বগুড়া সদর উপজেলা যুবদলের আহ্বায়ককে কুপিয়ে আহত
Published: 31st, July 2025 GMT
বগুড়া সদর উপজেলা যুবদলের আহ্বায়ক অতুল চন্দ্র দাসকে (৫০) কুপিয়ে গুরুতর আহত করেছে একদল মুখোশধারী দুর্বৃত্ত।
বুধবার (৩০ জুলাই) রাত সাড়ে ১১টায় সদর উপজেলার সাবগ্রাম হাটে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় অতুল চন্দ্র দাসকে। আশঙ্কাজনক অবস্থায় তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ঢাকায় নেওয়া হয়েছে।
বুধবার রাতে বিএনপির দলীয় কার্যালয় থেকে মোটরসাইকেলে করে নিজ বাড়ি সাবগ্রামে ফিরছিলেন অতুল। পথিমধ্যে সাবগ্রাম হাটে একটি দোকান থেকে ওষুধ কেনেন তিনি। এ সময় চারটি মোটরসাইকেলে করে আসা অন্তত আটজন মুখোশধারী দুর্বৃত্ত অতুলের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। তারা এলোপাথারি কুপিয়ে অতুলকে রক্তাক্ত করে। এ সময় স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা আগ্নেয়াস্ত্র বের করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা আহত অতুলকে উদ্ধার করে প্রথমে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে তাকে ঢাকায় নেওয়া হয়।
আরো পড়ুন:
গংগাচড়ায় হিন্দু পাড়ায় হামলা: গ্রেপ্তার ৫ জন আদালতে
গংগাচড়ায় হিন্দু পাড়ায় হামলার ঘটনায় গ্রেপ্তার ৫
অতুল চন্দ্র দাসের ওপর হামলার প্রতিবাদে এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে বৃহস্পতিবার বিকেলে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে জেলা যুবদল।
বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান বলেছেন, অতুলকে হত্যার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করা হয়েছে। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার না করলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির বলেছেন, দুর্বৃত্তরা সবাই মুখোশ পরা ছিল। তাদের শনাক্ত করার চেষ্টা চলছে।
ঢাকা/এনাম/রফিক
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আহত য বদল
এছাড়াও পড়ুন:
এমপ্লয়ার্স ফেডারেশনের নতুন সভাপতি ফজলে শামীম এহসান
ছবি: বিইএফের সৌজন্যে