গণ-অভ্যুত্থানের সহিংসতার আরও ১৫ মামলায় অভিযোগপত্র দিল পুলিশ
Published: 28th, July 2025 GMT
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণ–অভ্যুত্থানের ঘটনায় দেশের বিভিন্ন স্থানে হওয়া আরও ১৫টি মামলায় অভিযোগপত্র দিয়েছে পুলিশ। এর মধ্যে হত্যা মামলা রয়েছে পাঁচটি, বাকিগুলো অন্যান্য ধারার মামলা। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, পাঁচটি হত্যা মামলার মধ্যে তিনটি শেরপুর, একটি কুড়িগ্রাম ও একটি চট্টগ্রাম মহানগর এলাকার। অন্যদিকে ঢাকা ও বরিশাল মেট্রোপলিটন এলাকায় একটি করে এবং চাঁপাইনবাবগঞ্জে তিনটি, সিরাজগঞ্জে দুটি ও পাবনায় একটি মামলা রয়েছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আরও দুটি মামলার তদন্ত করছে।
এর আগে গণ-অভ্যুত্থানের ঘটনায় দেশের বিভিন্ন স্থানে হওয়া মামলার মধ্যে ১২টির অভিযোগপত্র দেওয়া হয়েছে চলতি মাসের ১৮ তারিখে। এর মধ্যে ৩টি হত্যা মামলা এবং অন্যান্য ধারার ৯টি মামলা রয়েছে।
গণ-অভ্যুত্থানকালে সংঘটিত ঘটনার মামলাগুলো তদন্ত কর্মকর্তাদের পাশাপাশি ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারাও নিবিড় তদারকি করছেন বলে জানিয়েছে পুলিশ।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন