কি–বোর্ড বা মাউস ছাড়াই হাতের ইশারায় কম্পিউটার নিয়ন্ত্রণ করতে সক্ষম স্মার্ট রিস্টব্যান্ড তৈরি করছে মেটা। মেটার রিয়েলিটি ল্যাবসের তৈরি স্মার্ট রিস্টব্যান্ডটি হাতের পেশির স্নায়ুসংকেত কাজে লাগিয়ে ব্যবহারকারীর অঙ্গভঙ্গি শনাক্ত করতে পারে। এর ফলে ব্যবহারকারীরা শুধু আঙুল নাড়িয়েই টাইপ করার পাশাপাশি স্ক্রল করতে পারবেন, এমনকি কোনো কিছু না ছুঁয়েও বিভিন্ন কমান্ড দিতে পারবেন।

মেটার তথ্যমতে, সারফেস ইলেকট্রোমায়োগ্রাফি বা এসইএমজি প্রযুক্তির স্মার্ট রিস্টব্যান্ডটি মস্তিষ্ক থেকে হাতে আসা স্নায়ুসংকেত শনাক্ত করে এবং তা কম্পিউটারের বোঝার উপযোগী ডিজিটাল কমান্ডে রূপান্তর করে। অর্থাৎ ব্যবহারকারীরা যখন আঙুল নাড়ান বা নির্দিষ্ট অঙ্গভঙ্গি করেন, তখন রিস্টব্যান্ড তা বুঝে নিয়ে সেই অনুযায়ী নির্দেশনা পাঠাতে থাকে।

মেটার দাবি, রিস্টব্যান্ডটির মাধ্যমে বিভিন্ন অ্যাপও ব্যবহার করা সম্ভব। এসইএমজি প্রযুক্তি সম্পূর্ণ নন–ইনভেসিভ। এর ফলে শরীরে কোনো যন্ত্র স্থাপন বা পরিশ্রম করতে হয় না। আর তাই যেসব ব্যক্তির হাত কাঁপে বা ঠিকমতো চলাফেরা করতে পারেন না, তাঁদের জন্য এটি হতে পারে কার্যকর সহায়ক যন্ত্র।

স্মার্ট রিস্টব্যান্ডটির কার্যকারিতা যাচাইয়ে মেটা ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে গবেষণা শুরু করেছে। শুধু তাই নয়, নিজেদের তৈরি এসইএমজিভিত্তিক টাইপিং ডেটা সেট উন্মুক্ত করার পাশাপাশি নতুন গবেষণা প্রতিবেদনও প্রকাশ করেছে মেটা।

সূত্র: টেকলুসিভ

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব যবহ র

এছাড়াও পড়ুন:

খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্তের আহ্বান সিপিজের

খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্ত করতে বাংলাদেশি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার বৈশ্বিক সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। দোষীদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে বলে উল্লেখ করেছে সংগঠনটি।

মঙ্গলবার সিপিজের এক টুইটে এ আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ডিবিসি নিউজের প্রতিনিধি মিলন ত্রিপুরা ১৭ জুলাই একটি বিক্ষোভের সংবাদ সংগ্রহ করছিলেন। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাঁকে মারধর করেন ও ধারণ করা ভিডিও ফুটেজ মুছে ফেলতে বাধ্য করেন বলে অভিযোগ রয়েছে।

সম্পর্কিত নিবন্ধ