পুকুরে ডুবে নিখোঁজ, ১৩ ঘণ্টা পরে মিলল লাশ
Published: 3rd, August 2025 GMT
কুষ্টিয়ার দৌলতপুরে পুকুরে ডুবে নিখোঁজের ১৩ ঘণ্টা পর শওকত রহমান (১৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
রবিবার (৩ আগস্ট) সকালে উপজেলার হোগলবাড়ীয়া ইউনিয়নের জয়রামপুর গ্রামের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে, গতকাল বিকেল ৫টায় পুকুরে ডুবে নিখোঁজ হন তিনি।
শওকত রহমান ওই এলাকার জিয়াউর রহমানের ছেলে। ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আরো পড়ুন:
প্রেমিকার বিয়ের দিনে প্রেমিকের লাশ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের
কুয়াকাটা সৈকতে ভেসে এল দুই লাশ
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে খেলাধুলা শেষে পুকুরে গোসলে নেমে তলিয়ে যান শওকত। পরে স্থানীয়রা খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি।
ভেড়ামারা ফায়ার সার্ভিসে খবর দিলে একটি ইউনিট ঘটনাস্থলে এসে উদ্ধারে চেষ্টা চালায়। কিন্তু, ব্যর্থ হয়। পরে খুলনা ডুবুরি দলকে খবর দেওয়া হয়। রবিবার পুকুর থেকে তারা শওকতের মরদেহ উদ্ধার করে।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.
ঢাকা/কাঞ্চন/রাজীব
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মেহেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
মেহেরপুরের গাংনীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শওকত আলী (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার (৩ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার ভাটপাড়া গ্রামে জমিতে সেচ দেওয়ার সময় তিনি বিদ্যুতায়িত হন।
শওকত আলী একই গ্রামের মৃত ফরাতুল্লাহ কাজীর ছেলে। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শওকত আলি নিজ জমিতে সেচ দেওয়ার জন্য মাঠে যান। সেখানে বৈদ্যুতিক সেচ পাম্পের মাধ্যমে পানি তোলার সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আরো পড়ুন:
কুষ্টিয়ায় বিদ্যুৎপৃষ্টে মা-ছেলের মৃত্যু
রাজবাড়ীতে বজ্রপাতে দুজনের মৃত্যু
ঢাকা/ফারুক/রাজীব