চালকদের চোখ পরীক্ষা ও চশমা দিচ্ছে ভিশনস্প্রিং ও ডিটিসি
Published: 31st, July 2025 GMT
সড়ক দুর্ঘটনা কমাতে পরিবহনচালকদের চোখ পরীক্ষা ও চশমা দিচ্ছে সামাজিক প্রতিষ্ঠান ভিশনস্প্রিং ও ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)।
ঢাকার পাঁচটি বাস ও ট্রাক টার্মিনালে ১ হাজার চালকের জন্য এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। চলতি জুলাই মাসে গণ-অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে ডিটিসিএ এই উদ্যোগ নেয়।
বিশ্বজুড়ে সড়ক দুর্ঘটনার বড় একটি কারণ চালকের ঝাপসা দেখা বা দৃষ্টিশক্তির ঘাটতি।
‘দ্য ল্যানসেট’-এ প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, যেসব চালকের দৃষ্টিশক্তি দুর্বল, তাঁদের দুর্ঘটনায় পড়ার ঝুঁকি ৪৬ শতাংশ বেশি।
বাংলাদেশে ২০২৪ সালে ৬ হাজার ৯২৭টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৭ হাজার ২৯৪ জন। আহত হয়েছেন ১২ হাজার ১৯ জন।
এই পরিস্থিতিতে চালকদের চোখ পরীক্ষা ও প্রয়োজন অনুযায়ী চশমা সরবরাহের মাধ্যমে দুর্ঘটনার ঝুঁকি কমানো এবং সড়ককে নিরাপদ করাই কর্মসূচির লক্ষ্য।
কর্মসূচির উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড.
এ ছাড়া উপস্থিত ছিলেন সম্মিলিত শ্রমিক পরিষদের প্রধান সমন্বয়কারী আইনজীবী শামসুর রহমান শিমুল বিশ্বাস ও বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবদুল লতিফ মোল্লা।
সভাপতিত্ব করেন ডিটিসিএর নির্বাহী পরিচালক নীলিমা আখতার।
ভিশনস্প্রিংয়ের ‘সি টু বি সেফ’ কর্মসূচির আওতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভারত, নাইজেরিয়া ও জাম্বিয়ায় এ কর্মসূচি এর আগে সফলভাবে চালু হয়েছে। এসব দেশে ইতিমধ্যে ১০ লাখের বেশি চালকের চোখ পরীক্ষা করা হয়েছে।
জাতিসংঘের বৈশ্বিক সড়ক নিরাপত্তা পরিকল্পনাতেও দৃষ্টিশক্তি যাচাইকে দুর্ঘটনা প্রতিরোধের অন্যতম উপাদান হিসেবে উল্লেখ করা হয়েছে।
চোখ পরীক্ষা কার্যক্রমউৎস: Prothomalo
কীওয়ার্ড: র চ খ পর ক ষ দ র ঘটন চ লক র
এছাড়াও পড়ুন:
চব্বিশ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়: ফুয়াদ
আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ‘‘জুলাই, ২৪ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়। জুলাই থেকে শিখে আমরা একটি নতুন বাংলাদেশ গড়বো। যারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবেন না তাদের বাস্তবতা অওয়ামী লীগের মতো হবে।
শুক্রবার (১ আগস্ট) দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবের ড. আতহার উদ্দীন মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে তিনি চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন।
আমার বাংলাদেশ পার্টির পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক প্রফেসর ড. এএসএম ইকবাল হোসাইনের সভাপতিত্বে চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার ও সাংগঠনিক সম্পাদক গাজী নাসীর। আলোচনা শেষে উপস্থিত সবাই জুলাই আন্দোলনের প্রদর্শিত চিত্র ঘুরে দেখেন।
ইমরান//