বাংলাদেশের স্থানীয় শাসনব্যবস্থা নিয়ে স্থানীয় সরকার সংস্কার কমিশন একটি বিস্তারিত প্রতিবেদন তৈরি করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছে। এ প্রতিবেদনে প্রাসঙ্গিক অনেক বিষয় আলোচনা করা হলেও এ লেখায় আমি মূলত স্থানীয় শাসনব্যবস্থায়, বিশেষ করে সুশাসন প্রতিষ্ঠায় সংঘবদ্ধ নাগরিকদের ভূমিকা নিয়ে কী বলা হয়েছে, তা পর্যালোচনা করব। একই সঙ্গে স্থানীয় শাসনব্যবস্থায় সংঘবদ্ধ নাগরিকদের ভূমিকা কেমন হওয়া উচিত, সে বিষয়ে ধারণাগত যুক্তি তুলে ধরব।

কমিশন রিপোর্টে নাগরিকদের উল্লেখ ও ভূমিকা: সংখ্যাতাত্ত্বিক চিত্র ও আমাদের পর্যবেক্ষণ

কমিশনের প্রায় তিন লাখ শব্দের এ প্রতিবেদনে নাগরিককেন্দ্রিক শব্দের ব্যবহার অত্যন্ত সীমিত। ‘ওয়ার্ড সভা’ (যা একটি ওয়ার্ডভিত্তিক নাগরিক প্ল্যাটফর্ম) মাত্র দুটি স্থানে চার-পাঁচটি শব্দে উল্লেখ করা হয়েছে, তবে ওয়ার্ড সভা ব্যবস্থায় জনগণের ভূমিকা কী হবে, সে বিষয়ে কোনো ব্যাখ্যা নেই।

 নাগরিকদের ব্যক্তি বা সামষ্টিক ‘জবাবদিহি’ শব্দটি চার-পাঁচবার উল্লেখ করা হলেও স্থানীয় সরকার কীভাবে জনগণের কাছে জবাবদিহি থাকবে, সেটির কোনো প্রাতিষ্ঠানিক রূপ বা প্রক্রিয়া ব্যাখ্যা করা হয়নি। একবিংশ শতাব্দীতে এসেও আশ্চর্যজনকভাবে সামাজিক দায়বদ্ধতা শব্দটি একবারও উল্লেখ করা হয়নি!

একইভাবে কমিশন রিপোর্টে বাজেট সম্পর্কে জনগণের আলোচনার পরিবেশ তৈরির প্রস্তাব দেওয়া হলেও বিদ্যমান পদ্ধতিকে সম্পূর্ণরূপে উপেক্ষা করা হয়েছে। আমাদের স্থানীয় সরকারব্যবস্থায় নাগরিক অংশগ্রহণমূলক বাজেট প্রতিষ্ঠান ও প্রক্রিয়ার বিদ্যমান পদ্ধতি হলো ‘উন্মুক্ত বাজেট সভা’। এ বিষয়ের কোনো উল্লেখ কমিশন রিপোর্টে নেই।

বাজেট–প্রক্রিয়ায় জনগণ কীভাবে অংশ নেবেন, সে বিষয়েও কোনো আলোচনা নেই। কিছু জায়গায় স্থায়ী কমিটি পুনরায় কার্যকর করার কথা বলা হয়েছে। তবে সেখানে জনগণের অংশগ্রহণ (আর্থিক ব্যবস্থাপনা ও পরিকল্পনায়) কীভাবে হবে, সেটার কোনো আইনগত ভিত্তি বা প্রক্রিয়ার কথা উল্লেখ করা হয়নি।

দার্শনিক ও ধারণাগত ভিত্তি: কমিশন রিপোর্টে নাগরিকেরা কোথায়

কমিশন বলছে, ‘গণতন্ত্র সত্যিকার অর্থে অভাবী, অশিক্ষিত, অসৎ সমাজে সহজে সফল হয় না।’

এখানে দুটি পর্যবেক্ষণ করা যায়: প্রথমত, রিপোর্টের এলিট মনোভাব এবং নাগরিকদের সক্ষমতার প্রতি খুবই দুর্বল আস্থা।

দ্বিতীয়ত, নাগরিকদের, বিশেষত গরিব নাগরিকদের, এজেন্সি বা সক্ষমতা নিয়ে সারা বিশ্বের অভিজ্ঞতা এবং সে–সংক্রান্ত গবেষণা ও তাত্ত্বিক আলোচনার ফলাফলের প্রতিফলন রিপোর্টে ঘটেনি।

