খুলনার ফুলতলা উপজেলার একটি বাগান থেকে ফুটফুটে নবজাতক উদ্ধার হয়েছে। রবিবার (২৭ জুলাই) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার মিস্ত্রিপাড়া এলাকার বাগান থেকে কন্যা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। 

নবজাতক উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে তাকে দত্তক নিতে নিঃসন্তান দম্পতিরা আগ্রহ দেখান। তাদের অনেকেই উপজেলা নির্বাহী অফিসার, সমাজসেবা অফিসার ও পুলিশের দারস্থ হন শিশুটিকে দত্তক নিতে।

এলাকাবাসী জানান, গতকাল রবিবার ভোর সাড়ে ৬টার দিকে মিস্ত্রিপাড়া এলাকার একটি বাগানের মধ্যে নবজাতকের কান্নার আওয়াজ শুনতে পান সোনিয়া (৩২) নামে এক গৃহবধূ। তিনি শিশুটিকে উদ্ধার করেন। স্থানীয় সাংবাদিক তাপস কুমার বিশ্বাস ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহায়তায় শিশুটিকে ফুলতলা হাসপাতালে নিয়ে যান। 

আরো পড়ুন:

নোয়াখালীতে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু 

মাইলস্টোন ট্র্যাজেডি: আয়মানকে দাদার পাশে দাফন

পরীক্ষা-নিরীক্ষা শেষে নবজাতক সুস্থ্য আছে বলে জানান চিকিৎসক। নবজাতক উদ্ধারের এ খবর চাউর হলে হাসপাতালে ভিড় করেন উৎসক জনতা। এসময় নিঃসন্তান দম্পত্তিরা ফুটফুটে কন্যা নবজাতকটিকে দত্তক নিতে আগ্রহ প্রকাশ করেন। অনেকে উপজেলা নির্বাহী অফিসার, সমাজসেবা অফিসার, পুলিশ ও সাংবাদিকদের দারস্থ হন। 

ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনীম জাহান বলেন, “বিধি মোতাবেক উপজেলা সমাজসেবা কমিটি সেভ হোমে শিশুটিকে প্রেরণ করবে। সেইভ হোম কর্তৃপক্ষ শিশুটিকে দত্তক নিতে আগ্রহী ব্যক্তিদের বিষয় খোঁজ খবর নিয়ে তাদের সিদ্ধান্ত অনুযায়ী হস্তান্তর করবে।”

ঢাকা/নূরুজ্জামান/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর উদ ধ র অফ স র উপজ ল

এছাড়াও পড়ুন:

উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’

কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।

সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।

নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত

সম্পর্কিত নিবন্ধ