বিক্রি বাড়লেও ঋণের বাড়তি সুদে সিঙ্গারের লোকসান
Published: 27th, July 2025 GMT
চলতি বছরের প্রথম ছয় মাস জানুয়ারি-জুনে প্রায় দেড় হাজার কোটি টাকার পণ্য বিক্রি করেও লোকসান গুনতে হয়েছে বহুজাতিক কোম্পানি সিঙ্গার বাংলাদেশকে। এই ছয় মাসে কোম্পানিটির প্রায় ৬৬ কোটি টাকা লোকসান হয়েছে।
সিঙ্গার বাংলাদেশের অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে। তালিকাভুক্ত কোম্পানি হিসেবে আজ রোববার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য বিনিয়োগকারীদের জানানো হয়। এর আগে গত বৃহস্পতিবার কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় একই সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়।
কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসে সিঙ্গার বাংলাদেশ ১ হাজার ৩৬৯ কোটি টাকা মূল্যের বিভিন্ন ধরনের ইলেকট্রনিক পণ্যসামগ্রী বিক্রি করেছে। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১ হাজার ১৮৬ কোটি টাকা। সেই হিসাবে এক বছরে কোম্পানিটির ইলেকট্রনিক পণ্য বিক্রি ১৮৩ কোটি টাকা বা ১৫ শতাংশ বেড়েছে।
তবে পণ্য বিক্রি বৃদ্ধির পাশাপাশি কোম্পানিটির উৎপাদন খরচও উল্লেখযোগ্য পরিমাণে বেড়ে গেছে। চলতি বছরের প্রথম ছয় মাসে কোম্পানিটি ১ হাজার ৩৬৯ কোটি টাকার পণ্য বিক্রি করে। অন্যদিকে উৎপাদন খরচ হয় ১ হাজার ৩৯ কোটি টাকা। গত বছর একই সময়ে কোম্পানিটির ১ হাজার ১৮৬ কোটি টাকার পণ্য বিক্রির বিপরীতে উৎপাদন খরচ ছিল ৮৮০ কোটি টাকা। এতে দেখা যায়, এক বছরে কোম্পানিটির উৎপাদন খরচ ১৮৩ কোটি টাকা বৃদ্ধি পায়। একই সময়ে উৎপাদন খরচ বাড়ে প্রায় ১৫৯ কোটি টাকা।
আর্থিক প্রতিবেদন অনুযায়ী, গত জানুয়ারি-জুনে সিঙ্গার বাংলাদেশের পরিচালন মুনাফা ছিল ৮৬ কোটি টাকা, যা গত বছরের একই সময়ে ছিল প্রায় ৯১ কোটি টাকা।
কোম্পানিটির আর্থিক লেনদেনে বড় ধাক্কা লাগে ব্যাংকঋণের সুদের কারণে। এই খাতে কোম্পানিটির ব্যয় গত বছরের চেয়ে বেড়ে প্রায় তিন গুণ হয়েছে। আর্থিক প্রতিবেদনে জানানো হয়, চলতি বছরের প্রথম ছয় মাসে ব্যাংকঋণের সুদসহ অন্যান্য আর্থিক দেনা পরিশোধে কোম্পানিটিকে খরচ করতে হয়েছে ১৪৪ কোটি টাকার বেশি। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৫২ কোটি টাকা। এর মানে চলতি বছরে ব্যাংকঋণসহ অন্যান্য আর্থিক দেনা শোধ করতে গিয়ে কোম্পানিটি লোকসানের মুখে পড়েছে। গত বছরের প্রথম ছয় মাসে সিঙ্গার যেখানে প্রায় ২৪ কোটি টাকা মুনাফা করেছিল, সেখানে এবার একই সময়ে ৬৬ কোটি টাকা লোকসান করেছে।
এদিকে লোকসানের খবরে আজ ঢাকার শেয়ারবাজারে সিঙ্গারের শেয়ারপ্রতি দাম ৮ টাকা বা পৌনে ৭ শতাংশ কমে ১১০ টাকা ৬০ পয়সায় নেমে যায়। এদিন ডিএসইতে কোম্পানিটির প্রায় ৭৫ হাজার শেয়ার হাতবদল হয়।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (১৮ সেপ্টেম্বর ২০২৫)
এশিয়া কাপে আজ মুখোমুখি শ্রীলঙ্কা ও আফগানিস্তান। চ্যাম্পিয়নস লিগে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি, নাপোলি, বার্সেলোনা।
সিপিএল: কোয়ালিফায়ার-১ গায়ানা-সেন্ট লুসিয়া
সকাল ৬টা, স্টার স্পোর্টস ২
আফগানিস্তান-শ্রীলঙ্কা
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক
বিশ্ব চ্যাম্পিয়নশিপ
বেলা ৩টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১
কোপেনহেগেন-লেভারকুসেন
রাত ১০-৪৫ মি., সনি স্পোর্টস ২
ম্যানচেস্টার সিটি-নাপোলি
রাত ১টা, সনি স্পোর্টস ১
নিউক্যাসল-বার্সেলোনা
রাত ১টা, সনি স্পোর্টস ২
ফ্রাঙ্কফুর্ট-গালাতাসারাই
রাত ১টা, সনি স্পোর্টস ৫