না ফেরার দেশে সাংবাদিক সামাদ মতিনের সহধর্মিণী এড. সুরাইয়া মতিন
Published: 30th, July 2025 GMT
ফতুল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জের সদস্য এম. সামাদ মতিনের সহধর্মিণী প্রবীন সাংবাদিক ও স্বনামধন্য আইনজীবী সুরাইয়া মতিন (৫৪) আর নেই। ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
বুধবার (৩০ জুলাই) ভোর রাতে ফতুল্লার নিজ বাস ভবনে পৃথিবীর মায়া ত্যাগ করে সকলের মাঝ থেকে চীর বিদায় নেন। মরহুমার যানাযার নামাজ বাদ জোহর ফতুল্লা জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে ফতুল্লা চৌধুরী বাড়ী কবরস্থানে তার মৃতদেহ দাফন করা হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, ফতুল্লা রেল-স্টেশনে এর স্থায়ী বাসিন্দা মৃত হাজী নূরুল ইসলাম এর তৃতীয় কণ্যা সুরাইয়া মতিন এর সহিত ১৯৮৭ সালে ইসলামি বিধান মতে এম সামাদ মতিন এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
জীবদ্দশায় তিনি দৈনিক খবর, চিত্র বাংলাসহ বিভিন্ন গণমাধ্যমে সততা ও সাহসিকতার সহিত সাংবাদিকতা করেছেন। এ ছাড়াও তিনি ফতুল্লা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য এবং নারায়ণগঞ্জ আদালত পাড়ায় দক্ষতা ও সুনামের সহিত উকালতি করেছেন।
মৃত্যুকালে স্বামী, তিন কণ্যাসহ অনেক আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে যান। মরহুমার আত্মার মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া প্রার্থনা করা হয়।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
বিদ্যানিকেতন হাই স্কুলে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
নারায়ণগঞ্জে বিদ্যানিকেতন হাই স্কুলে দুই দিন ব্যাপী শুরু হয়েছে। মঙ্গলবার সকালে বিজ্ঞান মেলা উদ্বোধন করেন বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের চেয়ারম্যান বদিউজ্জামান বদু।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও বিদ্যানিকেতন ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান আবদুস সালাম, বিদ্যানিকেতন হাই স্কুলের প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা,বিদ্যানিকেতন ট্রাস্ট সদস্য মোয়াজ্জেম হোসেন সোহেল ও মনির হোসেন খান। চতুর্থ শ্রেণী থেকে শুরু করে দশম শ্রেণীর শিক্ষার্থীরা মোট ২৬ টি প্রজেক্ট মেলায় উপস্থাপন করেন।
এসব প্রজেক্টের মধ্যে ছিল সৌর বিদ্যুত উৎপাদন, আধুনিক নগর ব্যবস্থাপনা,গ্রামীন কৃষি ব্যবস্হাপনার উন্নয়নে সেচ ব্যবস্থাপনা,গ্যাস,বিদ্যুৎ,পানি অপচয় রোধে আধুনিক ব্যবস্থাপনা পরিকল্পনা ও উদ্ভাবন সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহন।