এআই প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীদের বয়স শনাক্ত করবে গুগল
Published: 1st, August 2025 GMT
ব্যবহারকারীদের বয়স শনাক্তে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) প্রযুক্তি চালু করতে যাচ্ছে গুগল। নতুন এ ব্যবস্থায় ব্যবহারকারীদের সার্চ ইতিহাস ও ইউটিউবে ভিডিও দেখার ধরন বিশ্লেষণ করে বয়স শনাক্ত করবে প্রতিষ্ঠানটি। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে বসবাসকারীদের বয়স শনাক্ত করা হবে বলে জানিয়েছে গুগল।
গুগল জানিয়েছে, প্রাথমিকভাবে এ প্রযুক্তি অল্পসংখ্যক ব্যবহারকারীর ওপর প্রয়োগ করা হবে। তবে পর্যায়ক্রমে এর পরিসর বাড়ানো হবে। বয়স ১৮ বছরের কম বলে শনাক্ত হলে সংশ্লিষ্ট ব্যবহারকারীর অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে অপ্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত নিয়ন্ত্রণব্যবস্থা কার্যকর হবে। ফলে ইউটিউবে ঘুমের সময় মনে করিয়ে দেওয়ার সুবিধা স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যাবে। এ ছাড়া আধেয় বা কনটেন্ট সুপারিশ সীমিত করার পাশাপাশি ব্যবহারকারীদের অনলাইন কার্যকলাপের ভিত্তিতে বিজ্ঞাপন দেখানো হবে না।
গুগলের তথ্যমতে, ব্যবহারকারীদের বয়স ১৮ বছরের কম বলে শনাক্ত হলে তারা গুগল প্লে স্টোরে থাকা প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত কোনো অ্যাপে প্রবেশ করতে পারবে না। তবে কেউ যদি ভুলক্রমে অপ্রাপ্তবয়স্ক হিসেবে শনাক্ত হন, তিনি সরকার অনুমোদিত পরিচয়পত্রের ছবি বা সেলফি জমা দিয়ে বয়স যাচাইয়ের আবেদন করতে পারবেন।
বিশ্বজুড়ে শিশুদের ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর চাপ বাড়ছে। যুক্তরাষ্ট্রে এ নিয়ে নতুন করে আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে যুক্তরাজ্যে ব্লুস্কাই, রেডিট, ডিসকর্ড ও স্পটিফাইয়ের মতো জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্মে ব্যবহারকারীদের বয়স যাচাই বাধ্যতামূলক করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এআই প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীদের বয়স শনাক্তের উদ্যোগ নিয়েছে গুগল।
সূত্র: দ্য ভার্জ
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
শিশুসাহিত্যে পুরস্কার চালু করল বুকার
বুকার প্রাইজ ফাউন্ডেশন ‘দ্য চিলড্রেন’স বুকার প্রাইজ’ চালুর ঘোষণা দিয়েছে। প্রতিবছর ৮ থেকে ১২ বছর বয়সী পাঠকদের জন্য লেখা সেরা বইয়ের লেখককে ৫০ হাজার পাউন্ড পুরস্কার দেওয়া হবে।
নতুন পুরস্কার ২০২৬ সালে আনুষ্ঠানিকভাবে চালু হবে, আর প্রথম বিজয়ীর নাম ঘোষণা করা হবে ২০২৭ সালের শুরুতে। পুরস্কারের বিশেষত্ব হলো, বিচারক প্যানেলে প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের সঙ্গে শিশু থাকবে। এর মাধ্যমে প্রথমবারের মতো বুকার পুরস্কারের ইতিহাসে শিশুদেরও বিচারকের আসনে বসানো হচ্ছে।
প্রথম বছর প্রধান বিচারক থাকবেন শিশুসাহিত্যিক ও বর্তমান শিশুসাহিত্য অ্যাম্বাসেডর ফ্রাঙ্ক কট্রেল-বয়েস। তাঁর সঙ্গে থাকবেন আরও দুজন প্রাপ্তবয়স্ক বিচারক। তাঁরা প্রাথমিকভাবে আটটি বইয়ের শর্টলিস্ট তৈরি করবেন। এরপর তিনজন শিশু বিচারক নির্বাচন করা হবে, যারা চূড়ান্ত বিজয়ী নির্ধারণে অংশ নেবে।
ফ্রাঙ্ক কট্রেল-বয়েস বলেন, এই পুরস্কারের মধ্য দিয়ে শিশুরা কেবল বইপড়ার আনন্দ পাবে না; বরং নিজেরাই বিচারকের ভূমিকায় থাকবে। ইংরেজিতে লেখা বা ইংরেজিতে অনূদিত এবং যুক্তরাজ্য বা আয়ারল্যান্ডে প্রকাশিত বইয়ের জন্য এই পুরস্কার দেওয়া হবে। বুকার ও আন্তর্জাতিক বুকারের মতো এখানেও শর্ট লিস্টে থাকা প্রত্যেক লেখক পাবেন ২ হাজার ৫০০ পাউন্ড ও চূড়ান্ত বিজয়ী পাবেন ৫০ হাজার পাউন্ড।
সূত্র: দ্য গার্ডিয়ান
• গ্রন্থনা: রবিউল কমল