১. ‘দুষ্টু কোকিল’ (৫০৬ মিলিয়ন)
ভিউয়ে রেকর্ড গড়েছে ‘দুষ্টু কোকিল’। মুক্তির এক বছরে দুই চ্যানেল মিলিয়ে ইউটিউবে গানটির দর্শক ভিউ ৫০০ মিলিয়ন পার হয়েছে। এর মধ্যে চরকির ইউটিউব চ্যানেলে গানটির দর্শক ভিউ ৩৫৪ মিলিয়নের বেশি আর এসভিএফ ইউটিউব চ্যানেলে ১৫২ মিলিয়নের বেশি। অফিশিয়ালি মুক্তি পাওয়ার পর দুটি চ্যানেলে মোট ভিউ ৫০৬ মিলিয়নের বেশি।

ভিউয়ে রেকর্ড গড়েছে ‘দুষ্টু কোকিল’। অফিশিয়ালি মুক্তি পাওয়ার পর দুটি চ্যানেলে মোট ভিউ ৫০৬ মিলিয়নের বেশি। এত কম সময়ে ইউটিউবে দেশি বাংলা সিনেমার কোনো গানে এটি নতুন রেকর্ড।

এত কম সময়ে ইউটিউবে দেশি বাংলা সিনেমার কোনো গানে এটি নতুন রেকর্ড। গানটিতে কণ্ঠ দিয়েছেন ঢাকার দিলশাদ নাহার কনা ও কলকাতার আকাশ সেন। গানটির গীতিকার ও সুরকারও আকাশ সেন। গত বছর ঈদুল আজহায় মুক্তি পায় রায়হান রাফীর ‘তুফান’। সে বছরের ২০ জুন অফিশিয়ালি দুটি ইউটিউব চ্যানেলে মুক্তি পায় এ ছবির গান ‘দুষ্টু কোকিল’। গানটির চিত্রায়ণে দেখা যায়, একটি পানশালায় এই গানে পারফর্ম করছেন মিমি চক্রবর্তী, তাঁকে দেখেই প্রেমে পড়ে যান নায়ক শাকিব খান।

২.

‘লাগে উড়াধুরা’ (৪০৪ মিলিয়ন)
‘তুফান’ ছবির মুক্তি পাওয়া প্রথম গান ‘লাগে উড়াধুরা’। মুক্তির পর থেকেই দেশ-বিদেশের কয়েক শ ইউটিউবার, কনটেন্ট ক্রিয়েটর গানটি নিয়ে মেতে ওঠে। মূলত হিন্দি বা দক্ষিণি সিনেমা, সিরিজের রিভিউ করেন, এমন অনেক ইউটিউবারও গানটির প্রশংসা করেন। গানটি নিয়ে জাদুয়াজ চ্যানেলের অভিমত ছিল, ‘গানটি পুরো মাথা ঘুরিয়ে দিয়েছে। বাণিজ্যিক সিনেমার গান হিসেবে এটা অসাধারণ।

‘লাগে উড়াধুরা’ গানের দৃশ্য। আইএমডিবি

উৎস: Prothomalo

কীওয়ার্ড: গ নট র র কর ড

এছাড়াও পড়ুন:

রাজশাহীতে ২ মাথা নিয়ে শিশুর জন্ম

রাজশাহীতে দুই মাথা নিয়ে একটি কন্যাশিশুর জন্ম হয়েছে। শনিবার (২ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে রাজশাহীর খ্রিস্টিয়ান মিশন হাসপাতালে শিশুটির জন্ম হয়।

শিশুটির মায়ের নাম সুমাইয়া খাতুন, আর বাবা গোলাম আযম। তাদের বাড়ি রাজশাহীর তানোর উপজেলার বিল্লি বাজার এলাকায়।

পরিবারের সদস্যরা জানান, প্রসব ব্যথা উঠলে সুমাইয়াকে রাজশাহীর খ্রিস্টিয়ান মিশন হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে তিনি একটি কন্যাশিশুর জন্ম দেন। শিশুটির দেহ একটি হলেও মাথা রয়েছে দুটি।

আরো পড়ুন:

শেরপুরে পুকুরে ভাসছিল শিশুর নিথর দেহ

কু‌ড়িগ্রা‌মে পুকুরে ডুবে শিশুর মুত্যু

শিশুটিকে দেখার পর চিকিৎসকেরা রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নেন। বর্তমানে শিশুটি রামেক হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।

রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে রায় বলেন, ‘‘এটি যমজ শিশু নয়, এটি জন্মগত ত্রুটি। শিশুটির দেহ ও যৌনাঙ্গ একটি হলেও মাথা দুটি। দুই মুখমণ্ডল থাকায় চারটি চোখ, চারটি কান, দুটি নাক এবং দুটি মুখ রয়েছে। শিশুটিকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এ ধরনের শিশুর জন্ম খুবই বিরল ঘটনা।’’

ঢাকা/কেয়া/রাজীব

সম্পর্কিত নিবন্ধ