মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর সীমান্ত দিয়ে ১৮ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার দুপুরে উপজেলার কাজিপুর সীমান্ত এলাকা থেকে তাঁদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটক ব্যক্তিদের মধ্যে ১৫ জনের পরিচয় জানা গেছে। তাঁদের বাড়ি খুলনা, যশোর, নড়াইল ও ঠাকুরগাঁও জেলায়। কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে গিয়ে দীর্ঘদিন ধরে তাঁরা সেখানে বসবাস করে আসছিলেন।

আটক ব্যক্তিরা হলেন ঠাকুরগাঁওয়ের বালিয়াকান্দি উপজেলার ইকরামুল ইসলাম (৫৫), একই উপজেলার চচপাড়া গ্রামের হাসিরুল ইসলাম (২৮), বারিসা গ্রামের শাহ আলম (১৮), কাচকালি ভানুর গ্রামের জাকির আলী (২৫), ঘেরবাড়ি গ্রামের উছিরুল মিয়া (২৮), রতনদিঘী গ্রামের ফাতেমা আক্তার (৪০), রানীশংকৈল উপজেলার বলতচা গ্রামের সোহেল রানা (৩২), কাশিপুর গ্রামের আবদুল কাদের (৩০), নড়াইলের কালিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের মহাসিন শেখ (৩১), সদর উপজেলার কাঠাদূর গ্রামের টুটুল মণ্ডল (৫৫), কালিয়া উপজেলার বরকত শেখ (২২), যশোরের অভয়নগর উপজেলার হিদিয়া গ্রামের তুহিন শেখ (২৬) ও ময়না (২২), খুলনার দিঘিলিয়া উপজেলার লাউহাটি গ্রামের লতা খাতুন (২৪) ও নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাউছিয়া গ্রামের তানিয়া খাতুন (২৮)। অন্য তিনজনের পরিচয় জানা যায়নি।

গাংনীর কাজিপুর সীমান্ত ফাঁড়ির কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার হাবিবুর রহমান বলেন, আজ দুপুরে কাজিপুর গ্রামের সীমান্তে টহল দিচ্ছিল বিজিবির একটি দল। তখন সীমান্তের ১৪৫ নম্বর পিলারের কাছে সন্দেহভাজন কয়েকজনকে ঘোরাঘুরি করতে দেখা যায়। পরে তাঁদের আটক করে ক্যাম্পে আনা হয়। জিজ্ঞাসাবাদে তাঁরা জানান, তাঁরা সবাই বাংলাদেশি। বিভিন্ন সময় তাঁরা অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। সেখানকার পুলিশ তাঁদের আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করে। পরে আজ দুপুরে বিএসএফ কাজিপুর সীমান্তে এনে কাঁটাতারের ফটক খুলে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বানি ইসরাইল বলেন, কাজিপুর বিজিবি ক্যাম্প কমান্ডার হাবিবুর রহমান অনুপ্রবেশের দায়ে ১৮ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন। থানায় হস্তান্তরের পর তাঁদের প্রকৃত পরিচয় জানা যাবে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: উপজ ল র ক ব এসএফ

এছাড়াও পড়ুন:

সুন্দরবনের ভারতীয় অংশের বিএসএফের হাতে আটক ১৯ বাংলাদেশি মৎস্যজীবী

অবৈধভাবে ভারতীয় জলসীমায় প্রবেশের অভিযোগে ১৯ জন বাংলাদেশি মৎস্যজীবীকে গ্রেপ্তার করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

বিএসএফ সূত্রে জানানো হয়েছে, সুন্দরবনের ভারতীয় অংশের উত্তাল নদীতে দীর্ঘক্ষণ ধাওয়া করে তাদের আটক করা হয়।  ধৃত মৎসজীবীরা বাংলাদেশের বরিশাল বিভাগের ভোলা জেলার পুরালিয়া গ্রামের বাসিন্দা। মাছ ধরার ট্রলার ও জালসহ তাদেরকে আটক করা হয়। 

আরো পড়ুন:

কলকাতায় সম্মিলিত সেনা সম্মেলন উদ্বোধন নরেন্দ্র মোদির

অবৈধ অভিবাসীদের প্রতি নরম হওয়ার দিন শেষ: ট্রাম্প

বিএসএফ জানায়, রবিবার সীমান্তের সুন্দরবন অংশে রুটিন টহল দেয়ার সময় গোসাবা রেঞ্জের বাঘমারি জঙ্গল এলাকায় বাংলাদেশি অবৈধ ট্রলারের উপস্থিতি নজরে আসে বিএসএফ জওয়ানদের। বিএসএফ জওয়ানদের পেট্রোল বোট ট্রলারটির কাছে যাওয়ার চেষ্টা করতেই ট্রলারটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। দ্রুততার সঙ্গে ট্রলারের পিছু ধাওয়া করা হয়। দীর্ঘক্ষণ ধাওয়া করে পরবর্তীতে পাকড়াও করা হয় বাংলাদেশি ট্রলারটিকে। অবৈধ অনুপ্রবেশ এর অভিযোগে আটক করা হয় এতে থাকা ১৯ জন বাংলাদেশি মৎস্যজীবীকে। বাজেয়াপ্ত করা হয় ট্রলারটি।

বিএসএফ আরো জানায়, আটকের পর দীর্ঘ জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা অবৈধ অনুপ্রবেশের অভিযোগের বিপরীতে কোনো যুক্তিসঙ্গত কারণ দেখাতে পারেনি। ফলে জিজ্ঞাসাবাদের পরে তাদের স্থানীয় সুন্দরবন কোস্টাল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আজ সোমবার তাদের আলিপুর আদালতে তোলা হবে।

ঢাকা/সুচরিতা/ফিরোজ

সম্পর্কিত নিবন্ধ

  • সাতক্ষীরা সীমান্তে ১৫ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ
  • সাতক্ষীরা সীমান্তে ১৫ বাংলাদেশিকে হস্তান্তর
  • সুন্দরবনের ভারতীয় অংশের বিএসএফের হাতে আটক ১৯ বাংলাদেশি মৎস্যজীবী