৩৭ বছর পর ইংলিশ চ্যানেল জয়, হাওরপাড়ের হিমেলের ইতিহাস
Published: 3rd, August 2025 GMT
কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত উপজেলা নিকলীর ছেলে নাজমুল হক হিমেল। সম্প্রতি আটলান্টিক মহাসাগরের ইংলিশ চ্যানেলে দীর্ঘ ৩৩.৪ কিলোমিটার পানিপথ পাড়ি দিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন। ৩৭ বছর পর বাংলাদেশের জন্য বয়ে এনেছেন সম্মান ও মযার্দা। তার জয়ের এমন মাইলফলক স্পর্শে গর্বিত পরিবার ও এলাকাবাসী।
সারা বিশ্বের মধ্যে ইংলিশ চ্যানেল সাঁতারুদের জন্য আলাদা একটি রোমাঞ্চ। ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার জন্য স্লট পাওয়া দুষ্কর। জেলিফিস, ঠান্ডা পানি ও প্রাকৃতিক বৈরিতার পাশাপাশি ব্যয়ও অনেক। বাংলাদেশির মধ্যে ব্রজেন দাস ও মোশাররফ হোসেন খান ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছিলেন। এবার ৩৭ বছর পর তাদের পথ ধরেই সেই কাজটি করে দেখিয়েছেন কিশোরগঞ্জ নিকলী হাওর উপজেলার ছেলে নাজমুল হক হিমেল। ৩৩.
১৯৯৭ সালে বাবা আবুল হাসেমের মাধ্যমে সাঁতারে হাতেখড়ি হিমেলের। তিনি ছিলেন ‘৮০-এর দশকের জাতীয় সাঁতারু। জাতীয় সুইমিং ফেডারেশনের সাবেক সদস্য ও কিশোরগঞ্জ জেলার নিকলী সুইমিং ক্লাবের কোচ। তিনি বলেন, ‘‘হিমেলের আত্মবিশ্বাস ছিল এবং সে সেটি করে দেখিয়েছে। তবে তার জন্য হিমেলকে অনেক পরিশ্রম করতে হয়েছে। ইংলিশ চ্যানেল আটলান্টিক মহাসাগরে আর সেখানকার তাপমাত্রা ১৫ থেকে ১৯ ডিগ্রী সেলসিয়াস। যেহেতু হাওরের তাপমাত্রা অনেক বেশি তাই হিমেল ড্রামের ভেতর বরফ দিয়ে সর্বনিম্ন ১২ ডিগ্রি সেলসিয়াসে ঘন্টার পর ঘন্টা ছিল। আর নিজেকে প্রস্তুত করেছে।’’
কিশোরগঞ্জ-নিকলী সাঁতার দলের প্রশিক্ষক জুবায়ের। তিনি বলেন, ‘‘হিমেল ভাই আমাদের তথা এই দেশের গর্ব। তাকে দেখেই নতুন প্রজন্ম সাঁতারু হতে আগ্রহী হয়ে উঠবে। আমরা ছোট বেলায় বাড়ির পেছনে হাওরের সুয়াইনজান নদীতে সাঁতার কেটে বড় হয়েছি। নিকলী সুইমিং ক্লাব থেকে আমরাও ছোট-বড় প্রায় দুইশত ছেলে-মেয়েকে সাঁতার প্রশিক্ষণ করাচ্ছি। এদের থেকেও অনেকে জাতীয় পর্যায়ে অনেক পুরস্কার অর্জন করেছে। ভবিষ্যতে এদের থেকে আরও হিমেল তৈরি হবে এবং বিশ্ব জয় করবে তেমনটাই প্রত্যাশা করছি।’’
হিমেলের বড় ভাই এনামুল হক রুবেল বলেন, ‘‘১৯৮৯ সালে কিশোরগঞ্জের নিকলীর মীরহাটি গ্রামে জন্ম হিমেলের। চার ভাই-বোনের মধ্যে তৃতীয় হিমেল। মধ্যবিত্ত পরিবারে আমাদের বড় হয়ে উঠা। অনেক সংগ্রাম করে আমাদের পথচলা। হিমেলের এমন অর্জনে আমরা আবেগাপ্লুত।’’
হিমেলের বন্ধুমহল ও এলাকাবাসীরা বলেন, ‘‘নিকলী হাওরে জন্মগ্রহণ করে ছোট ছোট অর্জন গুলো আজ হিমেলের জন্য বড় অর্জন বয়ে এনেছে। এতে অনেক খুশি ও গর্বিত তার বন্ধুমহল। তবে আমাদের দাবি এতো এতো সাতারু নিকলী থেকে দেশের জন্য গৌরব বয়ে আনলেও এখানে কোন সুইমিং পুল নেই। আমাদের দীর্ঘদিনের দাবি এটি, তাই প্রশাসন ও কর্তৃপক্ষকে এ বিষয়ে নজর দেয়ার অনুরোধ করছি।’’
লন্ডন থেকে মুঠোফোনে রাইজিংবিডিকে নাজমুল হক হিমেল জানান, প্রাতিষ্ঠানিকভাবে সাঁতার শুরু করেন সাঁতারু মো. সোলায়মানের কাছে। তারপর জাপানি কোচ ও সবশেষ চীনা কোচের অধীনে দক্ষতা বৃদ্ধি করেছেন সাঁতারু হিসেবে। ১৯৯৮ থেকে ২০০৮ সালে সাঁতারের বিভিন্ন ইভেন্টে তার ঝুঁলিতে এসেছে ২৬টি স্বর্ণ ও ২১টি রৌপ্য পদক। বয়সভিত্তিক সাঁতারেও গড়েছেন ছয়টি জাতীয় রেকর্ড। এই পরিসংখ্যান শুধু সংখ্যায় নয়, এগুলো একেকটি অধ্যায়, একেকটি লড়াইয়ের গল্প।
তিনি আরও বলেন, ‘‘ইংলিশ চ্যানেল পাড়ি দেয়া স্বপ্ন ছিল। তবে যখন সেটি জয় করতে পেরেছি তখন সকল ক্লান্তির শেষ হয়েছে। আমি এ আনন্দ বা অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারবো না।’’
