১২৫ বছরের পুরনো সোনারগাঁয়ের অন্যতম বিদ্যাপীঠ সোনারগাঁ জি আর ইনস্টিটিউশনের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন অত্র প্রতিষ্ঠানের এডহক কমিটির সভাপতি ও জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা তুহিন মাহমুদ।

মঙ্গলবার (২৯ জুলাই) সকালে সোনারগাঁ গঙ্গাবাসী ও রামচন্দ্র পোদ্দার ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজের গঙ্গাবাসী অডিটরিয়ামে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশ তিনি কথা বলেন।

তিনি আরো বলেন সোনারগাঁ জি আর ইনস্টিটিউশনের শিক্ষার মান বাড়ানোর জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এজন্য অভিভাবকদের সহযোগিতা প্রয়োজন। অভিভাবক, এলাকাবাসী, শিক্ষক ও শিক্ষার্থী সকলের সম্মিলিত প্রচেষ্টায় এ স্কুলের শিক্ষার মান বৃদ্ধি করা সম্ভব হবে ইনশাল্লাহ।

সোনারগাঁ জি আর ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বেঅনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গভর্ণিংবডির সদস্য মো.

মোরছালীন ও এডহক কমিটির শিক্ষক প্রতিনিধি মো. এখলাছুর রহমান।

অনুষ্ঠানে আগত অভিভাবকরা শিক্ষার মান উন্নয়নে তাদের বিভিন্ন মতামত তুলে ধরেন।পরে প্রতিষ্ঠানের অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। ফলাফলে শাখা ভিত্তিক প্রথম স্থান অধিকারকারী শিক্ষার্থীদেরকেক্রেস্ট প্রদান করা হয়।

 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স ন রগ ও ন র য়ণগঞ জ র ইনস ট ট উশন স ন রগ

এছাড়াও পড়ুন:

ইরান পারমাণবিক স্থাপনাগুলো আরো শক্তিশালী করে পুনর্নির্মাণ করবে

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, তেহরান তার পারমাণবিক স্থাপনাগুলোকে ‘আরো শক্তিশালী করে’ পুনর্নির্মাণ করবে। রবিবার সরকারি সংবাদমাধ্যমকে তিনি এ তথ্য জানিয়েছেন।

ইরানের প্রেসিডেন্ট জানিয়েছেন, তার দেশ পারমাণবিক অস্ত্রের সন্ধান করছে না।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে দিয়ে বলেছিলেন, জুন মাসে মার্কিন যুক্তরাষ্ট্র যে স্থাপনাগুলোতে বোমা হামলা চালিয়েছিল সেগুলো পুনরায় চালু করার চেষ্টা করলে তেহরান ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে নতুন করে হামলার নির্দেশ দেবেন।

ইরানের প্রেসিডেন্ট রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেন, “ভবন ও কারখানা ধ্বংস আমাদের জন্য কোনো সমস্যা তৈরি করবে না, আমরা আরো শক্তির সাথে পুনর্নির্মাণ করব।”

জুনে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছিল। ওই সময় ওয়াশিংটন বলেছিল, স্থাপনাগুলো পারমাণবিক অস্ত্র তৈরির লক্ষ্যেএকটি কর্মসূচির অংশ ছিল। তবে তেহরান জানিয়েছিল, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে বেসামরিক উদ্দেশ্যে।

ইরানের পারমাণবিক কার্যক্রমের প্রসঙ্গে পেজেশকিয়ান বলেছেন, “এগুলো জনগণের সমস্যা সমাধানের জন্য, রোগের জন্য, জনগণের স্বাস্থ্যের জন্য।”

ঢাকা/শাহেদ

সম্পর্কিত নিবন্ধ