কি–বোর্ড ছাড়াই ইশারায় টাইপ করার সুযোগ দেবে এই স্মার্ট রিস্টব্যান্ড
Published: 26th, July 2025 GMT
কি–বোর্ড বা মাউস ছাড়াই হাতের ইশারায় কম্পিউটার নিয়ন্ত্রণ করতে সক্ষম স্মার্ট রিস্টব্যান্ড তৈরি করছে মেটা। মেটার রিয়েলিটি ল্যাবসের তৈরি স্মার্ট রিস্টব্যান্ডটি হাতের পেশির স্নায়ুসংকেত কাজে লাগিয়ে ব্যবহারকারীর অঙ্গভঙ্গি শনাক্ত করতে পারে। এর ফলে ব্যবহারকারীরা শুধু আঙুল নাড়িয়েই টাইপ করার পাশাপাশি স্ক্রল করতে পারবেন, এমনকি কোনো কিছু না ছুঁয়েও বিভিন্ন কমান্ড দিতে পারবেন।
মেটার তথ্যমতে, সারফেস ইলেকট্রোমায়োগ্রাফি বা এসইএমজি প্রযুক্তির স্মার্ট রিস্টব্যান্ডটি মস্তিষ্ক থেকে হাতে আসা স্নায়ুসংকেত শনাক্ত করে এবং তা কম্পিউটারের বোঝার উপযোগী ডিজিটাল কমান্ডে রূপান্তর করে। অর্থাৎ ব্যবহারকারীরা যখন আঙুল নাড়ান বা নির্দিষ্ট অঙ্গভঙ্গি করেন, তখন রিস্টব্যান্ড তা বুঝে নিয়ে সেই অনুযায়ী নির্দেশনা পাঠাতে থাকে।
মেটার দাবি, রিস্টব্যান্ডটির মাধ্যমে বিভিন্ন অ্যাপও ব্যবহার করা সম্ভব। এসইএমজি প্রযুক্তি সম্পূর্ণ নন–ইনভেসিভ। এর ফলে শরীরে কোনো যন্ত্র স্থাপন বা পরিশ্রম করতে হয় না। আর তাই যেসব ব্যক্তির হাত কাঁপে বা ঠিকমতো চলাফেরা করতে পারেন না, তাঁদের জন্য এটি হতে পারে কার্যকর সহায়ক যন্ত্র।
স্মার্ট রিস্টব্যান্ডটির কার্যকারিতা যাচাইয়ে মেটা ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে গবেষণা শুরু করেছে। শুধু তাই নয়, নিজেদের তৈরি এসইএমজিভিত্তিক টাইপিং ডেটা সেট উন্মুক্ত করার পাশাপাশি নতুন গবেষণা প্রতিবেদনও প্রকাশ করেছে মেটা।
সূত্র: টেকলুসিভ
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব যবহ র
এছাড়াও পড়ুন:
উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’
কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।
সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।
নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত