প্রচলিত পদ্ধতিতেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসলামী আন্দ
Published: 28th, July 2025 GMT
পিআর পদ্ধতির নির্বাচন চাইলেও তলে তলে প্রচলিত পদ্ধতিতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে চরমোনাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইতোমধ্যে প্রার্থী বাছাই শুরু করেছে দলটি।
জামায়াতসহ অন্যান্য দলগুলোর সঙ্গে জোট গঠিত হলে সেটা বিবেচনায় রেখে এখন থেকে প্রার্থী ঠিক করে রাখছে দলটি। দ্রুত সময়ের মধ্যে প্রার্থী নির্বাচন শেষ করে আসন ভিত্তিক নির্বাচনী মাঠে নেমে পড়বেন তাদের প্রার্থীরা। পিআর হোক কিংবা প্রচলিত পদ্ধতিতে হোক, নির্বাচনী শিডিউল ঘোষণার পর থেকে যাতে জোরেশোরে মাঠে নামতে পারে, সেজন্য নির্বাচনের প্রাথমিক কার্যক্রম শেষ করে নিচ্ছে দলটি।
নির্বাচনী প্রস্তুতির বিষয়ে ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ জানান, ইসলামী আন্দোলন বাংলাদেশ রাষ্ট্র ক্ষমতায় জনগণের ভোটের মূল্যায়ন নিশ্চিত করতে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবি বদ্ধপরিকর। পিআর পদ্ধতির নির্বাচনের জন্য তারা শেষ সময় পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন। একইসঙ্গে প্রচলিত নির্বাচন পদ্ধতিতেও প্রস্তুতি নিয়ে রাখতে চায় দলটি। কারণ, আগামী নির্বাচনে দেশপ্রেমিক শক্তিকে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে হবে। সেজন্য তারা সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখছেন বলে জানান।
আরো পড়ুন:
রাকসু: দীর্ঘ ৩৫ বছর অপেক্ষার অবসান ঘটাবে যে নির্বাচন
রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১৫ সেপ্টেম্বর
এদিকে নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে সোমবার (২৮ জুলাই) ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও বরিশাল বিভাগের সংসদীয় আসনের প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করা হয়েছে।
ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয় পুরানা পল্টনে সকাল ১০টা থেকে এই সাক্ষাৎকার নেওয়া হয়। চার বিভাগের সংসদীয় আসনের প্রাথমিক বাছাইয়ে নির্ধারিত প্রায় শতাধিক প্রার্থী সাক্ষাৎকার দেন।
সাক্ষাৎকারে প্রতিটি আসন থেকে একাধিক সম্ভাব্য প্রার্থী ও জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের সঙ্গে নির্বাচনী কৌশল, সম্ভাব্যতা নিয়ে বিস্তারিত পরিকল্পনা করা হয়। পরবর্তীতে দেশের বাকী বিভাগের প্রার্থীদেরও সাক্ষাৎকার নেওয়া হবে বলে জানিয়েছে দলটি।
সাক্ষাৎকার গ্রহণ অনুষ্ঠানে দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, যুগ্ম-মহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমানসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
জোট গঠন হলে নির্বাচনী কৌশল কি হবে এ বিষয়ে দলের মহাসচিব মাওলানা ইউনুস আহমাদ বলেন, “আমাদের আমিরের ঘোষিত ‘একবাক্সে ভোট’ নীতি নিয়ে আমরা দৃঢ় আশাবাদী। আমরা আমাদের মতো করে কাজ গোছানোর জন্য প্রার্থী ঘোষণা করব। তারা প্রচারণাসহ সার্বিক প্রস্তুতি গ্রহণ করবেন।”
তিনি বলেন, “নির্বাচনের আগে জাতীয় স্বার্থে কোনো দলকে কোনো আসন ছেড়ে দিতে হলে নির্দ্বিধায় আমরা তা করব। ফলে আসনভিত্তিক প্রার্থী ঘোষণার সঙ্গে ‘একবাক্সে ভোট’ নীতির কোনো অসামঞ্জস্যতা নেই।”
ঢাকা/মেহেদী
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ন র প রস ত পদ ধ ত ইসল ম
এছাড়াও পড়ুন:
‘বিমান বিধ্বস্তে দগ্ধ রোগীরা রিলিজের পরেও বিনামূল্যে চিকিৎসা পাবে’
ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ রোগীরা হাসপাতাল থেকে রিলিজ হওয়ার পরেও বিনামূল্যে চিকিৎসা সেবা পাবে।
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে ব্রিফিংয়ে এ তথ্য জানান জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন।
বিস্তারিত আসছে…
ঢাকা/কেএন/ইভা