বিশ্বের সেরা উচ্চশিক্ষা ব্যবস্থার র‍্যাঙ্কিংয়ে নিয়মিত শীর্ষস্থান অধিকারকারী দেশগুলোর মধ্যে ফিনল্যান্ড সব সময়ই অন্যতম। সম্প্রতি বিশ্বব্যাংক ফিনল্যান্ডকে ‘শিক্ষা ক্ষেত্রে বিস্ময়’ বলে ঘোষণা করেছে। দেশটির শিক্ষাব্যবস্থা এমন, যেখানে শিক্ষার্থীরা স্বাধীনভাবে নিজেদের গতিতে শিখতে পারে, নতুন কিছু আবিষ্কার করতে এবং উদ্ভাবনে অংশ নিতে পারে। আর তাদের পাশে থাকেন আন্তরিক শিক্ষকেরা, যাঁরা সত্যিকারের যত্ন নেন শিক্ষার্থীদের।

ফিনল্যান্ডের শিক্ষাব্যবস্থাকে বলা হয় বিশ্বের অন্যতম সেরা শিক্ষাব্যবস্থা। এই সাফল্য এসেছে সাংস্কৃতিক মূল্যবোধ, দূরদর্শী নীতিমালা এবং শিক্ষক ও বিদ্যালয়ের প্রতি আস্থার কারণে। শিক্ষকদের প্রতি আস্থা ও শিক্ষার্থীর সুস্থতাই ফিনল্যান্ডের শিক্ষাব্যবস্থার অন্যতম মূল ভিত্তি। এর ফলেই দেশটি এমন একটি সহানুভূতিশীল পরিবেশ গড়ে তুলেছে, যেখানে শিশুদের সৃজনশীলতা ও বিকাশ বাধাহীনভাবে বিকশিত হতে পারে। ফিনল্যান্ডে শিক্ষা মানে, শুধু পরীক্ষায় ভালো নম্বর পাওয়াই নয়; বরং এখানে গুরুত্ব দেওয়া হয় কৌতূহলপূর্ণ উদ্দীপনা, সৃজনশীলতা ও আনন্দে শেখার জন্য মনের ক্ষুধা। অর্থাৎ নির্মম পরীক্ষানির্ভরতা নয়, শেখার প্রতি ভালোবাসাই মূল লক্ষ্য দেশটির।

এডুকেশন ফিনল্যান্ড ওয়েবসাইটে বলা হয়েছে, ‘ফিনল্যান্ডের ডিগ্রি ও শিক্ষাগত যোগ্যতাগুলো সারা বিশ্বের কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ।’ তাদের মতে, শিক্ষার্থীর যোগ্যতাগুলো একজন শিক্ষার্থীর উচ্চ দক্ষতা ও নিষ্ঠার স্বীকৃতি হিসেবে বিবেচিত হয়। বিশ্ববিদ্যালয় হোক কিংবা প্রাথমিক বিদ্যালয়—ফিনল্যান্ডের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানেই থাকে এমন এক পরিবেশ, যেখানে পড়াশোনার চাপ নয়, শেখার আনন্দই মুখ্য। এ সাফল্যের পেছনে রয়েছে সুপরিকল্পিত নীতিমালা, সাংস্কৃতিক মূল্যবোধ ও শিক্ষক–শিক্ষার্থীদের প্রতি গভীর আস্থা, যা ফিনল্যান্ডকে গড়ে তুলেছে বিশ্বের সেরা শিক্ষাব্যবস্থাগুলোর একটি হিসেবে। এডুকেশন ফিনল্যান্ডের ওয়েবসাইট অনুযায়ী, ‘ফিনল্যান্ডের ডিগ্রি ও যোগ্যতাগুলো সারা বিশ্বে অত্যন্ত সমাদৃত। তাই এটি উচ্চ দক্ষতা ও অঙ্গীকারের স্বীকৃতি হিসেবে বিবেচিত হয়। এখন মনে হতে পারে, ফিনল্যান্ড কীভাবে এত ভালো শিক্ষাব্যবস্থা গড়ে তুলল। এবার দেখা নেওয়া যাক, ঠিক কী কী কারণে দেশটির শিক্ষাব্যবস্থাকে অনন্য বলা হচ্ছে।

ফিনল্যান্ডের এ সাফল্যের রহস্য কী

শিক্ষাকে জাতীয় অগ্রাধিকার হিসেবে দেখা হয়

ফিনল্যান্ডে শিক্ষা একটি জাতীয় মর্যাদার বিষয়। স্কুল থেকে উচ্চপর্যায় পর্যন্ত বিনা মূল্যে পড়াশোনার সুযোগ মেলে। দেশটি একে জাতীয় উন্নয়ন ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলার মাধ্যম হিসেবে দেখে। শিক্ষার গুরুত্ব প্রতিফলিত হয় স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত।

