রাজনৈতিক বিতর্কে কি জড়িয়ে পড়তে পারে উয়েফা? ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’ মনে করছে, সেই ঝুঁকি আছে।

ইতালির উদিনেতে ব্লুনার্জি স্টেডিয়ামে গতকাল উয়েফা সুপার কাপে টটেনহাম হটস্পারের মুখোমুখি হয়েছিল পিএসজি। ২-২ গোলে নির্ধারিত সময়ে দুই দল সমতায় থাকার পর পেনাল্টি শুটআউটে ৪-৩ গোলের জয়ে জিতেছে ফরাসি ক্লাবটি। এই ম্যাচ শুরুর আগে মাঠে ‘স্টপ কিলিং চিলড্রেন ও স্টপ কিলিং সিভিলিয়ান’ বার্তাসংবলিত বড় ব্যানার প্রদর্শন করে উয়েফা। মাঠে দুই দলের খেলোয়াড়েরা সারিবদ্ধ হয়ে দাঁড়ানোর পর তাঁদের সামনে ‘শিশু ও বেসামরিক মানুষ হত্যা বন্ধে’র ব্যানার প্রদর্শন করা হয়।

আরও পড়ুনশেষ ১০ মিনিটে ২ গোলে ঘুরে দাঁড়ানোর পর টাইব্রেকারে সুপার কাপ জয় পিএসজির১ ঘণ্টা আগে

ফিলিস্তিনের গাজা উপত্যকার দুজন শরণার্থী শিশুকে পদক বিতরণ অনুষ্ঠানেও নিয়ে এসেছিল ইউরোপিয়ান ফুটবলের এই নিয়ন্ত্রক সংস্থা (উয়েফা)। ম্যাচ শেষে উয়েফা সভাপতি আলেক্সান্দা সেফেরিনের পাশে সাদা টি-শার্ট পরে তারা দাঁড়িয়ে ছিল। ব্যানার প্রদর্শনের ছবি উয়েফার এক্স হ্যান্ডল থেকেও পোস্ট করা হয় এবং ক্যাপশনে লেখা হয়, ‘বার্তাটা জোরাল ও পরিষ্কার।’

শুধু ফিলিস্তিনের শিশুরা নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তে যুদ্ধের ভয়াবহতার শিকার শিশুদের পাশে দাঁড়াতে উয়েফার শিশুদের জন্য ফাউন্ডেশনের পক্ষ থেকে এ পদক্ষেপ নেওয়ার কথা আগেই জানানো হয়েছিল। তবে গত মঙ্গলবার উয়েফার সংবাদ বিজ্ঞপ্তিতে ইসরাইলের আগ্রাসনের শিকার হওয়া ফিলিস্তিনের শিশুদের কথা উল্লেখ করা হয়, ‘গাজার শিশুদের গুরুত্বপূর্ণ মানবিক সাহায্যের জন্য।’

উয়েফা ফাউন্ডেশনের আয়োজনে পদক বিতরণী অনুষ্ঠানে সভাপতি আলেক্সান্দার সেফেরিনের পাশে ফিলিস্তিনের দুই শিশু.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

‘আমি সদরঘাটের জবা ফুল’

ছবি: ফেসবুক থেকে

সম্পর্কিত নিবন্ধ