বাংলাদেশের ওয়ার্ড সভার অভিজ্ঞতায় দেখা গেছে, গ্রামের গরিব মানুষকে যখন সুযোগ দেওয়া হয়েছে, তখন সভায় তাঁদের ভূমিকা ছিল অত্যন্ত সক্রিয়, এমনকি কখনো কখনো স্বতঃস্ফূর্ত। এ বাস্তবতা এখানে পুরোপুরি আমলে আনা হয়নি।

এ ছাড়া বাংলাদেশের নির্বাচনী গণতন্ত্র ও সার্বিক সুশাসনের ব্যর্থতাকে গরিব ও নিরক্ষর মানুষের ঘাড়ে চাপানোটা বাস্তবতাবর্জিত চিন্তা এবং সুশাসন প্রতিষ্ঠার কৌশলগত দিক থেকে একদমই অকার্যকর।

এর চেয়ে বরং দার্শনিক ও ধারণাগতভাবে যখন আমরা মেনে নেব যে সাধারণ মানুষের সহজাত রাজনৈতিক প্রজ্ঞা আছে এবং তাঁরা তাঁদের ব্যক্তিগত ও সামষ্টিক স্বার্থ বুঝতে সক্ষম, তখনই আমাদের পক্ষে স্থানীয় পর্যায়ে এমন প্রতিষ্ঠান পরিকল্পনা করা ও গড়ে তোলা সম্ভব হবে, যা সাধারণ নাগরিকের সামষ্টিক স্বার্থ ও আশা–আকাঙ্ক্ষা বাস্তবায়িত হওয়ার সুযোগ করে দেবে। দুঃখজনকভাবে কমিশন এই দার্শনিক ও ধারণাগত ভিত্তির মাধ্যমে পরিচালিত হয়নি।

স্থানীয় শাসনব্যবস্থায় কমিশন বর্তমানের প্রেসিডেনশিয়াল কাঠামো বাদ দিয়ে সংসদীয় কাঠামোর সুপারিশ করেছে। কমিশন এখানে কয়েকটি ধারণার ওপর ভিত্তি করে তাদের সুপারিশ দিয়েছে।

একটি ধারণা হলো এলিট রাজনৈতিক প্রতিনিধিরাই মূলত সুশাসন প্রতিষ্ঠার নিয়ামক। এই রাজনৈতিক এলিটদের মধ্যে প্রতিযোগিতা বাড়ানো প্রয়োজন—ক্ষমতাকে একজনের মধ্যে না রেখে তাঁদের মধ্যে ছড়িয়ে দিতে হবে, যার অর্থ ‘এলিট সঞ্চালতা’ তৈরি করা।

কমিশন অংশগ্রহণমূলক গণতন্ত্রের (নাগরিকদের প্রত্যক্ষ গণতন্ত্র) প্রয়োজনীয়তাকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করেনি। আগের অভিজ্ঞতা থেকে বোঝা যায়, বর্তমানের প্রেসিডেনশিয়াল কাঠামো থেকে সংসদীয় কাঠামোতে গেলে শুধু এলিট সঞ্চালনাই হবে। এর অর্থ হচ্ছে, আমরা শাসনকাঠামোতে নতুন এলিট পাব।

এতে করে জনগণের কাছে জবাবদিহি কীভাবে বাড়বে আর ভালো সরকার কীভাবে পাওয়া যাবে, সেটা পরিষ্কার নয়। এই নতুন ও পুরোনো এলিটদের গোষ্ঠীতন্ত্রের উদ্ভব হতে বেশি দিন লাগবে না, যদি না একই সঙ্গে খুব কার্যকর সামষ্টিক নাগরিক জবাবদিহি তৈরি করা যায়।

কমিশনের মূল ঝোঁক নির্বাচনী গণতন্ত্রের দিকে। কিন্তু এই ‘এক দিনের গণতন্ত্র’ হলো ব্যক্তিনির্ভর; একে না হলে ওকে বেছে নেওয়ার সুযোগ (বাইনারি চয়েজ); মোটাদাগের জবাবদিহি; প্রার্থীর অতীত কর্মকাণ্ডের মূল্যায়ন (রেট্রোস্পেকটিভ ভোটিং) এবং প্রার্থীর কাছে ভবিষ্যতের আকাঙ্ক্ষা (প্রসপেকটিভ ভোটিং)। স্থানীয় নির্বাচনের পরিপ্রেক্ষিতে এগুলো মূলত অপ্রাসঙ্গিক, বিশেষ করে যদি আমরা দলনিরপেক্ষ নির্বাচনের কথা ভাবি (স্থানীয় নির্বাচন অবশ্যই দলনিরপেক্ষ হতে হবে)।

