মোহিত সুরির ‘সাইয়ারা’ সিনেমার দাপটের সামনে অন্য কোনো সিনেমা দাঁড়াতেই পারছিল না। ‘সন অব সরদার ২’ বা ‘ধড়ক ২’ কোনোটিই বলার মতো ব্যবসা করতে পারছে না। সেখানে চমকে দিল একটি অ্যানিমেশন সিনেমা। কোন ছবি? জেনে নেওয়া যাক হিন্দুস্তান টাইমস অবলম্বনে।
‘ডিজনি-মার্ভেল’কে পেছনে ফেলে ভারতের সর্বকালের সর্বোচ্চ আয়কারী অ্যানিমেশন ছবির খেতাব এখন অশ্বিন কুমারের ‘মহাবতার নরসিমা’র দখলে। ২৫ জুলাই মুক্তির পর থেকেই পৌরাণিক এই অ্যানিমেশন ছবিটি বক্স অফিসে রেকর্ডের পর রেকর্ড গড়ছে। প্রযোজকদের হিসাবে, মুক্তির ১৮ দিনেই ছবিটি বিশ্বব্যাপী আয় করেছে ২১০ কোটি রুপি। এর আগে ‘হনুমান’ ও ‘স্পাইডার-ম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার-ভার্স’-কেও পেছনে ফেলেছে এটি।
বক্স অফিসের সাফল্যের ধারা
আজ সোমবার ছবির প্রযোজনা সংস্থা হম্বালে ফিল্মস জানিয়েছে, ‘বিশ্বব্যাপী ২১০ কোটি রুপির বেশি আয় এবং চলছে.
শুধু বৈশ্বিক আয়ই নয়, ভারতের বক্স অফিসেও ছবিটি সমান দাপটে চলছে। মুক্তির তৃতীয় সপ্তাহেও থামার কোনো লক্ষণ নেই। তৃতীয় রোববারেই ছবিটি আয় করেছে ২৩ কোটি রুপি। মুক্তির ১৮ দিনে কেবল ভারতেই আয় দাঁড়িয়েছে ১৭১.৯২ কোটি রুপিতে।
অশ্বিন কুমারের পরিচালনায় ছবিটি প্রযোজনা করেছেন শিলপা ধাওয়ান, কুশল দেশাই ও চৈতন্য দেশাই। হম্বালে ফিল্মসের ব্যানারে ক্লিম প্রোডাকশনস উপস্থাপন করেছে ছবিটি। ৩ডি ও ২ডি—দুই সংস্করণেই মুক্তি পেয়েছে হিন্দি ও দক্ষিণ ভারতীয় ভাষায়।
নির্মাতারা ইতিমধ্যে ঘোষণা করেছেন, আসছে ‘মহাবতার পরশুরাম’ ও ‘মহাবতার কাল্কি’, যা গড়ে তুলবে ভারতের অ্যানিমেশন জগতে নতুন পৌরাণিক ফ্র্যাঞ্চাইজি।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
শেখ হাসিনার মৃত্যুদণ্ডকে স্বাগত জানিয়ে রাজশাহীতে মিষ্টি বিতরণ
জুলাই অভ্যুত্থানকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে স্বাগত জানিয়ে রাজশাহীতে মিষ্টি বিতরণ করা হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) বিকেলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী মহানগর কমিটির নেতারা শহরের সাহেববাজার জিরো পয়েন্টে সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করেন।
মিষ্টি বিতরণের সময় এনসিপির নেতাকর্মীরা ‘শেখ হাসিনা স্বৈরাচার, দিল্লি তুমি পাহারাদার‘ স্লোগান দেন। এ সময় এনসিপির রাজশাহী মহানগরীর আহ্বায়ক মোবাশ্বের আলী, সদস্য সচিব আতিকুর রহমান, যুগ্ম আহ্বায়ক সারোয়ারুল হক রবিন, রাজশাহী জেলার যুগ্ম সমন্বয়কারী নাহিদুল ইসলাম সাজুসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এনসিপির নেতারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের প্রতি সন্তোষ প্রকাশ করে বলেছেন, শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে রায় দ্রুত কার্যকর করতে হবে।
অন্যদিকে, এ রায়ের প্রতি সন্তুষ্টি জানিয়ে রাজশাহী-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম ও তার সমর্থকরা আনন্দ মিছিল করেছেন। দুপুরে পুঠিয়া পৌরসভা থেকে শুরু হওয়া মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুঠিয়া ত্রিমোহনীতে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
ঢাকা/কেয়া/রফিক