জ্যোতির্বিজ্ঞানবিষয়ক আয়োজন ‘এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড’-এর ২০তম আসরের জাতীয় বাছাইয়ে ৩০ জন উত্তীর্ণ হয়েছে। তাদের মধ্য থেকে ২৯ ও ৩০ জুলাই পাঁচজনকে চূড়ান্তভাবে বাছাই করা হবে। তারা আগামী সেপ্টেম্বর রাশিয়ায় অনুষ্ঠেয় ওপেন ওয়ার্ল্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে অংশ নেবে।

আজ শনিবার সকালে রাজধানীর আফতাবনগরের ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় বাছাই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে স্কুল ও কলেজের ১৪ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীরা এতে অংশ নেয়। দিনব্যাপী পরীক্ষা শেষে বিকেলে ফলাফল ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন অধ্যাপক মোহাম্মদ ফরাসউদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, দেশের প্রায় ৫ কোটি মানুষ ১৫-৩০ বছরের তরুণ। তাঁদের বিজ্ঞান, কারিগরি ও প্রযুক্তিতে পারদর্শী করতে পারলে সসীম সম্পদ ও সীমিত এলাকা নিয়েও অসাধারণ অগ্রগতি সম্ভব।

আন্তর্জাতিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডের চেয়ারম্যান মিখাইল গাব্রিলভ বলেন, মহাবিশ্ব ও প্রকৃতিকে জানার বেশ আকর্ষণীয় উপায় জ্যোতির্বিজ্ঞান। এখানকার সবাই ভবিষ্যতে বিজ্ঞানী হবে না, কিন্তু সবাই বিজ্ঞানের সমুদ্রে অনেক ভালো অভিজ্ঞতা লাভ করবে।

স্বাগত বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শামস রহমান বলেন, ‘শুধু মাটির নিচের ও ওপরের সম্পদ নিয়েই আমরা কাজ করি। ইদানীং ব্লু ইকোনমি (সুনীল অর্থনীতি) নিয়েও বাংলাদেশ কিছু কাজ করছে। কিন্তু মহাকাশে কী আছে, সে ব্যাপারে আমরা অনেকটাই পিছিয়ে। আমার বিশ্বাস, শুধু বিলাসিতা নয়, মানবজাতির জন্য সেই সম্পদ আহরণে যে জ্ঞান দরকার, নিজেদের স্বপ্নপূরণের জন্যই তাঁরা সেটা অর্জন করবে। আজকে উপস্থিত শিক্ষার্থীরাই ভবিষ্যতে এই পথে নেতৃত্ব দেবে।’

জাদুশিল্পী জুয়েল আইচ বলেন, বিজ্ঞানী হওয়া খুব বড় কথা নয়, বিজ্ঞানমনস্ক হওয়াই বড় কথা। প্রযুক্তির কিছু জিনিস শিখলে যে কেউ বিজ্ঞানী হতে পারে। কিন্তু বিজ্ঞানমনস্ক হতে হলে অনেক কিছু জানতে হবে, পড়তে হবে। বিশ্বকে বুঝতে হবে। দর্শন, সাহিত্য, সংস্কৃতিও বুঝতে হবে।

পুরস্কার বিজয়ী শিক্ষার্থীরা ফটোসেশনে অংশ নেয়। ঢাকা, ২৬ জুলাই.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

থমথমে পরিস্থিতিতে এক পক্ষের বিক্ষোভের ডাক

চট্টগ্রামের রাউজানে গতকাল মঙ্গলবার বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ-গোলাগুলিতে অর্ধশত নেতা-কর্মী আহত হওয়ার ২২ ঘণ্টা পরও মামলা করেনি কোনো পক্ষ। ঘটনার পর থেকে পুরো উপজেলায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ অবস্থায় বিএনপি নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীরা বিক্ষোভের ডাক দিয়েছে। আজ বুধবার বিকেল চারটায় উপজেলা সদরের মুন্সির ঘাটায় এই বিক্ষোভ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে মঙ্গলবার বিকেলে রাউজানের সত্তারঘাট এলাকায় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান (পদ স্থগিত) গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ছররা গুলিতে আহত হন গোলাম আকবর খন্দকার নিজেও। তিনি দাবি করেন, তাঁর গাড়িবহরে হামলা করা হয়েছে গিয়াস উদ্দিন কাদেরের নির্দেশে। এতে দুই পক্ষের অর্ধশত নেতা-কর্মী আহত হন।

সংঘর্ষের পর গতকাল রাতে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গতকাল রাত আটটার দিকে কেন্দ্রীয় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক চিঠিতে কমিটি বিলুপ্তির ঘোষণা দেওয়া হয়। জানতে চাইলে বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন উত্তর জেলা বিএনপির বিলুপ্ত কমিটির যুগ্ম আহ্বায়ক বেলায়েত হোসেন। এ ছাড়া আরেকটি চিঠিতে স্থগিত করা হয়েছে কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর পদও।
এ ঘটনার পর গোলাম আকবর খোন্দকার পক্ষের লোকজন মঙ্গলবার রাতে চট্টগ্রাম নগরের চকবাজার এলাকায় বিক্ষোভ মিছিল করেছে। দুই পক্ষের মধ্যে উত্তেজনা অব্যাহত থাকায় নতুন করে সহিংসতার আশঙ্কা করছেন উপজেলার বাসিন্দারা।

গোলাম আকবর খোন্দকারের অনুসারী রাউজান উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন আজ দুপুরে প্রথম আলোকে বলেন, তিনি নিজেও আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাঁর পা ভেঙে দিয়েছেন গিয়াস কাদেরের লোকজন। গোলাম আকবরকেও তাঁরা গুলি করেছেন। তিনি বলেন, তাঁরা মামলার প্রস্তুতি নিচ্ছেন। আজকের মধ্যে মামলার এজাহার দেওয়া হবে। পাশাপাশি সংবাদ সম্মেলন করে হামলার বিস্তারিত তুলে ধরবেন।

গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী এবং উপজেলা বিএনপির প্রচার বিভাগের আহ্বায়ক কাজী সরোয়ার খান প্রথম আলোকে বলেন, হামলা ও সংঘর্ষের ঘটনায় আজ বিকেলে তাঁরা বিক্ষোভ মিছিল করবেন। সেখান থেকে অপপ্রচারের জবাব দেওয়া হবে।

ঘটনার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পক্ষ অপর পক্ষকে দোষারোপ করে স্ট্যাটাস, ছবি ও ভিডিও শেয়ার করছেন বিএনপির দুই পক্ষের নেতা-কর্মীরা। এতে পাল্টা উত্তেজনা ও পুনরায় সহিংস ঘটনা ঘটার পরিবেশ তৈরি হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির তৃণমূলের নেতা–কর্মীরা।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া আজ বেলা একটায় প্রথম আলোকে বলেন, বিএনপির দুই পক্ষের হামলা সংঘর্ষের ঘটনায় কোনো পক্ষ মামলা করেনি। কাউকে গ্রেপ্তারও করা যায়নি। মামলা করলে আসামিদের গ্রেপ্তার করা হবে।

উল্লেখ্য, রাউজানে গত বছরের ৫ আগস্টের পর থেকে এ পর্যন্ত সহিংসতায় মোট ১৩টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে ১০টি রাজনৈতিক হত্যাকাণ্ড। বিএনপির দুই পক্ষের সংঘর্ষ হয় অন্তত শতাধিকবার। তিন শতাধিক মানুষ এসব ঘটনায় গুলিবিদ্ধ হন।

সম্পর্কিত নিবন্ধ