কুবিতে শিক্ষক নিয়োগের দাবিতে প্রশাসনিক ভবনে তালা
Published: 3rd, August 2025 GMT
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শিক্ষক নিয়োগের এক দফা দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রশাসনিক ভবন তালাবদ্ধ করেছেন ফার্মেসি বিভাগের শিক্ষার্থীরা।
রবিবার (৩ আগস্ট) দুপুর ১২টায় প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে তালাবদ্ধ করে শিক্ষার্থীরা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তালাবদ্ধ ছিল প্রশাসনিক ভবন।
এ সময় শিক্ষার্থীরা ‘অথর্ব প্রশাসন, ধিক্কার ধিক্কার’, ‘অক্ষম প্রশাসন, ধিক্কার ধিক্কার’, ‘পারলে শিক্ষক নিয়োগ দেন, নইলে গদি ছাইড়া দেন’, ‘নো টিচার, নো ক্লাস’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
আরো পড়ুন:
চবি শিক্ষার্থীদের প্রত্যাশায় ছাত্র সংসদ
ছাত্রী হলের সান্ধ্য আইন নিয়ে প্রচারিত সংবাদ ভিত্তিহীন: চবি প্রক্টর
এ সময় ফার্মেসি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাঈম ভূইয়া বলেন, “আমরা গত ২১ জুলাই প্রশাসনিক ভবন তালা দিতে এসেছিলাম। তখন প্রশাসন আমাদের থেকে কিছু সময় চেয়ে নেয়। তারপর প্রশাসন ইউজিসির সঙ্গে আলোচনা করে আমাদের এসে জানায়, ৩১ জুলাইয়ের মধ্যে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত আসবে। কিন্তু বৃহস্পতিবারের আমরা যোগাযোগ করলে প্রশাসন জানায়, ইউজিসি থেকে কোনো সিদ্ধান্ত আসেনি।”
তিনি বলেন, “প্রশাসন আমাদের মৌলিক অধিকার নিশ্চিত করতে পারছে না। যতক্ষণ আমাদের মৌলিক অধিকার নিশ্চিতে শিক্ষক নিয়োগ না হচ্ছে, ততক্ষণ আমরা প্রশাসন ভবন তালাবদ্ধ রেখে এখানে অবস্থান কর্মসূচি অব্যাহত রাখব।”
২০২১-২২ শিক্ষাবর্ষের জেরিন আক্তার বিউটি বলেন, “আমরা কয়েকমাস ধরে শিক্ষক সংকটে ভুগছি। মাত্র পাঁচজন শিক্ষক দিয়ে বিভাগ চলছে। বিষয়টি আমরা ডিন, উপাচার্যসহ সংশ্লিষ্ট সবাইকে জানিয়েছিলাম। তারা আমাদের গত ৩০ জুলাই পর্যন্ত সময় দিয়ে বলেছিল, এর মধ্যে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত আসবে। কিন্তু এখনো আশানুরূপ কোনো সিদ্ধান্ত আসেনি। সেজন্য আমাদের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ তালা ঝুলিয়েছি।”
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.
গত ২১ জুলাই বিভাগটির শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা দিতে এলে প্রশাসন ইউজিসির সঙ্গে আলোচনার জন্য সময় চেয়ে নেয়। আলোচনা পরবর্তীতে উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী এসে গত বৃহস্পতিবারের মধ্যে ইউজিসি থেকে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত আসবে মর্মে আশ্বস্ত করেন। তবে বৃহস্পতিবারের মধ্যে সিদ্ধান্ত না এলে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই প্রশাসনিক ভবনে তালা ঝুলাবেন বলে জানান শিক্ষার্থীরা।
ঢাকা/এমদাদুল/মেহেদী
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আম দ র ইউজ স
এছাড়াও পড়ুন:
স্মার্টফোনে অ্যাপের আইকন বদলাবেন যেভাবে
অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের অনেকেই নিজেদের পছন্দমতো স্মার্টফোনের হোম স্ক্রিন সাজাতে চান। কেউ রঙের সঙ্গে মিলিয়ে থিম পরিবর্তন করেন, কেউবা অ্যাপ আইকনের ডিজাইন বদলে নেন। স্মার্টফোনে অ্যাপ আইকন পরিবর্তনে জন্য প্রথমেই প্রয়োজন হবে ‘লাঞ্চার’ অ্যাপের। স্যামসাংসহ বিভিন্ন অ্যান্ড্রয়েড ফোনে আইকন পরিবর্তনের অ্যাপ যুক্ত থাকে। ফলে সহজেই ফোনে থাকা অ্যাপের আইকন পরিবর্তন করা যায়। দেখে নেওয়া যাক কীভাবে অ্যান্ড্রয়েড ফোনে আইকন পরিবর্তন করা যায়।
স্মার্টফোনে অ্যাপের আইকন পরিবর্তনের জন্য প্রথমে সেটিংস মেনু থেকে নিচে স্ক্রল করে থিম নির্বাচন করতে হবে। এরপর নিচে থাকা আইকন অপশন ট্যাপ করে পছন্দের আইকনের নকশা নির্বাচন করতে হবে। এরপর আইকনটি ডাউনলোড করে অ্যাপ্লাই করলেই নতুন অ্যাপ আইকনটি দেখা যাবে।
আরও পড়ুনস্মার্টফোনে ভালোমানের ছবি তুলবেন যেভাবে৩০ মার্চ ২০২৫ফোনে আইকন পরিবর্তনের অ্যাপ না থাকলে গুগল প্লে স্টোরে প্রবেশ করে ‘অ্যাপ আইকন চেঞ্জার’ লিখে সার্চ করতে হবে। এবার ফোনের আইকন পরিবর্তনের বিভিন্ন অ্যাপ দেখা যাবে। যেকোনো অ্যাপ ডাউনলোড করে সহজেই আইকন পরিবর্তন করা যাবে। আপনি চাইলে পিউর আইকন চেঞ্জার অ্যাপটিও ব্যবহার করতে পারেন। অ্যাপটি চালু করে যে অ্যাপের আইকন পরিবর্তন করতে হবে, তা নির্বাচন করতে হবে। এবার পছন্দের আইকনে ট্যাপ করলেই আগের আইকনের পরিবর্তন হয়ে যাবে।
আরও পড়ুনস্মার্টফোন ধীরগতির? অনুসরণ করুন এই পাঁচ উপায়১৯ জুলাই ২০২৫