খুলনায় বাগান থেকে নবজাতক উদ্ধার, দত্তক নিতে আগ্রহী অনেকে
Published: 28th, July 2025 GMT
খুলনার ফুলতলা উপজেলার একটি বাগান থেকে ফুটফুটে নবজাতক উদ্ধার হয়েছে। রবিবার (২৭ জুলাই) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার মিস্ত্রিপাড়া এলাকার বাগান থেকে কন্যা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
নবজাতক উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে তাকে দত্তক নিতে নিঃসন্তান দম্পতিরা আগ্রহ দেখান। তাদের অনেকেই উপজেলা নির্বাহী অফিসার, সমাজসেবা অফিসার ও পুলিশের দারস্থ হন শিশুটিকে দত্তক নিতে।
এলাকাবাসী জানান, গতকাল রবিবার ভোর সাড়ে ৬টার দিকে মিস্ত্রিপাড়া এলাকার একটি বাগানের মধ্যে নবজাতকের কান্নার আওয়াজ শুনতে পান সোনিয়া (৩২) নামে এক গৃহবধূ। তিনি শিশুটিকে উদ্ধার করেন। স্থানীয় সাংবাদিক তাপস কুমার বিশ্বাস ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহায়তায় শিশুটিকে ফুলতলা হাসপাতালে নিয়ে যান।
আরো পড়ুন:
নোয়াখালীতে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
মাইলস্টোন ট্র্যাজেডি: আয়মানকে দাদার পাশে দাফন
পরীক্ষা-নিরীক্ষা শেষে নবজাতক সুস্থ্য আছে বলে জানান চিকিৎসক। নবজাতক উদ্ধারের এ খবর চাউর হলে হাসপাতালে ভিড় করেন উৎসক জনতা। এসময় নিঃসন্তান দম্পত্তিরা ফুটফুটে কন্যা নবজাতকটিকে দত্তক নিতে আগ্রহ প্রকাশ করেন। অনেকে উপজেলা নির্বাহী অফিসার, সমাজসেবা অফিসার, পুলিশ ও সাংবাদিকদের দারস্থ হন।
ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনীম জাহান বলেন, “বিধি মোতাবেক উপজেলা সমাজসেবা কমিটি সেভ হোমে শিশুটিকে প্রেরণ করবে। সেইভ হোম কর্তৃপক্ষ শিশুটিকে দত্তক নিতে আগ্রহী ব্যক্তিদের বিষয় খোঁজ খবর নিয়ে তাদের সিদ্ধান্ত অনুযায়ী হস্তান্তর করবে।”
ঢাকা/নূরুজ্জামান/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর উদ ধ র অফ স র উপজ ল
এছাড়াও পড়ুন:
ডিসেম্বরে নির্বাচন হলে অংশ নেবেন খালেদা জিয়া: আবদুল আউয়াল মিন্টু
এ বছরের ডিসেম্বরে নির্বাচন হলে তাতে অংশ নেবেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আজ বুধবার ফেনীতে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা বলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।
আজ দুপুরে ফেনী শহরের একটি মিলনায়তনে ‘বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন’ শীর্ষক প্রকল্পের অংশীজনের সঙ্গে মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথাগুলো বলেন মিন্টু। তিনি বলেন, ‘বিশ্বাস করতে চাই, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে। দেশে এখন যে অবস্থা ফেব্রুয়ারি আগেই নির্বাচন হতে পারে। হয়তো জানুয়ারিতেও হয়ে যেতে পারে। কেয়ারটেকার সরকার নিয়ে সুপ্রিম কোর্টে একটা ডেট পেন্ডিং আছে। তত্ত্বাবধায়ক সরকারের প্রবর্তন হলে তার অধীনে ৯০ দিনে নির্বাচন হবে। সে ক্ষেত্রে ডিসেম্বরে নির্বাচন হলে আমাদের নেত্রী খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ করবেন।’
আবদুল আউয়াল মিন্টু আরও বলেন, দেশে যদি এক যুগ, দুই যুগ ধরে নির্বাচিত সরকার না থাকে, তবে মানুষের অর্থনৈতিক উন্নয়ন, জানমালের উন্নয়ন হবে না। একটি দেশের সরকার যদি জনগণের কাছে দায়বদ্ধ না থাকে তাহলে তারা কখনো ভালো কাজ করবে না।
আবদুল আউয়াল মিন্টু বলেন, ‘২০০৬ সাল থেকে আমরা নির্বাচন চেয়ে আসছি। ১৯ বছর ধরে আমরা সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলন–সংগ্রাম করে যাচ্ছি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন লন্ডনে যোগাযোগ করেছেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে কথা বলে অন্তর্বর্তীকালীন সরকার যৌথ বিবৃতি দিয়েছিল। প্রধান উপদেষ্টা আমাদের আশ্বস্ত করেছেন আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা সেটিতে আস্থা রাখতে চাই। আমরা চাচ্ছি, দ্রুত নির্বাচনটি হোক।’
বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, ‘নির্বাচনে ফেনীর অতীত ইতিহাস সবাই জানে। সুষ্ঠু নির্বাচন হলে এখানে বিএনপি জয়লাভ করবে। আমাদের দলের নেত্রীও (খালেদা জিয়া) নির্বাচন করবেন। তিনি এখন সুস্থ আছেন।’
পরে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু ফেনীর মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়) শীর্ষক প্রকল্পের অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন।
ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ওরফে ভিপি জয়নাল, সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ রেহানা আক্তার, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, পুলিশ সুপার হাবিবুর রহমান প্রমুখ।