মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহত কর্মচারী মাসুমা বেগমের কবর জিয়ারত ও শ্রদ্ধা জানিয়েছে বিমানবাহিনী। আজ সোমবার দুপুরে ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের উত্তর বাটামারা গ্রামে যায় বিমানবাহিনীর একটি প্রতিনিধিদল।

প্রতিনিধিদলটির নেতৃত্বে ছিলেন বরিশাল বিমানবাহিনীর উইং কমান্ডার এ বি এম সারোয়ার জাহান। সেখানে পৌঁছানোর পর মাসুমার পরিবারের সদস্যদের খোঁজখবর নেয় দলটি। পরে বাহিনীটির প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনের পক্ষ থেকে মাসুমার কবরে শ্রদ্ধা জানানো হয়। এ ছাড়া তাঁর কবর জিয়ারত করে আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।

আরও পড়ুনউত্তরায় যুদ্ধবিমান বিধ্বস্ত : ছেলেকে নিয়ে অনেক স্বপ্ন ছিল নিহত মাসুমার২৭ জুলাই ২০২৫

শ্রদ্ধা জ্ঞাপন কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন নিহত মাসুমার স্বামী সেলিম, ছেলে মানসুর, বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান ও স্থানীয় বাসিন্দারা।

সারোয়ার জাহান বলেন, ‘মাসুমার পরিবারকে যত রকমের সহযোগিতা দরকার, আমরা তা করব। আমরা এ ব্যাপারে যথেষ্ট পজিটিভ।’

২১ জুলাই দুপুরে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। মাসুমা বেগম ওই স্কুলের কর্মচারী হিসেবে শিক্ষার্থীদের উদ্ধার করতে গিয়ে দগ্ধ হন। তাঁর শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল। গত শনিবার (২৬ জুলাই) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব ম ন ব ধ বস ত ব ম নব হ ন র কবর

এছাড়াও পড়ুন:

উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’

কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।

সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।

নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত

সম্পর্কিত নিবন্ধ