সারা আলীর নতুন প্রেমিককে কতটা জানেন?
Published: 29th, July 2025 GMT
সাইফ আলী খানের কন্যা সারা আলী খান বেশ আগে বলিউডে পা রেখে খ্যাতি কুড়িয়েছেন। বলিউডের বেশ কজন তারকার সঙ্গে তার নাম জড়িয়েছে। তবে সেসবই এখন অতীত। গুঞ্জন উড়ছে, সব ভুলে নতুন প্রেমের সম্পর্কে জড়িয়েছেন এই তারকা অভিনেত্রী।
সারার নতুন প্রেমের গুঞ্জনের সূত্রপাত্র একটি ভিডিওকে কেন্দ্র করে। এ ভিডিওটি কেদারনাথ থেকে ছড়ায়। ফের আরেকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এতে একটি গুরুদ্বারে কথিত প্রেমিকের সঙ্গে দেখা যায় সারা আলী খানকে।
পিঙ্কভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, সারার প্রেমিকের নাম অর্জুন প্রতাপ বাজওয়া। তিনি পেশায় মডেল-রাজনীতিবিদ। সারার নতুন প্রেম নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা চললেও এ নিয়ে এখনো নীরব এই অভিনেত্রী।
আরো পড়ুন:
সুস্মিতার অসম প্রেম চর্চায়
বলিউডে ঝড় তোলা আহানের নায়িকা বললেন, লজ্জা পাচ্ছি
সারার প্রেমিক অর্জুন একটি রাজনৈতিক পরিবারের সন্তান। তার বাবা ফতেহ সিং বাজওয়া পাঞ্জাবের বিজেপির সহসভাপতি। তবে অর্জুন রাজনীতি, গান ও মডেলিং নিয়ে কাজ করছেন। কেবল তাই নয়, প্রভুদেবার সহকারী পরিচালক হিসেবে ‘সিং ইজ ব্লিং’ সিনেমায় কাজ করেছেন অর্জুন।
বলিউডে পা রাখার আগে থেকেই ব্যক্তিগত নানা কারণে আলোচনায় ছিলেন সারা আলী খান। ‘কেদারনাথ’ সিনেমার মাধ্যমে বলিউডে নাম লেখানোর পর একাধিকবার তার প্রেমের গুঞ্জন শোনা গেছে। প্রয়াত সুশান্ত সিং রাজপুত ও কার্তিক আরিয়ানের সঙ্গে সারার নাম জড়িয়ে অনেক কানাঘুষাও হয়েছে।
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র নত ন প র ম অর জ ন
এছাড়াও পড়ুন:
গাড়িটার জন্য খারাপ লাগছে
আগের পর্বআরও পড়ুনএভাবে অপমান!২১ ঘণ্টা আগে