আরও পড়ুনঅস্ট্রেলিয়ার আরটিপি বৃত্তি, টিউশন ফি মওকুফ, উপবৃত্তি-ভ্রমণ ভাতাসহ নানা সুযোগ ০২ আগস্ট ২০২৫

শিক্ষকেরা প্রশিক্ষিত ও মর্যাদাসম্পন্ন

শিক্ষক হতে হলে মাস্টার্স ডিগ্রি বাধ্যতামূলক। এ ছাড়া অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষার মাধ্যমে নির্বাচিত হন শিক্ষকেরা। সবচেয়ে মেধাবী ও প্রতিশ্রুতিশীল ব্যক্তিরাই শিক্ষকতা পেশায় আসেন।

শ্রেণিকক্ষে শিক্ষকের স্বাধীনতা

যদিও দেশটির জাতীয় পাঠ্যক্রম অনুসরণ করেই পড়ান শিক্ষকেরা। তবে এরপরও শিক্ষকেরা নিজের মতো করে পড়ানোর পদ্ধতি ও নানা উপকরণ বেছে নিতে পারেন। এতে শ্রেণিকক্ষ হয় আরও বেশি আকর্ষণীয় ও শিক্ষার্থীভিত্তিক। আর শ্রেণিকক্ষে শিক্ষকের এই স্বাধীনভাবে পড়ানোর পদ্ধতিই দেশটির শিক্ষাব্যবস্থা সেরা হওয়ার অন্যতম একটি কারণ।

আরও পড়ুনআমেরিকার ফুলব্রাইট বৃত্তি: আবেদনের সময় বৃদ্ধি, প্রয়োজন টোয়েফলে ৮০ কিংবা আইইএলটিএসে ৭৩১ জুলাই ২০২৫

সবার জন্য সমান সুযোগ

অধিকাংশ শিক্ষার্থী নিজ এলাকার সরকারি স্কুলেই পড়াশোনা করে। এই ‘স্থানীয় স্কুল’ ধারণা নিশ্চিত করে, সব পটভূমির শিশুরা সমান মানের শিক্ষা পায়। বেসরকারি স্কুলের সংখ্যা খুবই কম এবং তারাও সরকারি সব নীতিমালা অনুসরণ করেই চলে।

পরীক্ষার বদলে উৎসাহের ওপর জোর

ফিনল্যান্ডে ঘন ঘন পরীক্ষা ও র‌্যাঙ্কিংয়ের বদলে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হয় প্রতিক্রিয়া ও উৎসাহের মাধ্যমে। লক্ষ্য হলো, তারা কীভাবে ভালো শিখছে, তা বোঝা এবং উন্নতিতে সহায়তা করা। সেখানে অন্যের সঙ্গে তুলনা করা হয় না। শিক্ষার্থীদের উৎসাহ দেওয়া হয়।

আরও পড়ুননিউজিল্যান্ড শিক্ষার্থীদের জন্য বাড়াচ্ছে কর্মঘণ্টা, আরও নতুন যে যে উদ্যোগ২২ জুলাই ২০২৫

কল্যাণমূলক রাষ্ট্রের সমর্থন

ইউরোপের যে কয়েকটি দেশ কল্যাণকর রাষ্ট্র, তার মধ্যে ফিনল্যান্ড অন্যতম। এই কল্যাণ নীতি শিক্ষার্থীদের সাফল্য নিশ্চিত করতে বিনা মূল্যে স্কুলের খাদ্য, স্বাস্থ্যসেবা ও পরামর্শ সেবা দেয়। এতে তারা নিরুদ্বেগভাবে পড়াশোনায় মনোযোগ দিতে পারে।

কেন এসব কাজ করছে

ফিনল্যান্ডের শিক্ষাব্যবস্থার সাফল্যের পেছনে রয়েছে দেশের সাংস্কৃতিক মূল্যবোধ, বুদ্ধিদীপ্ত নীতিমালা এবং শিক্ষক ও প্রতিষ্ঠানের প্রতি অগাধ আস্থা। দেশটি প্রমাণ করেছে—যখন শিক্ষক ও শিক্ষার্থীকে অগ্রাধিকার দেওয়া হয়, তখনই ফলাফল চমকপ্রদ হয়।

তথ্যসূত্র: এডুকেশন ফিনল্যান্ড ওয়েবসাইট ও এনডিটিভি

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র শ ক ষ ব যবস থ স ফল য র দ শট র পর ক ষ

এছাড়াও পড়ুন:

মোহাম্মদপুর থেকে সিয়াটল, বন্ধুত্ব এখনো অটুট

ছবি: লেখকের সৌজন্যে

সম্পর্কিত নিবন্ধ