আমাদের সবুজ-শ্যামল বাংলাদেশে বর্ষাকালে সাপের উপদ্রব আশঙ্কাজনকভাবে বেড়ে যায়। বৃষ্টির কারণে সাপের গর্তে পানি ঢুকে পড়ে। ফলে সাপ নিজ গর্ত ছেড়ে লোকালয়ে চলে আসে—বাড়ির আঙিনা, ঝোপঝাড়, এমনকি ঘরের ভেতরেও।
২০২৪ সালের এক প্রতিবেদন অনুযায়ী, বর্ষাকালে প্রায় চার লাখ মানুষ সাপের কামড়ের শিকার হয়, যার মধ্যে প্রায় সাড়ে সাত হাজার মানুষ প্রাণ হারায়। এই মৃত্যুর মূল কারণ হলো অসতর্কতা ও দ্রুত চিকিৎসার অভাব।
বর্তমানে বড় আকারে বনজঙ্গল ধ্বংসের কারণে বনের প্রাণীরা, বিশেষ করে সাপ লোকালয়ে প্রবেশ করছে। মাংসাশী প্রাণী হিসেবে সাপ ঘরে প্রবেশ করে ছোট ছোট প্রাণী শিকার করে।
সাপের হাত থেকে রক্ষা পেতে হলে আমাদের অবশ্যই কিছু সতর্কতা মেনে চলতে হবে: ১.
লাবনী খাতুন
শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
চব্বিশ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়: ফুয়াদ
আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ‘‘জুলাই, ২৪ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়। জুলাই থেকে শিখে আমরা একটি নতুন বাংলাদেশ গড়বো। যারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবেন না তাদের বাস্তবতা অওয়ামী লীগের মতো হবে।
শুক্রবার (১ আগস্ট) দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবের ড. আতহার উদ্দীন মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে তিনি চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন।
আমার বাংলাদেশ পার্টির পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক প্রফেসর ড. এএসএম ইকবাল হোসাইনের সভাপতিত্বে চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার ও সাংগঠনিক সম্পাদক গাজী নাসীর। আলোচনা শেষে উপস্থিত সবাই জুলাই আন্দোলনের প্রদর্শিত চিত্র ঘুরে দেখেন।
ইমরান//