নেত্রকোনার সাবেক সংসদ সদস্য ইফতেখার উদ্দিন মারা গেছেন
Published: 28th, July 2025 GMT
নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য ইফতেখার উদ্দিন তালুকদার (পিন্টু) মারা গেছেন। আজ সোমবার বেলা দেড়টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তাঁর বয়স হয়েছিল ৬২ বছর।
ইফতেখার উদ্দিনের ভাগনে জাকির হোসেন (প্রবাল) বলেন, তাঁর মামা দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। রাজধানীর নিকুঞ্জর বাসায় আজ বেলা ১১টায় হঠাৎ অসুস্থ বোধ করেন। দ্রুত তাঁকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে আজ বেলা দেড়টার দিকে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
জাকির হোসেন জানান, আগামীকাল মঙ্গলবার সকাল ১০টায় আটপাড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণ মাঠে ইফতেখার উদ্দিনের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। দুপুর ১২টায় জানাজা হবে কেন্দুয়া স্কুল খেলার মাঠে। এ ছাড়া তাঁর নিজ গ্রাম উপজেলার বলাইশিমুল ইউনিয়নের কচন্দরায় বাদ জোহর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
ইফতেখার উদ্দিন তালুকদার নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য। তিনি কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। ২০১৪ সালে তিনি নেত্রকোনা-৩ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০২৪ সালে স্বতন্ত্র প্রার্থী হয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিলকে পরাজিত করে বিজয়ী হন। তাঁর গ্রামের বাড়ি কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের কচন্দরা এলাকায়।
গত বছরের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর ইফতেখার উদ্দিন আত্মগোপনে ছিলেন। পরে তাঁকে আসামি করে একাধিক মামলা হয়েছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
‘বিমান বিধ্বস্তে দগ্ধ রোগীরা রিলিজের পরেও বিনামূল্যে চিকিৎসা পাবে’
ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ রোগীরা হাসপাতাল থেকে রিলিজ হওয়ার পরেও বিনামূল্যে চিকিৎসা সেবা পাবে।
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে ব্রিফিংয়ে এ তথ্য জানান জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন।
বিস্তারিত আসছে…
ঢাকা/কেএন/ইভা