কমিশন আরও বলেছে, ‘একক ব্যক্তির নিরঙ্কুশ কর্তৃত্বের স্থলে কর্তৃত্ব, ভূমিকা ও ক্ষমতা অনেকের মধ্যে বিতরণের একটি ব্যবস্থা করা গেলে শেষ পর্যন্ত গণতান্ত্রিক প্রথা ও প্রতিষ্ঠানের নতুন পরিসর সৃষ্টি করা যায় কি না, তার পরীক্ষা-নিরীক্ষার একটা সুযোগ থাকা চাই।’

আমরা এখানে উপকারের চেয়ে অপকারই বেশি দেখছি। মেম্বার থেকে চেয়ারম্যান হওয়ার সম্ভাবনার কথা ভেবে অতিধনী এলিটরা নির্বাচনী প্রতিযোগিতায় নামবে, যা বর্তমানে (মেম্বার নির্বাচনে) গ্রামীণ মধ্যবিত্তকেন্দ্রিক ছিল। এতে সামগ্রিক নির্বাচনী খরচ আকাশচুম্বী হবে এবং নিম্নমধ্যবিত্ত অথবা কিছু কিছু ক্ষেত্রে গরিব মানুষের মেম্বার নির্বাচনে অংশগ্রহণের সুযোগ প্রায় নির্বাসিত হবে।

প্রস্তাবিত সংসদীয় কাঠামোতে যাঁরা চেয়ারম্যান হতে চাইবেন, নির্বাচন-উত্তর পর্যায়ে তাঁদের রাজনৈতিক খরচ অনেক বেড়ে যাবে। কারণ, তাঁরা তখন অন্য মেম্বারদের ভোট কিনতে প্রতিযোগিতায় লিপ্ত হবেন।

প্রস্তাবিত নির্বাহী গ্রুপ তৈরির বিষয়টিও টাকার খেলায় পর্যবসিত হবে। সংসদীয় পদ্ধতিতে, আগেকার প্রেসিডেনশিয়াল ব্যবস্থা (২০১৬–এর আগে) চেয়ারম্যান ভোটারদের কাছে যে সরাসরি নির্বাচনী জবাবদিহির সুযোগ সৃষ্টি করেছিল, সেটি আর থাকবে না।

প্রস্তাবিত নতুন ব্যবস্থা সামগ্রিকভাবে স্থানীয় পর্যায়ে টাকার রাজনীতির ব্যাপক বিস্তার ঘটাবে এবং নির্বাচনভিত্তিক রাজনীতির আরও অধঃপতন ঘটবে।

কমিশনের মূল ভাবনা রাজনৈতিক এলিটকেন্দ্রিক। কমিশন স্থানীয় প্রশাসনব্যবস্থার সর্বস্তরে রাজনৈতিক প্রতিনিধিদের নিয়ন্ত্রণের কথা বলেছে। এতে কমিশন সর্বস্তরে রাজনৈতিক এলিটকেন্দ্রিক প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের প্রতিষ্ঠা ভাবলেও কমিশনের চিন্তায়, এই স্তরগুলোতে সামষ্টিক নাগরিকদের প্রাতিষ্ঠানিকতার বিষয়টি উপেক্ষিত থেকেছে।

একইভাবে কমিশন স্থানীয় সরকারের প্রতিনিধিদের অ্যাসোসিয়েশনকে শক্তিশালী করার সুপারিশ করেছে। কিন্তু এ ক্ষেত্রেও নাগরিকদের প্রসঙ্গটি ভাবা হয়নি।

অংশগ্রহণমূলক গণতন্ত্র: দার্শনিক ও ধারণাগত ভিত্তি

কমিশনের বিপরীতে আমরা স্থানীয় পর্যায়ে অংশগ্রহণমূলক গণতন্ত্র প্রবর্তনের ওপর জোর দিচ্ছি। গণতন্ত্র বলতে আমরা বুঝি জনগণের সার্বভৌমত্ব, যা বাস্তবায়িত হয় বিভিন্ন পদ্ধতির মাধ্যমে: পরোক্ষ নির্বাচন, প্রত্যক্ষ নির্বাচন, আলোচনাপ্রসূত গণতন্ত্র এবং সামষ্টিক নাগরিকদের প্রত্যক্ষ গণতন্ত্র।

