নিউজিল্যান্ডে একটি যাত্রীবাহী বাস নিয়মিত বিরতিতে ডিপোতে গিয়ে থামে। বাসের চালক হঠাৎ খেয়াল করলেন একটি লাগেজ নড়ছে। তাতে তাঁর সন্দেহ হয়। এরপর তিনি লাগেজটি খুলে দেখেন এর ভেতর দুই বছর বয়সী এক শিশু।

সঙ্গে সঙ্গে পুলিশকে কাইওয়াকা শহরের ওই বাস ডিপোতে ডাকা হয়। পরে পুলিশ ওই লাগেজের মালিক ২৭ বছর বয়সী এক নারী যাত্রীকে গ্রেপ্তার করে। আজ রোববার এ ঘটনা ঘটে।

গোয়েন্দা ইন্সপেক্টর সাইমন হ্যারিসন বলেছেন, শিশুকে অবহেলা ও নির্যাতনের অভিযোগে ওই নারীকে অভিযুক্ত করা হয়। তিনি বলেন, শিশুটির শরীর খুব গরম ছিল। তবে তার গায়ে আঘাতের কোনো চিহ্ন ছিল না। হাসপাতালে নিয়ে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।

লাগেজটি যাত্রীদের বসার জায়গার নিচে, আলাদা একটি অংশে রাখা হয়েছিল।

হ্যারিসন বলেন, চালক আরও খারাপ কিছু হওয়া থেকে শিশুটিকে বাঁচিয়েছেন।

বিষয়টি নিউজিল্যান্ডের শিশুবিষয়ক মন্ত্রণালয় ওরাঙ্গা তামারিকিকে জানানো হয়েছে। ওই নারীর বিরুদ্ধে আরও কিছু অভিযোগ আনা হতে পারে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বাকেরগঞ্জে পৌর আ.লীগের সভাপতিসহ গ্রেপ্তার ৩ 

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ পৌর আওয়ামী লীগের সভাপতিসহ তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (৩ আগস্ট) সকাল ১০টার দিকে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- পৌর আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান জোমাদ্দার, কলসকাঠী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোকলেছুর রহমান হাওলাদার ও নিয়ামতি ইউনিয়নের আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান মানিক। মোখলেছুর রহমানের বিরুদ্ধে ঢাকার যাত্রাবাড়ী ও ধানমন্ডি থানায় দুইটি হত্যা মামলা রয়েছে।

আরো পড়ুন:

সাভারে এপিসি থেকে ফেলে হত্যা, পুলিশের সাবেক এএসআই গ্রেপ্তার 

‘আ. লীগ ক্ষমতায় এলে দেইখ্যা নেব’, ওসিকে ভারতীয় নম্বর থেকে হুমকি

মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ২৭ আগস্ট গারুরিয়া ইউনিয়ন বিএনপি প্রস্তুতি সভার আয়োজন করে। সেখানে আওয়ামী লীগের ১৫০-২০০ জন নেতাকর্মীরা বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা করে।ওই ঘটনায় গত বছরের ৭ নভেম্বর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য হাসান সিকদার বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় মামলা করেন। ওই মামলার আসামি হিসেবে পৌর আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান জোমাদ্দার ও কলসকাঠী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোকলেছুর রহমান হাওলাদারকে গ্রেপ্তার দেখানো হয়েছে। 

চলতি বছরের ১৪ জুন (শনিবার) নিয়ামতি ইউনিয়নের খাসমহেশপুর গ্রামের ব্যবসায়ী নজরুল ইসলাম বাকেরগঞ্জ থানায় বাদী হয়ে একটি মামলা করেন। ওই মামলায় নিয়ামতি ইউনিয়ন আওয়ামী লীগের নেতা মিজানুর রহমান মানিককে গ্রেপ্তার করে পুলিশ।  

বাকেরগঞ্জ থানার ওসি মো. আবুল কালাম আজাদ জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। 

ঢাকা/পলাশ/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