Prothomalo:
2025-10-02@23:49:08 GMT

এভাবে চমকে দিল ছবিটি

Published: 11th, August 2025 GMT

মোহিত সুরির ‘সাইয়ারা’ সিনেমার দাপটের সামনে অন্য কোনো সিনেমা দাঁড়াতেই পারছিল না। ‘সন অব সরদার ২’ বা ‘ধড়ক ২’ কোনোটিই বলার মতো ব্যবসা করতে পারছে না। সেখানে চমকে দিল একটি অ্যানিমেশন সিনেমা। কোন ছবি? জেনে নেওয়া যাক হিন্দুস্তান টাইমস অবলম্বনে।

‘ডিজনি-মার্ভেল’কে পেছনে ফেলে ভারতের সর্বকালের সর্বোচ্চ আয়কারী অ্যানিমেশন ছবির খেতাব এখন অশ্বিন কুমারের ‘মহাবতার নরসিমা’র দখলে। ২৫ জুলাই মুক্তির পর থেকেই পৌরাণিক এই অ্যানিমেশন ছবিটি বক্স অফিসে রেকর্ডের পর রেকর্ড গড়ছে। প্রযোজকদের হিসাবে, মুক্তির ১৮ দিনেই ছবিটি বিশ্বব্যাপী আয় করেছে ২১০ কোটি রুপি। এর আগে ‘হনুমান’ ও ‘স্পাইডার-ম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার-ভার্স’-কেও পেছনে ফেলেছে এটি।

বক্স অফিসের সাফল্যের ধারা
আজ সোমবার ছবির প্রযোজনা সংস্থা হম্বালে ফিল্মস জানিয়েছে, ‘বিশ্বব্যাপী ২১০ কোটি রুপির বেশি আয় এবং চলছে.

.. “মহাবতার নরসিমা”র জয়ের পথে দুরন্ত ছুটছে, ভাঙছে রেকর্ড, জয় করছে কোটি কোটি দর্শকের মন।’

শুধু বৈশ্বিক আয়ই নয়, ভারতের বক্স অফিসেও ছবিটি সমান দাপটে চলছে। মুক্তির তৃতীয় সপ্তাহেও থামার কোনো লক্ষণ নেই। তৃতীয় রোববারেই ছবিটি আয় করেছে ২৩ কোটি রুপি। মুক্তির ১৮ দিনে কেবল ভারতেই আয় দাঁড়িয়েছে ১৭১.৯২ কোটি রুপিতে।
অশ্বিন কুমারের পরিচালনায় ছবিটি প্রযোজনা করেছেন শিলপা ধাওয়ান, কুশল দেশাই ও চৈতন্য দেশাই। হম্বালে ফিল্মসের ব্যানারে ক্লিম প্রোডাকশনস উপস্থাপন করেছে ছবিটি। ৩ডি ও ২ডি—দুই সংস্করণেই মুক্তি পেয়েছে হিন্দি ও দক্ষিণ ভারতীয় ভাষায়।

আরও পড়ুনদাপট দেখাচ্ছে ‘সাইয়ারা’, হঠাৎ চমকে দিল ‘মহাবতার নরসিমা’০৭ আগস্ট ২০২৫

নির্মাতারা ইতিমধ্যে ঘোষণা করেছেন, আসছে ‘মহাবতার পরশুরাম’ ও ‘মহাবতার কাল্কি’, যা গড়ে তুলবে ভারতের অ্যানিমেশন জগতে নতুন পৌরাণিক ফ্র্যাঞ্চাইজি।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯

রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।

সম্পর্কিত নিবন্ধ