্টব্যান্ডটির কার্যকারিতা যাচাইয়ে মেটা ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে গবেষণা শুরু করেছে। শুধু তাই নয়, নিজেদের তৈরি এসইএমজিভিত্তিক টাইপিং ডেটা সেট উন্মুক্ত করার পাশাপাশি নতুন গবেষণা প্রতিবেদনও প্রকাশ করেছে মেটা।

সূত্র: টেকলুসিভ

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব যবহ র

এছাড়াও পড়ুন:

তথ্য উপদেষ্টার সঙ্গে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সাক্ষাৎ

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলমের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।

রবিবার (২ নভেম্বর) বিকেলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভা কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

আরো পড়ুন:

‘সাংস্কৃতিক জাগরণেই মুক্তি’

‘নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া’সহ ৩৮ দাবি সংবাদকর্মীদের 

সাক্ষাৎকালে বিএসআরএফের সভাপতি মাসউদুল হক জানান, জনপ্রশাসন মন্ত্রণালয় সচিবালয় বিটে কর্মরত অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিকদের সচিবালয়ের ক্লিনিকে স্বাস্থ্যসেবা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ২০২৪ সালের ২২ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে স্বাস্থ্য সেবা বিভাগে পত্র পাঠানো হলেও এখনো তা বাস্তবায়িত হয়নি। 

তিনি অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিকদের জন্য সচিবালয়ের ক্লিনিকে স্বাস্থ্যসেবা চালুর বিষয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টার সহযোগিতা কামনা করেন। এছাড়া সচিবালয়ের ১ নম্বর গেটের পাশাপাশি ৫ নম্বর গেট দিয়েও অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশের  ব্যবস্থা গ্রহণের জন্য তিনি উপদেষ্টাকে অনুরোধ জানান। 

এ সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বিএসআরএফের সভাপতির প্রস্তাব আন্তরিকভাবে বিবেচনা করার আশ্বাস দেন। 

সাক্ষাৎকালে বিএসআরএফের সহ-সভাপতি মাইনুল হোসেন পিন্নু, সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদলসহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ঢাকা/এএএম/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