নরসিংদীতে হাসপাতাল থেকে নবজাতক চুরি
Published: 10th, August 2025 GMT
নরসিংদীতে একটি বেসরকারি হাসপাতাল থেকে একদিন বয়সী নবজাতক চুরির অভিযোগ উঠেছে। রবিবার (১০ আগস্ট) বিকেলে নরসিংদী পৌর এলাকার বাসাইল মোড়ে ন্যাশনাল হেলথ কেয়ার হাসপাতালে এ ঘটনা ঘটে।
স্বজনদের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি এবং অব্যবস্থাপনার কারণে অনাকাঙ্ক্ষিত এ ঘটনা ঘটেছে। তবে, অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
জানা যায়, শিবপুর উপজেলার বাড়ৈআলগি এলাকার অটোরিকশাচালক শরিফ মিয়ার স্ত্রী মিথিলা শনিবার বিকেলে প্রসব ব্যথা নিয়ে ন্যাশনাল হেলথ কেয়ার হাসপাতালে ভর্তি হন। অস্ত্রোপচারের মাধ্যমে তিনি একটি ছেলে সন্তানের জন্ম দেন। রবিবার বিকেলে হাসপাতালের কেবিন থেকে নবজাতক নিখোঁজ হয়।
আরো পড়ুন:
ধীরে চলছে স্বাস্থ্য খাত সংস্কার, সুপারিশ বাস্তবায়নে নেই অগ্রগতি
মাদারীপুরে তিন ভাইকে কুপিয়ে জখম
ন্যাশনাল হেলথ কেয়ার হাসপাতালের প্রতিষ্ঠাতা মুজিবুর রহমান বলেন, ‘‘রোগীর পরিবারের উপস্থিতিতে একজন অপরিচিত নারী নিজেকে স্বজন পরিচয়ে কেবিনে প্রবেশ করেন। এরপরই শিশুটি নিখোঁজ হয়।’’
তিনি আরো বলেন, ‘‘সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বোরকা পরিহিত এক নারী আঁচলের নিচে কিছু ঢেকে নিয়ে হাসপাতাল থেকে বের হয়ে যাচ্ছেন। ধারণা করা হচ্ছে, তিনি নবজাতকটি চুরি করেছেন।’’
নরসিংদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) অনিক কুমার গুহ বলেন, ‘‘নবজাতক চুরির খবর পেয়ে আমরা হাসপাতাল পরিদর্শন করেছি। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ পর্যালোচনায় চোরকে শনাক্তের চেষ্টা চলছে। নবজাতককে উদ্ধারে আমরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি।’’
ঢাকা/হৃদয়/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।