স্থানীয় পর্যায়ে এই সব কটিই থাকতে পারে, তবে গরিব জনসাধারণের জন্য শেষ দুটি পদ্ধতি অধিক কার্যকর হবে বলে আমরা মনে করি। এর মানে হলো, আমরা নাগরিক-প্রতিনিধিকে নাগরিকদের প্রতিনিধির চেয়ে অধিকতর গুরুত্ব দিতে চাই।

আমাদের প্রস্তাবে, সামষ্টিক নাগরিকেরা রাষ্ট্রের বাইরে ও ভেতরে—উভয় জায়গাতেই অবস্থান করবেন এবং শুধু জবাবদিহি আদায় করবেন না; বরং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াতেও জড়িত থাকবেন।

বাংলাদেশে অংশগ্রহণমূলক গণতন্ত্র প্রবর্তনের জন্য একটি বড় বাধা হচ্ছে প্রাসঙ্গিক আইনের অভাব। আমরা কমিশনের এ পর্যবেক্ষণের সঙ্গে একমত। এখানে এমন কোনো আইন নেই, যার মাধ্যমে জনগণের সুপারিশ, মতামত বা বক্তব্যকে আইনগতভাবে বাধ্যতামূলক করে জনপ্রতিনিধিদের অনুসরণে বাধ্য করা যাবে।

বর্তমানে বিদ্যমান নাগরিক প্ল্যাটফর্মগুলোতে নাগরিকদের ক্ষমতায়ন

বর্তমানে নাগরিক প্ল্যাটফর্মগুলোতে নাগরিকেরা অতিমাত্রায় উপেক্ষিত হয়ে আছে। যেমন স্থায়ী কমিটিগুলোতে নাগরিক প্রতিনিধিদের অংশগ্রহণ অত্যন্ত সীমাবদ্ধ এবং তাদের ভূমিকা অনেকটা প্রতীকী। এগুলো মূলত নির্বাচিত প্রতিনিধিদের নিয়ন্ত্রণে।

আমরা মনে করি, নাগরিক প্রতিনিধিদের সংখ্যা আরও বাড়াতে হবে এবং তাদের সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের প্রক্রিয়ার ভেতরে রাখতে হবে। এ বিষয়ে কমিশন কোনো বিস্তারিত আলোচনা করেনি। আমাদের বিবেচনায় ওয়ার্ড সভা এবং উন্মুক্ত বাজেট সভায় বর্তমানে ব্যক্তিকেন্দ্রিক অংশগ্রহণ পদ্ধতির বদলে সামগ্রিক পদ্ধতির কথা ভাবতে হবে।

এই দুটি প্রতিষ্ঠান বর্তমানে মূলত অকার্যকর: সভা ঘটার প্রামাণ্য কাগজপত্র প্রায় সব ক্ষেত্রেই বানানো; সিদ্ধান্ত ফলপ্রসূ নয়, যেহেতু এগুলোর বাস্তবায়নের কোনো আইনগত বাধ্যবাধকতা নেই। এগুলোকে কার্যকর করতে হলে নিচ থেকে (সামষ্টিক নাগরিক দ্বারা) এবং ওপর থেকে (স্বাধীন স্থানীয় সরকার কমিশন, স্থানীয় পরিষদের উপরিস্তরে সামষ্টিক নাগরিক ফোরাম এবং স্থানীয় সরকারি কর্মকর্তারা) নজরদারি নিশ্চিত করতে হবে।

ওয়ার্ড সভাকে কোনোভাবেই উপজেলা পর্যায়ে নিয়ে যাওয়া উচিত হবে না, যেমনটা কমিশন সুপারিশ করেছে। একে ওয়ার্ড পর্যায়েই রাখতে হবে। গরিব মানুষের জবাবদিহি আদায়ের প্ল্যাটফর্ম হিসেবে একে যদি শক্তিশালী করতে হয়, তাহলে ব্যক্তি পরিচিতিভিত্তিক স্থানীয় কমিউনিটির মধ্যে এর অবস্থান থাকা জরুরি—কোনো দূরবর্তী ও নৈর্ব্যক্তিক বৃহত্তর সমাজে নয়। এতে স্থানীয় প্রতিনিধিরা পরিচিত নাগরিকদের কাছে আরও বেশি করে দায়বদ্ধ হতে বাধ্য হবেন।

