বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ এবং অমাবস্যার প্রভাবে ভোলার মেঘনা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শনিবার (২৬ জুলাই) বিকেল ৩টায় এই নদীর পানি বিপৎসীমার ১১২ সেন্টিমিটার ওপরে ছিল। পানি বাড়ায় সদর, মনপুরা, তজুমদ্দিন ও দৌলতখান উপজেলার অন্তত ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে। 

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, অতিরিক্ত জোয়ারের পানিতে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, পানিতে বসতঘর, বাড়ির আঙিনা, রাস্তাসহ বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে। হাঁটু পানি, আবার কোথাও কোমর সমান পানিতে তলিয়ে রয়েছে বিভিন্ন স্থাপনা। দিনভর থেমে থেমে বৃষ্টির কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে অনেক স্থানে। অতি জোয়ারের ফলে পুকুর ও মাছের ঘের ভেসে গেছে। 

আরো পড়ুন:

চবির আলাওল হলে অব্যবস্থাপনার অভিযোগ, ভোগান্তি

চিকিৎসক সংকটে ধুঁকছে খাগড়াছড়ি সদর হাসপাতাল

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, পানিতে চারপাশ ডুবে থাকায় অনেকের ঘরে রান্নার চুলাও জ্বলেনি। মানবিক বিপর্যয় দেখা দিয়েছে দুর্গত এলাকায়। পানিবন্দি হয়ে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। 

ভোলা সদরের ইলিশা এলাকার পানিবন্দি মনোয়ারা রহিমা বেগম বলেন, “দুইদিন ধরে জোয়ারের পানিতে ভাসছি। অনেক কষ্টে দিন কাটাচ্ছি।” 

মনপুরা এলাকার বাসিন্দা রিতা রাণী বলেন, “আমাদের এখানে বর্তমানে মাঝা (কোমর) পরিমাণে পানি উঠেছে। অনেক সময় গলা পর্যন্তও পানি ওঠে। আমাদের ঘর পানিতে ডুবে রয়েছে। রান্না করতে না পারায় কষ্টের মধ্যে আছি।”

শনিবার দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে ভোলা-লক্ষ্মীপুর রুটসহ অভ্যন্তরীণ ১০ রুটের লঞ্চ চলাচল। তবে, ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে অনেককেই ছোট ট্রলারে ভোলা থেকে লক্ষ্মীপুরসহ অন্যান্য রুটে নদী পারাপার হতে দেখা গেছে। 

ভোলার জেলা প্রশাসক মো.

আজাদ জাহান বলেন, “নিম্নচাপেরর প্রভাবে পানি বেড়ে অনেকে স্থানে প্রবেশ করেছে। বেড়িবাঁধও ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। যারা পানিবন্দি আছেন, তাদের সহায়তা করা হবে।” 

ভোলা পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. হাসানুজ্জামান বলেন, “মেঘনার পানি বিপৎসীমা অতিক্রম করায় বাঁধের বাইরের কিছু এলাকা প্লাবিত হয়েছে। পানি নেমে গেলেই পরিস্থিতি স্বাভাবিক হবে।”

ঢাকা/হোসাইন/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর নদ

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (১৮ সেপ্টেম্বর ২০২৫)

এশিয়া কাপে আজ মুখোমুখি শ্রীলঙ্কা ও আফগানিস্তান। চ্যাম্পিয়নস লিগে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি, নাপোলি, বার্সেলোনা।

সিপিএল: কোয়ালিফায়ার-১

গায়ানা-সেন্ট লুসিয়া
সকাল ৬টা, স্টার স্পোর্টস ২

এশিয়া কাপ ক্রিকেট

আফগানিস্তান-শ্রীলঙ্কা
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক

অ্যাথলেটিকস

বিশ্ব চ্যাম্পিয়নশিপ
বেলা ৩টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

উয়েফা চ্যাম্পিয়নস লিগ

কোপেনহেগেন-লেভারকুসেন
রাত ১০-৪৫ মি., সনি স্পোর্টস ২

ম্যানচেস্টার সিটি-নাপোলি
রাত ১টা, সনি স্পোর্টস ১

নিউক্যাসল-বার্সেলোনা
রাত ১টা, সনি স্পোর্টস ২

ফ্রাঙ্কফুর্ট-গালাতাসারাই
রাত ১টা, সনি স্পোর্টস ৫

সম্পর্কিত নিবন্ধ