গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রেসক্লাব। সোমবার বিকেলে জেলা পরিষদ এর সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর  উপজেলা প্রেসক্লাবের সভাপতি নাবিলা শারমিন, সাধারণ সম্পাদক  জিহাদ হোসেন, মোঃ- ইব্রাহিম, সাথী আক্তার, রুহুল আমিন মন্ডল, তন্ময় শিকদার, মো.

ফারুক দেওয়ান , মো. রাকিবুল হাসান, মেহেদী হাসান অপূর্ব, হাসান আহমেদ প্রান্ত, মো. সানি হোসেন, মো. শেখ কাউসার, মোঃ ইব্রাহিম, মো. শামীম হোসেন, দোলা দেওয়ান, আসমা খাতুন শিরিন, মো. সিদ্দিকুর রহমান, সুমন সামিউল, বৃষ্টি , ফাহমিদা ও জুয়েল মেহেদীসহ আরও অনেকে।

এ সময় বক্তারা বলেন, আমরা স্পষ্ট করে বলতে চাই আর কোনো সংবাদিকের উপর নির্যাতন সহ্য করা হবে না। আমরা আর তুহিনের মতো কাউকে দেখতে চাই না। 

তুহিনের পরিবারের সদস্যদের প্রতি দুঃখ প্রকাশ করে বক্তারা বলেন, তুহিনের পরিবারের দায়িত্ব এ সরকারকেই নিতে হবে। আইনের শাসন সঠিক ভাবে প্রয়োগ করার মাধ্যমে খুনিদের বিচার নিশ্চিত করতে হবে। 
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: হত য ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

বন্দর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের এডহক কমিটি গঠন

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ প্রস্তাবিত নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলা কমান্ড এর এডহক কমিটি ঘোষণা করা হয়েছে।

গত ৯ আগষ্ট নারায়ণগঞ্জ জেলা কমান্ড ইউনিট কর্তৃক স্বাক্ষরিত বীরমুক্তিযোদ্ধা জসিম উদ্দিন তোতাকে আহ্বায়ক ও বীরমুক্তিযোদ্ধা আওলাদ হোসেনকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট বন্দর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিট এডহক কমিটি অনুমোদন দেওয়া  হয়।

নারায়ণগঞ্জ জেলা কমান্ডের আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী এই এডহক কমিটি ঘোষণা করেন। 

এডহক কমিটিতে সদস্য হিসেবে যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন, বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন,সদস্য হিসেবে বীরমুক্তিযোদ্ধা আব্দুল আজিজ,বীরমুক্তিযোদ্ধা আব্দুল জব্বার,বীরমুক্তিযোদ্ধা কাজী মোবারক,বীরমুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ লিয়াকত আলী।

কমিটি গঠনের প্রতিক্রিয়ায় বন্দরের মুক্তিযোদ্ধারা জানান,এই কমিটি আগামী দিনে মুক্তিযোদ্ধা সংসদের সাংগঠনিক কার্যক্রম তদারকি, মুক্তিযোদ্ধাদের কল্যাণে নানা উদ্যোগ গ্রহণ এবং একটি পূর্ণাঙ্গ নির্বাচিত কমিটি গঠনের প্রস্তুতি হিসেবে দায়িত্ব পালন করবে। পাশাপাশি সকল বীরমুক্তিযোদ্ধা ও তার সন্তানেরা অনুপ্রানিত হয়ে মুক্তিযুদ্ধের চেতনা উজ্জিবিত হবে।
 

সম্পর্কিত নিবন্ধ

  • আমাদেরকে স্বার্থক হতে হবে, আর স্বার্থক হতে গেলে কৃতজ্ঞ হতে হয় : অতি. জেলা প্রশাসক
  • ডাকাতির দায়ে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়কসহ ১০ জনের কারাদণ্ড
  • বন্দর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের এডহক কমিটি গঠন
  • সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জে মানববন্ধন
  • সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে তরুন সাংবাদিক সমাজের মানববন্ধন’
  • সোনারগাঁয়ে ৩১ দফা বাস্তবায়নে ওলামা দলের লিফলেট বিতরণ
  • তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত হবে
  • গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় এনজেটিজেএ’র নিন্দা
  • সাংবাদিক তুহিন হত্যা: অপরাধীদের শাস্তির দাবিতে দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের বিক্ষোভ