বন্দরে ছিনতাইকারী সন্দেহে ৬ যুবক ও ২ নারী মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে  ৮ জনকে  আটক করেছে পুলিশ।  

আটককৃতরা হলো বন্দর থানার সোনাচড়া এলাকার শাকিল মিয়ার ছেলে সামির (১৮) একই এলাকার মাসুম মিয়ার ছেলে নাঈম (২০) একই এলাকার সোহাগ মিয়ার ছেলে অনিক (২০) আমির হোসেন মিয়ার ছেলে তানভির (১৮) ও একই এলাকার মাসুম মিয়ার ছেলে শুভ (১৯)।

পুরান বন্দর চৌধুরীবাড়ী এলাকার জামান মিয়ার ছেলে রিয়েল (৩২) দড়ি সোনাকান্দা এলাকার ইসমাঈল মিয়ার স্ত্রী সোনিয়া (৪০) ও বন্দর দত্তবাড়ী এলাকার রফিক মিয়ার স্ত্রী মাজেদা বেগম (৫০)।

আটককৃতদের শনিবার (৯ আগস্ট) দুপুরে আটককৃত ৮ জনের মধ্যে ৫ জনকে পুলিশ আইনের ৩৪ ধারা ও ২ নারী মাদক ব্যবসায়ীকে পুলিশ আইনের ১৫১ ধারায় ও অপর আরো একজনকে ৫৪ ধারায় আদালতে প্রেরণ করেছে পুলিশ।

এর আগে গত শুক্রবার (৮ আগস্ট) রাতে বন্দর থানার সোনাচড়া বাজারসহ বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয়দের তথ্য সূত্রে জানা গেছে, আটকৃত যুবক সামির, নাঈম, শুভ, অনিক ও তানভির দীর্ঘ দিন ধরে বন্দরে তালতলা, সোনাচড়াসহ বিভিন্ন স্থানে চুরি ছিনতাই করে আসছিল।

এ ছাড়াও আটককৃত ২ নারী মধ্যে সোনিয়া দড়ি সোনাকান্দা এলাকায় ও মাজেদা বেগম দত্তবাড়ী এলাকায় দীর্ঘ দিন ধরে অবাধে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। 
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ অপর ধ আটকক ত এল ক র

এছাড়াও পড়ুন:

লক্ষ্মীপুরে আগ্নেয়াস্ত্র ও ইয়াবাসহ আটক ৩ 

লক্ষ্মীপুরের একটি বাসায় অভিযান চালিয়ে অস্ত্র ও ইয়াবাসহ তিন যুবককে আটক করেছে যৌথবাহিনী। শুক্রবার (৮ আগস্ট) পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- লক্ষ্মীপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের মনির হোসেন মেম্বারের ছেলে আহম্মদ আল মারুফ রবিন (৩৪), আহম্মদ আল আরেফিন রিমন (২৯) ও পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর গ্রামের তোফায়েল আহম্মদের ছেলে এহসান আহম্মেদ (২৪)। 

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ব্যবসা করে আসছে একটি চক্র। অস্ত্র ও ইয়াবাসহ কয়েকজন যুবক পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে অবস্থান করছিলেন। এই খবরে সেখানে অভিযান চালায় যৌথবাহিনী। সেখান থেকে তারা আহম্মদ আল মারুফ রবিন, আহম্মদ আল আরেফিন রিমন ও এহসান আহমেদকে আটক করেন। তাদের কাছ থেকে অস্ত্র, গুলি, ম্যাগাজিন, ইয়াবা ও নগদ টাকা জব্দ হয়। 

আরো পড়ুন:

কবুতর চুরির অভিযোগে একজনকে পিটিয়ে হত্যা

গাজীপুরে সাংবাদিক হত্যার ঘটনায় গ্রেপ্তার আরো ২

লক্ষ্মীপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মো. রাহাত খাঁন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর সদস্যরা অভিযান পরিচালনা করে। সেখানে আটককৃতদের কাছ থেকে দুইটি আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র, ইয়াবা, নগদ টাকা ও ইয়াবা জব্দ হয়। 

লক্ষ্মীপুর সদর থানার ওসি মো. আব্দু মোন্নাফ বলেন, আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা করা হবে।

ঢাকা/জাহাঙ্গীর/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • লক্ষ্মীপুরে আগ্নেয়াস্ত্র ও ইয়াবাসহ আটক ৩