কিশোরগঞ্জের ইটনায় বিদ্যাল‌য়ের সিঁড়ির রেলিং থে‌কে প‌ড়ে তৃতীয় শ্রে‌ণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। রবিবার (১০ আগস্ট) দুপুরে ইটনা উপজেলার রমানাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘটনাটি ঘটে।

সোমবার (১১ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মজিব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মারা যাওয়া ছাত্রীর নাম দেবী রাণী দাস। তিনি ইটনা উপজেলার রমারাথপুর গ্রামের লিটন দাসের মেয়ে।

আরো পড়ুন:

‘সেপ্টেম্বরের মধ্যে ১৬৫ উপজেলায় স্কুল ফিডিং কার্যক্রম শুরু হবে’

ঘোড়ার গাড়িতে চড়িয়ে শিক্ষক ও অফিস সহায়ককে বিদায়

মজিব আলম জানান, রবিবার দুপুরে টিফিন টাইমে স্কুলের সব শিক্ষার্থীরা খেলাধুলা করছিল। তৃতীয় শ্রেণির ছাত্রী দেবী রাণী দাস খেলার ছলে বিদ্যালয়ের দোতলায় উঠার সিঁড়ির রেলিংয়ে ওঠেন। এসময় নিচে পড়ে গুরুতর আহত হন তিনি।

তিনি আরো জানান, দ্রুত তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে পরামর্শ দেন চিকিৎসক। ঢাকায় নেওয়ার পথে রাত ১১টার দিকে দেবী রাণী দাসের মৃত্যু হয়।

ঢাকা/রুমন/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা। 

নিহত নিলুফা ইয়াসমিন নিলা (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী।

আরো পড়ুন:

গাজীপুরে ডাম্পট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মা-মেয়ে নিহত

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল চন্দ্রা পরিবহনের বাসটি। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।  পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিলার মরদেহ উদ্ধার করে। আহত হন অন্তত ২০ জন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বাস খাদে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা/বেলাল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