বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদ্য প্রকাশিত গেজেটে পূর্বানুমতি ছাড়াই নিজের নাম অন্তর্ভুক্ত হওয়ায় বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন ইংরেজি দৈনিক নিউএইজের সম্পাদক নূরুল কবীর। একই সঙ্গে তিনি তালিকা থেকে তার নাম প্রত্যাহার চেয়েছেন।

মঙ্গলবার (২৯ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি জানান, তার পূর্বানুমতি না নিয়েই তাকে কাউন্সিলের সদস্য করা হয়েছে, তা-ও আবার নামের ‘ভুল’ বানানে।

ফেসবুক পোস্টে নূরুল কবীর লিখেছেন, চরম বিস্ময়ের সঙ্গে আজ জানতে পারলাম, বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় আমাকে রাষ্ট্রের প্রেস কাউন্সিলের সদস্য হিসেবে গেজেট করেছে, তা-ও আমার নামের ভুল বানানে এবং আমার পূর্বানুমতি ছাড়াই।

আরো পড়ুন:

সাংবাদিকের মোবাইল কেড়ে নিয়ে বললেন ‘ভুল করিনি, মাথা গরম ছিল’

ছিনতাই: মোহাম্মদপুর থানার ৪ পুলিশ সাময়িক বরখাস্ত

তিনি জানান, অতীতে একাধিকবার বিভিন্ন সরকার তাকে এ কাউন্সিলে অন্তর্ভুক্ত করার অনুরোধ জানিয়েছিল, তবে প্রতিবারই তিনি বিনয়ের সঙ্গে তা প্রত্যাখ্যান করেছেন।

‘কিন্তু এবার সরকার বা অন্য কেউ পর্যন্ত আমার সম্মতি নেওয়ার প্রয়োজনও মনে করেননি। এটা সত্যিই অদ্ভূত’- বলেন তিনি।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত তার নাম প্রেস কাউন্সিলের সদস্য তালিকা থেকে প্রত্যাহারের অনুরোধ জানিয়ে নূরুল কবীর বলেন, “আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানাচ্ছি—আমার নামটি তালিকা থেকে প্রত্যাহার করে নেওয়ার ব্যবস্থা গ্রহণ করে আমাকে বাধিত করুন।”

ঢাকা/এসবি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ক উন স ল র

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