পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি সম্পন্ন হয়েছে। স্থানীয় সময় বুধবার (৩০ জুলাই) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘোষণা দিয়েছেন। খবর তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর।

ট্রাম্প জানিয়েছেন, পাকিস্তানের তেলের মজুদ উন্নয়নে মার্কিন প্রশাসন ও ইসলামাবাদ একসঙ্গে কাজ করবে।

ট্রাম্প বিস্তারিত না জানিয়ে ট্রুথ সোশ্যালে লিখেছেন, “আমরা পাকিস্তানের সঙ্গে একটি নতুন চুক্তি করেছি। উভয় দেশ মিলে তাদের বিশাল তেল সম্পদ উন্নয়নের কাজ করবে। আমরা এখন এমন একটি তেল কোম্পানি নির্বাচন করছি, যারা এই অংশীদারিত্বে নেতৃত্ব দেবে। কে জানে, হয়তো একদিন তারা ভারতে তেল রপ্তানি করবে!”

আরো পড়ুন:

ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

পুতিনকে এবার ১০ দিনের আল্টিমেটাম দিলেন ট্রাম্প

ট্রুথ সোশ্যালে ট্রাম্প আরো জানান, তার প্রশাসন বর্তমানে বিভিন্ন বাণিজ্য চুক্তি নিয়ে ব্যস্ত সময় পার করছে। বুধবার হোয়াইট হাউজে তিনি দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবেন।

এদিকে, একই দিনে ভারতের ওপর ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছে ট্রাম্প। বুধবার ট্রুথ সোশ্যালে একটি পোস্টে ট্রাম্প বলেন, “যদিও ভারত আমাদের বন্ধু, আমরা বছরের পর বছর ধরে তাদের সাথে তুলনামূলকভাবে খুব কম ব্যবসা করেছি কারণ তাদের শুল্ক অনেক বেশি, বিশ্বের সর্বোচ্চগুলোর মধ্যে একটি এবং যেকোনো দেশের তুলনায় তাদের সবচেয়ে কঠোর এবং বিরক্তিকর অ-আর্থিক বাণিজ্য বাধা রয়েছে।”

ট্রাম্প আরো লিখেছেন, “তারা সবসময় রাশিয়া থেকে তাদের সামরিক সরঞ্জামের একটি বিশাল অংশ কিনেছে এবং চীনের পাশাপাশি তারা রাশিয়ার জ্বালানির বৃহত্তম ক্রেতা, এমন এক সময়ে কিনছে যখন সবাই চায় রাশিয়া ইউক্রেনে হত্যাকাণ্ড বন্ধ করুক - সবকিছুই ভালো নয়!”

এরপরপরই ট্রাম্প জানান, ১ আগস্ট থেকে ভারতকে যুক্তরাষ্ট্রে রপ্তানি করা পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক দিতে হবে।

এদিকে ট্রাম্পের শুল্ক ঘোষণার পর ভারত সরকার জানিয়েছে, তারা এই সিদ্ধান্ত গুরুত্ব সহকারে পর্যালোচনা করছে এবং এর প্রভাব খতিয়ে দেখছে। 

ঢাকা/ফিরোজ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর য ক তর ষ ট র

এছাড়াও পড়ুন:

ইরান পারমাণবিক স্থাপনাগুলো আরো শক্তিশালী করে পুনর্নির্মাণ করবে

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, তেহরান তার পারমাণবিক স্থাপনাগুলোকে ‘আরো শক্তিশালী করে’ পুনর্নির্মাণ করবে। রবিবার সরকারি সংবাদমাধ্যমকে তিনি এ তথ্য জানিয়েছেন।

ইরানের প্রেসিডেন্ট জানিয়েছেন, তার দেশ পারমাণবিক অস্ত্রের সন্ধান করছে না।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে দিয়ে বলেছিলেন, জুন মাসে মার্কিন যুক্তরাষ্ট্র যে স্থাপনাগুলোতে বোমা হামলা চালিয়েছিল সেগুলো পুনরায় চালু করার চেষ্টা করলে তেহরান ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে নতুন করে হামলার নির্দেশ দেবেন।

ইরানের প্রেসিডেন্ট রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেন, “ভবন ও কারখানা ধ্বংস আমাদের জন্য কোনো সমস্যা তৈরি করবে না, আমরা আরো শক্তির সাথে পুনর্নির্মাণ করব।”

জুনে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছিল। ওই সময় ওয়াশিংটন বলেছিল, স্থাপনাগুলো পারমাণবিক অস্ত্র তৈরির লক্ষ্যেএকটি কর্মসূচির অংশ ছিল। তবে তেহরান জানিয়েছিল, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে বেসামরিক উদ্দেশ্যে।

ইরানের পারমাণবিক কার্যক্রমের প্রসঙ্গে পেজেশকিয়ান বলেছেন, “এগুলো জনগণের সমস্যা সমাধানের জন্য, রোগের জন্য, জনগণের স্বাস্থ্যের জন্য।”

ঢাকা/শাহেদ

সম্পর্কিত নিবন্ধ