কমিশনের ‘ভোটার সমাবেশ’ ধারণার সঙ্গে আমরা একমত নই। একসঙ্গে এতগুলো উচ্চপর্যায়ের প্রতিনিধির সমাবেশ সাধারণ নাগরিকদের বিভ্রান্ত করবে এবং এটি হবে একেবারেই নৈর্ব্যক্তিক ও দূরবর্তী।

সামষ্টিক নাগরিকদের প্রত্যক্ষ গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণ

নাগরিক-প্রতিনিধিদের ভূমিকা প্রতিষ্ঠা করা যদি আমাদের লক্ষ্য হয়, তাহলে নাগরিক অ্যাসেম্বলির কথা ভাবতে হবে। এটি বর্তমানের ওয়ার্ড সভার রূপান্তর ঘটিয়ে করা যায় অথবা সম্পূর্ণ নতুনভাবে প্রতিষ্ঠা করা যায়।

স্থানীয় নাগরিকেরা লটারির মাধ্যমে অথবা বিশেষ বাছাইয়ের মাধ্যমে অ্যাসেম্বলিতে অন্তর্ভুক্ত হবেন, যাতে সব ধরনের নাগরিক অন্তর্ভুক্ত হতে পারেন। এটি রাষ্ট্রের ভেতরে ও বাইরে কাজ করবে, সামষ্টিক জনগণের কাছে প্রতিনিধিদের দায়বদ্ধ করার জন্য।

স্থানীয় সরকারের সব স্তরে থাকা অ্যাসেম্বলিগুলো আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্ট থাকবে। সর্বোচ্চ পর্যায়ে এগুলো জাতীয় স্বাধীন স্থানীয় সরকার কমিশনের সঙ্গে যুক্ত থাকবে এবং কমিশনের কাছে দায়বদ্ধ থাকবে। এতে অ্যাসেম্বলিগুলো সাংবিধানিক বৈধতা এবং তার সঙ্গে এদের স্বাধীনতা ও জবাবদিহি নিশ্চিত করা যাবে।

সামষ্টিক নাগরিকদের প্রত্যক্ষ গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণ

নাগরিক-প্রতিনিধিদের ভূমিকা প্রতিষ্ঠা করা যদি আমাদের লক্ষ্য হয়, তাহলে নাগরিক অ্যাসেম্বলির কথা ভাবতে হবে। এটি বর্তমানের ওয়ার্ড সভার রূপান্তর ঘটিয়ে করা যায় অথবা সম্পূর্ণ নতুনভাবে প্রতিষ্ঠা করা যায়।

স্থানীয় নাগরিকেরা লটারির মাধ্যমে অথবা বিশেষ বাছাইয়ের মাধ্যমে অ্যাসেম্বলিতে অন্তর্ভুক্ত হবেন, যাতে সব ধরনের নাগরিক অন্তর্ভুক্ত হতে পারেন। এটি রাষ্ট্রের ভেতরে ও বাইরে কাজ করবে, সামষ্টিক জনগণের কাছে প্রতিনিধিদের দায়বদ্ধ করার জন্য।

স্থানীয় সরকারের সব স্তরে থাকা অ্যাসেম্বলিগুলো আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্ট থাকবে। সর্বোচ্চ পর্যায়ে এগুলো জাতীয় স্বাধীন স্থানীয় সরকার কমিশনের সঙ্গে যুক্ত থাকবে এবং কমিশনের কাছে দায়বদ্ধ থাকবে। এতে অ্যাসেম্বলিগুলো সাংবিধানিক বৈধতা এবং তার সঙ্গে এদের স্বাধীনতা ও জবাবদিহি নিশ্চিত করা যাবে।

ড.

মির্জা হাসান বিআইজিডির জ্যেষ্ঠ গবেষক

মতামত লেখকের নিজস্ব

উৎস: Prothomalo

কীওয়ার্ড: শ সনব যবস থ য অ য স ম বল গ ল প ল য টফর ম জনগণ র ক ছ গণতন ত র র ব যবস থ য প রস ত ব প রক র য গত ভ ত ত র জন ত ক ক র যকর সরক র ক আম দ র র জন য পর য য র র জন গ রহণ রবর ত ক ষমত

এছাড়াও পড়ুন:

প্রয়োজন অনুসারে রাষ্ট্রকাঠামোর পরিবর্তনে সচেতনভাবে এগোচ্ছে বিএনপি: মির্জা ফখরুল

প্রয়োজন অনুসারে রাষ্ট্রকাঠামোর পরিবর্তনে বিএনপি সচেতনভাবে এগোচ্ছে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘জনগণের যেটা প্রয়োজন, যুগের সঙ্গে সঙ্গে যে পরিবর্তনগুলো আনা দরকার, রাষ্ট্রকাঠামোর যে পরিবর্তন আনা দরকার, সে বিষয়ে আমরা অত্যন্ত সচেতন। সচেতনভাবেই সামনের দিকে এগোচ্ছি।’

