শনিবার স্কুল খোলা থাকার খবর ভিত্তিহীন: মাউশি
Published: 28th, July 2025 GMT
আগস্টের প্রথম সপ্তাহ থেকে দেশের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শনিবার খোলা রাখার খবর ‘ভিত্তিহীন’ বলেছে শিক্ষাবিষয়ক দুই সরকারি সংস্থা। সামাজিক যোগাযোগমাধ্যমে শনিবার খোলা রাখা নিয়ে গুজব ছড়ালে এ বিষয়টি নিয়ে খোলসা করা হয়েছে।
সোমবার (২৮ জুলাই) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপপরিচালক ইউনুছ ফারুকী এই তথ্য জানান।
তিনি বলেন, “আগস্ট থেকে সাপ্তাহিক ছুটি বাতিলের যে দাবি করা হচ্ছে, সেটি সম্পূর্ণ ভুয়া। আমাদের কোনো বৈঠকে এমন আলোচনা হয়নি। শুক্র ও শনিবার যথারীতি সাপ্তাহিক ছুটির দিন থাকবে।”
আরো পড়ুন:
প্রাথমিকের প্রধান শিক্ষকের বেতন ১০ম গ্রেডে উন্নীত হচ্ছে
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের বাজেট ঘোষণা
তিনি আরো বলেন, “কারা, কী উদ্দেশ্যে এসব ছড়াচ্ছে সেটা বলা মুশকিল। তবে সাপ্তাহিক ছুটি কমানোর বিষয়ে সরকারের কোনো সিদ্ধান্ত নেই।”
একই ধরনের মন্তব্য করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) পরিচালক (পলিসি অ্যান্ড অপারেশন) মোহাম্মদ কামরুল হাসান।
তিনি বলেন, “এটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন একটি খবর। প্রাথমিক স্তরে শনিবার স্কুল খোলা রাখার কোনো সিদ্ধান্ত হয়নি।”
সম্প্রতি ফেসবুকের বিভিন্ন গ্রুপে ‘আগস্ট থেকে শুক্র-শনিবারের ছুটি বাদ, সপ্তাহে একদিন বন্ধ থাকবে’—এমন বার্তা ভাইরাল হয়। তবে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন উভয় সংস্থাই বলছে, শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির বিষয়ে কোনো পরিবর্তন আনা হয়নি।
সোশ্যাল মিডিয়ায় ভুয়া খবর দেখে বিভ্রান্ত না হওয়ার অনুরোধও জানিয়েছে মাউশি এবং ডিপিই উভয় পক্ষই।
ঢাকা/হাসান/মেহেদী
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।
ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।
৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।
ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট