গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ
Published: 27th, July 2025 GMT
গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতন ও অন্যান্য দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আরএকে সিরামিক কারখানার কয়েক শ শ্রমিক।
রবিবার (২৭ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে মহাসড়কে অবস্থান নেন তারা। এতে মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। চরম দুর্ভোগে পড়েন চালক ও সাধারণ যাত্রীরা। প্রায় সাড়ে ৪ ঘণ্টা পর সকাল সাড়ে ১০টার দিকে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুঁড়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয় পুলিশ।
শ্রমিকদের অভিযোগ, দীর্ঘ সাত মাস ধরে তাদের বেতন-ভাতা বকেয়া রয়েছে। কর্তৃপক্ষ প্রতিনিয়ত আশ্বাস দিয়ে সময়ক্ষেপণ করছে। এর প্রতিবাদেই তারা আন্দোলনে নেমেছেন।
আরো পড়ুন:
শ্রীপুরে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ
রূপগঞ্জে লোহা গলানোর ভাট্টি বিস্ফোরণে ৩ শ্রমিক দগ্ধ
মনির হোসেন নামে এক শ্রমিক বলেন, ‘‘কাজ করেও বেতন পাচ্ছি না। তাই বাধ্য হয়ে আন্দোলনে নেমেছি।’’
রুহুল আমিন নামে আরেক শ্রমিক বলেন, ‘‘আগামী ১ আগস্টের মধ্যে সাত মাসের এরিয়ার বিল পরিশোধ করতে হবে। পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সঠিক পদে উপযুক্ত নিয়োগ, অযোগ্যদের অপসারণসহ মোট ১০ দফা দাবি বাস্তবায়নের জন্য আমরা আন্দোলন করছি।’’
আরএকে সিরামিক কারখানার মানবসম্পদ কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, ‘‘দাবিগুলোর বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। কিন্তু শ্রমিকেরা আলোচনা না শুনে রাস্তা অবরোধ করেন।’’
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বলেন, ‘‘শ্রমিকদের শান্ত করতে বারবার বোঝানোর চেষ্টা করা হয়। কিন্তু, তারা পুলিশকে লক্ষ্য করে ইট নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়।’’
ঢাকা/রফিক/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (১৮ সেপ্টেম্বর ২০২৫)
এশিয়া কাপে আজ মুখোমুখি শ্রীলঙ্কা ও আফগানিস্তান। চ্যাম্পিয়নস লিগে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি, নাপোলি, বার্সেলোনা।
সিপিএল: কোয়ালিফায়ার-১ গায়ানা-সেন্ট লুসিয়া
সকাল ৬টা, স্টার স্পোর্টস ২
আফগানিস্তান-শ্রীলঙ্কা
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক
বিশ্ব চ্যাম্পিয়নশিপ
বেলা ৩টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১
কোপেনহেগেন-লেভারকুসেন
রাত ১০-৪৫ মি., সনি স্পোর্টস ২
ম্যানচেস্টার সিটি-নাপোলি
রাত ১টা, সনি স্পোর্টস ১
নিউক্যাসল-বার্সেলোনা
রাত ১টা, সনি স্পোর্টস ২
ফ্রাঙ্কফুর্ট-গালাতাসারাই
রাত ১টা, সনি স্পোর্টস ৫