আজ রোববার দুপুরে রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে ‘পদ্মা ব্যারাজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন প্রয়োজনীয়তা’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এ কথা বলেন। ‘পদ্মা ব্যারাজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটি’ এ সেমিনারের আয়োজন করে।

দ্বিতীয় পদ্মা সেতু এবং পদ্মা ব্যারাজ এখন সময়ের দাবি বলে উল্লেখ করেন মির্জা ফখরুল। একই সঙ্গে তিনি সাতবার ফিজিবিলিটি স্টাডি (প্রস্তাবিত প্রকল্পের কার্যকারিতা এবং বাস্তবতার মূল্যায়ন) হলেও এই বিষয়ে একটি সিদ্ধান্তের জায়গায় আসতে না পারাকে দুঃখজনক বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘এ জন্য রাজনৈতিক কমিটমেন্ট প্রয়োজন। এটি তখনই তৈরি হবে, যখন জনগণের মধ্য থেকে এ দাবি উঠে আসবে।’

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অনেক আগেই দ্বিতীয় পদ্মা সেতুর অঙ্গীকার করেছিলেন উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, দক্ষিণাঞ্চলের বহু অংশ ছেড়ে মানুষ চলে যাচ্ছে। বাসের উপযোগী আর থাকছে না। পরবর্তী সরকারগুলো শুধু নয়, জনগণেরও এ বিষয়ে অত্যন্ত সজাগ থাকা উচিত।

পরবর্তী সরকারগুলোকে এ বিষয়ে কাজ করতে হবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘আমরা একটা ট্রানজিশন পিরিয়ডে আছি। আজ একটা সুযোগ তৈরি হয়েছে। অভূতপূর্ব ছাত্র গণ–অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি জাতীয় ঐক্য তৈরি হয়েছিল। সেই ঐক্যকে সামনে নিয়ে আমরা সবাই যদি মূল বিষয়গুলোকে সামনে আনতে পারি, চিন্তার ঐক্য যদি থাকে, তাহলে নিঃসন্দেহে আমরা সফল হব।’

বিএনপির মহাসচিব বলেন, সবকিছুই নির্ভর করবে মানুষের ওপর। ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশের মানুষ পারে। সেটি একাত্তর সালে প্রমাণিত হয়েছে। এমনকি চব্বিশেও তা প্রমাণিত হয়েছে। তিনি বলেন, ‘দেশের মানুষের পালস আমি বুঝি। দেশের মানুষ উন্নতি চায়, ওপরে উঠতে চায়, সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক পরিবেশ চায়। সেই গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে সব বিষয়ের সমাধানের পথ খুঁজে পাওয়া যাবে।’

আয়োজক কমিটির সভাপতি বিএনপির সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ামের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য দেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য, শিক্ষক ও গবেষক অধ্যাপক আইনুন নিশাত, পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি প্রমুখ।

সম্পর্কিত নিবন্ধ

  • বিতর্কমুক্ত তত্ত্বাবধায়ক সরকারব‍্যবস্থা না হলে গণতন্ত্র আবার হুমকিতে পড়বে: এবি পার্টি
  • মানুষ ঠিকমতো ইভিএম বোঝে না, পিআর বুঝবে কী করে: মির্জা ফখরুল
  • কিছু দল পিআর ছাড়া নির্বাচনে যাবে না বলে শপথ করেছে: ফখরুল
  • ভুয়া র‍্যাবকে ধাওয়া দিল আসল র‍্যাব, পথে দুই পক্ষকেই পেটাল জনতা
  • মনোনয়ন নিয়ে চিন্তা করবেন না, জনগণের পাশে থাকুন : আজাদ 
  • লাঙ্গল মার্কার কেউ বিএনপির সদস্য হতে পারবেন না : টিপু 
  • পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নে রাজনৈতিক অঙ্গীকার জরুরি: ফখরুল
  • প্রয়োজন অনুসারে রাষ্ট্রকাঠামোর পরিবর্তনে সচেতনভাবে এগোচ্ছে বিএনপি: মির্জা ফখরুল
  • রাজনীতিও করবেন আবার নির্বাচনেও যাবেন না, এটা হতে পারে না: আমীর খসরু