প্রতিপক্ষের সামনে গিয়ে বুনো উদ্‌যাপনে মেতে ওঠার দৃশ্য লিওনেল মেসির ক্ষেত্রে একেবারেই বিরল। মেক্সিকান ক্লাব আতলাসের বিপক্ষে কাল লিগস কাপের ম্যাচে এমন অচেনা মেসিকেই দেখা গেছে।

ম্যাচটা ১–১ সমতায় শেষ হচ্ছে বলে মনে হচ্ছিল। কিন্তু যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে মেসির বানিয়ে দেওয়া বল থেকে গোল করেন মার্সেলো ভাইগান্ট। এর কিছুক্ষণ পরেই রেফারি শেষ বাঁশি বাজালে ২–১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ইন্টার মায়ামি।

শেষ মুহূর্তে ভাইগান্টের সেই গোলের পরই আতলাসের উরুগুইয়ান স্ট্রাইকার মাতিয়াস কোক্কারোর সামনে গিয়ে বুনো উদ্‌যাপন করেন মেসি। সেই মুহূর্তে কোক্কারো মেসির দিকে তাকিয়ে শুধু মাথা নাড়ান ও মুচকি হাসি দেন। পরে সংবাদ সম্মেলনে ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড জানান, শুধু মেসি বলেই এমন উদ্‌যাপন দেখার পরও তিনি চুপ ছিলেন।

ম্যাচ শেষে মেসি তাঁর কাছে গিয়ে দুঃখ প্রকাশের পর আলিঙ্গন করেছেন, এমনকি জার্সিও উপহার দিয়েছেন বলে জানিয়েছেন কোক্কারো। মেসির এই আচরণ তাঁকে আরও মহান করে তুলেছে বলে মনে করেন তিনি।

আরও পড়ুনমেসি গোল করিয়েছেন কতগুলো, তাঁর পাস থেকে সবচেয়ে বেশি গোল কার৩১ জুলাই ২০২৫

মেসি কেন এমন বুনো উদ্‌যাপনে করেছেন, সেটির ব্যাখ্যায় ম্যাচ শেষে সংবাদমাধ্যমকে কোক্কারো বলেছেন, ‘আমরা যখন সমতাসূচক গোল পেলাম, তখন আমি সতীর্থদের উজ্জীবিত করার চেষ্টা করলাম। তাঁর (মেসির) এটা পছন্দ হয়নি। যখন ইন্টার মায়ামি (জয়সূচক) গোলটা পেল, তখন তিনি একদম আমার সামনে এসে উদ্‌যাপন করলেন।’

ম্যাচ শেষে মেসির সঙ্গে কোক্কারোর আলিঙ্গন.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (২ আগস্ট ২০২৫)

ইংল্যান্ড–ভারত ওভাল টেস্টের তৃতীয় দিন আজ।ওভাল টেস্ট–৩য় দিন

ইংল্যান্ড–ভারত
বিকেল ৪টা, সনি স্পোর্টস টেন ১

টেনিস

কানাডিয়ান ওপেন
রাত ১০–৩০ মি., সনি স্পোর্টস টেন ২

২য় টি–টোয়েন্টি

ওয়েস্ট ইন্ডিজ–পাকিস্তান
আগামীকাল সকাল ৬টা, পিটিভি স্পোর্টস ও টি স্পোর্টস

সম্পর্কিত নিবন্ধ