বিত্তবানেরা পরিচিত, তাই চিঠি দিয়ে চাঁদা দাবির সিদ্ধান্ত
Published: 2nd, August 2025 GMT
চারদিকে সবাই নানাভাবে টাকা কামাই করছে। কীভাবে টাকা কামাই করা যায়, তা নিয়ে আলোচনায় বসেন বিএনপির পাঁচ নেতা। টাঙ্গাইল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে দেড় মাস আগে ওই বৈঠক হয়। সেখানে আলোচনায় উঠে আসে এলাকার বিত্তবানেরা সবাই পরিচিত। তাই সরাসরি চাঁদা চাওয়া যাবে না। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয় ‘কিলার গ্রুপ, হত্যাকারী দল’-এর নামে প্যাডে চিঠি দিয়ে চাঁদা দাবি করা হবে।
চাঁদা দাবির অভিযোগে শনিবার টাঙ্গাইলে গ্রেপ্তার বিএনপির পাঁচ নেতা–কর্মীর মধ্যে দুজন আদালতে এমন জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ সূত্র। তাঁরা হলেন ৮ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন ও সদস্য সাব্বির মিয়া।
পুলিশ সূত্র জানায়, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বাদল কুমার চন্দ ওই দুজনের জবানবন্দি লিপিবদ্ধ করেন। পরে এই দুজনসহ গ্রেপ্তার পাঁচজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। রাত আটটার দিকে তাঁদের কারাগারে নেওয়া হয়।
কারাগারে পাঠানো অপর তিনজন হলেন টাঙ্গাইল শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জুবায়ের আহমেদ, শহর বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক ও ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম রাব্বানী ও শহর বিএনপির সদস্য ও ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম মিয়া।
এক মৎস্য খামারের মালিকের কাছে ‘কিলার গ্রুপ, হত্যাকারী দল’—এর নামে প্যাডে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বিএনপির এই পাঁচ নেতা–কর্মীকে আজ শনিবার ভোরে গ্রেপ্তার করে পুলিশ। পরে ওই মৎস্য খামারের মালিক বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় মামলা করেন।
পুলিশ সূত্র জানায়, আদালতে দেওয়া জবানবন্দিতে আবদুল্লাহ আল মামুন ও সাব্বির মিয়া আরও বলেছেন, চাঁদা চেয়ে চিঠির ভাষা কী হবে এবং কাদের চিঠি দেওয়া হবে, সেই তালিকাও তাঁরা সেদিন তৈরি করেন। এর মধ্যে কয়েকজনকে চিঠি দিয়েছেন। আবদুল্লাহ আল মামুন তাঁর নিজের ল্যাপটপে চিঠি তৈরি করেন।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ জানান, বৃহস্পতিবার রাতে পৌর এলাকায় সন্তোষে মৎস্য খামারের মালিক মো.
চিঠিটি শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে পুলিশ শুক্রবার রাতে এর সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে। গোয়েন্দা পুলিশের সহযোগিতায় তাঁদের গ্রেপ্তার করা হয়।
তিন নেতাকে বহিষ্কারটাঙ্গাইল শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জুবায়ের আহমেদ, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম রব্বানী এবং সাধারণ সম্পাদক শাহ আলম মিয়াকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার রাতে টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন ও সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগ থাকায় তাঁদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
যদিও এর আগে শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান (আলীম) ওই পাঁচজনের গ্রেপ্তার প্রসঙ্গে প্রথম আলোকে বলেছিলেন, বিএনপির নেতা-কর্মীরা ষড়যন্ত্রের শিকার। রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত ও হেয় করার জন্য তাঁদের ফাঁসানো হয়েছে। তাঁদের বিরুদ্ধে এলাকায় কোনো বদনাম নেই।
আরও পড়ুনটাঙ্গাইলে ‘কিলার গ্রুপ’ লেখা প্যাডে চাঁদা দাবি, বিএনপির ৫ নেতা-কর্মী গ্রেপ্তার৫ ঘণ্টা আগেউৎস: Prothomalo
কীওয়ার্ড: শহর ব এনপ র স
এছাড়াও পড়ুন:
উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’
কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।
সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।
নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত