গাজীপুরের চন্দ্রায় দেশের সুপারব্র্যান্ড ও ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটনের হেডকোয়ার্টার্স পরিদর্শন করেছেন ন্যাশনাল ডিফেন্স কলেজের ১২১ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।

এয়ার ভাইস মার্শাল মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন বিভিন্ন দেশ থেকে মনোনিত বাংলাদেশ ন্যাশনাল ডিফেন্স কলেজে এনডিসি কোর্স করার জন্য আগত ২৯ জন উচ্চ পর্যায়ের সামরিক কর্মকর্তা, বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪জন বিগ্রেডিয়ার জেনারেল, বাংলাদেশ বিমান বাহিনীর উচ্চপদস্থ ৭ জন সামরিক কর্মকর্তা, বাংলাদেশ সিভিল সার্ভিসের ১৩ জন জয়েন্ট সেক্রেটারি, বাংলাদেশ পুলিশের ১ জন কমিশনার ও ৩ জন ডিআইজি।

সোমবার (২৮ জুলাই, ২০২৫) সকালে অতিথিরা ওয়ালটন হেডকোয়ার্টার্সে পৌঁছালে তাদের স্বাগত জানান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইউসুফ আলী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও মো.

জিয়াউল আলম, এফসিএ, এসিএ (আইসিএইডব্লিউ), ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর বিগ্রেডিয়ার জেনারেল (অব.) সাজ্জাদ হোসেন, হেড অব অ্যাডমিন মেজর (অব.) জাহিদুল হাসান, হেড অব এইচআর কাওসার উদ্দিন চৌধুরী এবং হেড অব গ্লোবাল বিজনেস আব্দুর রউফ প্রমুখ।

আরো পড়ুন:

এবার ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ওয়ালটনের ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ

বিমান বিধ্বস্ত: দেশজুড়ে ওয়ালটন প্লাজায় মিলাদ ও দোয়া

অতিথিরা ফ্যাক্টরিতে আগমনের পর তাদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য দেন অ্যাডমিন হেড মেজর (অব.) জাহিদুল হাসান।

এরপর অতিথিরা ওয়ালটনের ভিডিও ডকুমেন্টারি, গ্লোবাল বিজনেস প্রেজেন্টেশন উপভোগ করেন এবং ওয়ালটন সম্পর্কিত প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে ওয়ালটনের প্রোডাক্টস লাইন, বৈশ্বিক বাজারসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত অবহিত হন। অতিথিদের পক্ষ থেকে বক্তব্য দেন ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তা  প্রোমোদ জর্জ থমাস।

প্রোডাক্ট ডিসপ্লে সেন্টারে ওয়ালটনের তৈরি সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচার সমৃদ্ধ এসি দেখেছেন অতিথিরা

অতিথিরা ওয়ালটনের সুসজ্জিত প্রোডাক্ট ডিসপ্লে সেন্টারসহ পরিবেশবান্ধব সর্বাধুনিক প্রযুক্তির রেফ্রিজারেটর, ভিআরএফ এসি, মোল্ড অ্যান্ড ডাই প্রোডাকশন প্ল্যান্ট এবং হেডকোয়ার্টার্সের বিশাল আউটডোর এরিয়া ঘুরে দেখেন।

সে সময় তারা ওয়ালটনের আন্তর্জাতিক মানের প্রোডাকশন লাইন ও সুবিশাল গ্রীণ ফ্যাক্টরি দেখে অভিভূত হন। তারা ওয়ালটন ব্র্যান্ডের সার্বিক সাফল্য কামনা করেন এবং ওয়ালটন কর্তৃপক্ষের আতিথিয়তার ভূয়সী প্রশংসা করে ধন্যবাদ জ্ঞাপন করেন। 

ঢাকা/এসবি

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’

কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।

সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।

নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত

সম্পর্কিত নিবন্ধ