নিকলী উপজেলার নির্বাহী অফিসার রেহানা মজুমদার মুক্তি জানান, নিকলীতে কোন সুইমিং পুল নেই। উপজেলা পরিষদের পুকুরেই এখানকার ছেলেরা সাঁতার শিখছে। হিমেলের বিজয় বিশ্বের বুকে লাল-সবুজের পতাকার সম্মান ও হাওর এলাকার সুনাম বাড়িয়েছে। আমরা জানি হিমেলের সাঁতারু হয়ে উঠার পেছনের গল্প খুব একটা মসৃণ ছিলনা। শুধুমাত্র নিজ আত্মবিশ্বাস আর কঠোর পরিশ্রমে সে বিশ্ব জয় করেছে। আর তার পথ ধরেই হাওরের আরও খ্যাতিমান সাঁতারু তৈরি হবে, এমনটাই প্রত্যাশা আমাদের। জেলা ক্রীড়া সংস্থার সঙ্গে যোগাযোগ করে খুব দ্রুতই আমরা সাতারুদের সম্ভাবনা বাস্তবে রূপ দেয়ার জন্য উদ্যোগ গ্রহণ করব। ইতিমধ্যেই সাতারুদের সুইমিংপুল নির্মাণে ৪ একর জায়গা নির্ধারণ করেছি। এটা বাস্তবায়িত হলে নিকলীতে আরও হিমেল তৈরি হবে।
ঢাকা/রুমন/আমিনুল
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ক শ রগঞ জ আম দ র র জন য ম ল হক উপজ ল
এছাড়াও পড়ুন:
ছাদ ধসের ঘটনায় নজরুল বিশ্ববিদ্যালয়ে ইউজিসির তদন্ত দল
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ১০ তলা আবাসিক হলের ছাদ ধস তদন্তে ঘটনাস্থল পরিদর্শন করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) প্রতিনিধিরা।
রবিবার (৩ আগস্ট) তদন্তকারীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে নির্মাণ কাজের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন।
তদন্ত কমিটির নেতৃত্ব দেন ইউজিসির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক ও কমিটির আহ্বায়ক মোহাম্মদ মাকসুদুর রহমান ভূঁইয়া। দলের অন্য সদস্যরা হলেন- সহকারী পরিচালক (প্রকৌশল) তানভির মোরশেদ, অতিরিক্ত পরিচালক সুরাইয়া ফারহানা ও সিনিয়র সহকারী পরিচালক (প্রকৌশল) মোশারফ হোসেন।
আরো পড়ুন:
নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাদ ধসের ঘটনায় ইউজিসির তদন্ত কমিটি
রাবির কলা অনুষদভুক্ত বিভাগগুলোর শিক্ষক নিয়োগ স্থগিত
পরিদর্শনে তারা নির্মাণাধীন অংশের খুঁটির সংখ্যা ও দূরত্ব, নকশা অনুযায়ী নির্মাণ সামগ্রী ব্যবহারের বিষয়গুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। পাশাপাশি ছবি, ভিডিও ধারণসহ বিভিন্ন প্রমাণাদি সংগ্রহ করেন।
পরিদর্শন শেষে মাকসুদুর রহমান বলেন, “নির্মাণে খুঁটির যথাযথ ব্যবহার হয়নি এবং বাঁশের ব্যবহার নীতিমালার বাইরে। ঢালাইয়ের আগে চেকলিস্ট বা ক্লিয়ারেন্সেরও কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।”
তিনি বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে প্রয়োজনীয় নথিপত্র চাওয়া হয়েছে। সেগুলো যাচাই করে পরামর্শক, বাস্তবায়নকারী সংস্থা এবং অনুমোদন প্রক্রিয়ার স্বচ্ছতা খতিয়ে দেখা হবে। তদন্তের ভিত্তিতে দায়ীদের বিষয়ে সিদ্ধান্ত নেবে ইউজিসি।”
সিনিয়র সহকারী প্রকৌশলী মোশারফ হোসেন বলেন, “রডের বিন্যাস নকশা অনুযায়ী হলেও প্রপিং, স্টেজিং ও স্ক্যাফোল্ডিংয়ের ক্ষেত্রে নকশা মানা হয়নি। কিছু জায়গায় বেআইনিভাবে বাঁশ ব্যবহৃত হয়েছে এবং ডেসিংও ছিল অপর্যাপ্ত। নিরাপত্তা ও অনুমোদন সংক্রান্ত কোনো তথ্য হাতে আসেনি।”
তদন্ত কমিটির প্রধান আরো বলেন, “শ্রমিক নিরাপত্তায় কোনো ছাড় দেওয়া হবে না। শতভাগ নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।”
গত ৩১ জুলাই বিকেলে বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হলের পূর্ব পাশে নির্মাণাধীন ছাত্র হলের দ্বিতীয় তলার পার্কিং এক্সটেনশনের ছাদ ধসে পড়ে। এতে ১২ জন শ্রমিক আহত হন।
ঢাকা/মুজিবুর/মেহেদী