কুবিতে শিক্ষক নিয়োগের দাবিতে প্রশাসনিক ভবনে তালা
Published: 3rd, August 2025 GMT
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শিক্ষক নিয়োগের এক দফা দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রশাসনিক ভবন তালাবদ্ধ করেছেন ফার্মেসি বিভাগের শিক্ষার্থীরা।
রবিবার (৩ আগস্ট) দুপুর ১২টায় প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে তালাবদ্ধ করে শিক্ষার্থীরা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তালাবদ্ধ ছিল প্রশাসনিক ভবন।
এ সময় শিক্ষার্থীরা ‘অথর্ব প্রশাসন, ধিক্কার ধিক্কার’, ‘অক্ষম প্রশাসন, ধিক্কার ধিক্কার’, ‘পারলে শিক্ষক নিয়োগ দেন, নইলে গদি ছাইড়া দেন’, ‘নো টিচার, নো ক্লাস’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
আরো পড়ুন:
চবি শিক্ষার্থীদের প্রত্যাশায় ছাত্র সংসদ
ছাত্রী হলের সান্ধ্য আইন নিয়ে প্রচারিত সংবাদ ভিত্তিহীন: চবি প্রক্টর
এ সময় ফার্মেসি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাঈম ভূইয়া বলেন, “আমরা গত ২১ জুলাই প্রশাসনিক ভবন তালা দিতে এসেছিলাম। তখন প্রশাসন আমাদের থেকে কিছু সময় চেয়ে নেয়। তারপর প্রশাসন ইউজিসির সঙ্গে আলোচনা করে আমাদের এসে জানায়, ৩১ জুলাইয়ের মধ্যে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত আসবে। কিন্তু বৃহস্পতিবারের আমরা যোগাযোগ করলে প্রশাসন জানায়, ইউজিসি থেকে কোনো সিদ্ধান্ত আসেনি।”
তিনি বলেন, “প্রশাসন আমাদের মৌলিক অধিকার নিশ্চিত করতে পারছে না। যতক্ষণ আমাদের মৌলিক অধিকার নিশ্চিতে শিক্ষক নিয়োগ না হচ্ছে, ততক্ষণ আমরা প্রশাসন ভবন তালাবদ্ধ রেখে এখানে অবস্থান কর্মসূচি অব্যাহত রাখব।”
২০২১-২২ শিক্ষাবর্ষের জেরিন আক্তার বিউটি বলেন, “আমরা কয়েকমাস ধরে শিক্ষক সংকটে ভুগছি। মাত্র পাঁচজন শিক্ষক দিয়ে বিভাগ চলছে। বিষয়টি আমরা ডিন, উপাচার্যসহ সংশ্লিষ্ট সবাইকে জানিয়েছিলাম। তারা আমাদের গত ৩০ জুলাই পর্যন্ত সময় দিয়ে বলেছিল, এর মধ্যে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত আসবে। কিন্তু এখনো আশানুরূপ কোনো সিদ্ধান্ত আসেনি। সেজন্য আমাদের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ তালা ঝুলিয়েছি।”
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.
গত ২১ জুলাই বিভাগটির শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা দিতে এলে প্রশাসন ইউজিসির সঙ্গে আলোচনার জন্য সময় চেয়ে নেয়। আলোচনা পরবর্তীতে উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী এসে গত বৃহস্পতিবারের মধ্যে ইউজিসি থেকে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত আসবে মর্মে আশ্বস্ত করেন। তবে বৃহস্পতিবারের মধ্যে সিদ্ধান্ত না এলে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই প্রশাসনিক ভবনে তালা ঝুলাবেন বলে জানান শিক্ষার্থীরা।
ঢাকা/এমদাদুল/মেহেদী
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আম দ র ইউজ স
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (১৮ সেপ্টেম্বর ২০২৫)
এশিয়া কাপে আজ মুখোমুখি শ্রীলঙ্কা ও আফগানিস্তান। চ্যাম্পিয়নস লিগে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি, নাপোলি, বার্সেলোনা।
সিপিএল: কোয়ালিফায়ার-১ গায়ানা-সেন্ট লুসিয়া
সকাল ৬টা, স্টার স্পোর্টস ২
আফগানিস্তান-শ্রীলঙ্কা
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক
বিশ্ব চ্যাম্পিয়নশিপ
বেলা ৩টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১
কোপেনহেগেন-লেভারকুসেন
রাত ১০-৪৫ মি., সনি স্পোর্টস ২
ম্যানচেস্টার সিটি-নাপোলি
রাত ১টা, সনি স্পোর্টস ১
নিউক্যাসল-বার্সেলোনা
রাত ১টা, সনি স্পোর্টস ২
ফ্রাঙ্কফুর্ট-গালাতাসারাই
রাত ১টা, সনি স্পোর্টস ৫