‘নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যাঁরা সন্দেহের বীজ খুব রোপণ করছেন, তাঁদের বলব, আপনারা থামেন। নির্বাচন ফেব্রুয়ারিতে হবে এবং রোজা শুরু হওয়ার আগেই হবে। সব জায়গায় সবাই মিলে এখন পুরো জাতি আসলে অধীর আগ্রহে নির্বাচনের জন্য অপেক্ষা করছে।’

মাগুরায় নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের এ কথা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আজ শুক্রবার দুপুরে নিজ জেলা মাগুরায় জুলাই অভ্যুত্থানে শহীদ পৌরসভার বরুনাতৈল গ্রামের ছাত্রদল নেতা মেহেদী হাসান রাব্বি ও পত্রিকা বিলিকারী আল আমীন হোসেনের কবর জিয়ারত করেন প্রেস সচিব। এরপর পাশের পারনান্দুয়ালী মসজিদে জুমার নামাজ শেষে নবগঙ্গা পার্কে নির্মাণাধীন জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের স্থান পরিদর্শন করেন। সেখানে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

প্রেস সচিব জানান, অন্তর্বর্তী সরকারের তিনটি মূল দায়িত্ব হচ্ছে সংস্কার, বিচার ও নির্বাচন। এর মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের মাধ্যমে সংস্কার কার্যক্রম অগ্রসর হচ্ছে এবং বিচার কার্যক্রম দৃশ্যমান হয়েছে। জনগণের প্রত্যাশা অনুযায়ী সরকার এখন নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ডাকসু নির্বাচন: চতুর্থ দিনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন একজন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে আজ শুক্রবার চতুর্থ দিনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন একজন। তিনি সদস্য পদে মনোনয়নপত্র নিয়েছেন।

আজ বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন। তিনি বলেন, আজ সদস্য পদের জন্য একজন মনোনয়নপত্র নিয়েছেন। আর একজন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, এখন পর্যন্ত মোট মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৪৩ জন। তাঁদের মধ্যে ভিপি পদে ১০ জন, জিএস পদে ১ জন, এজিএস পদে ২ জন, সম্পাদক পদে ১৮ জন এবং সদস্য পদে ১২ জন।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান রিটার্নিং কর্মকর্তা বলেন, জুলাই অভ্যুত্থানে হামলার মামলায় আসামিরা ডাকসু নির্বাচনে প্রার্থী বা ভোটার হতে পারবেন না। ভোটের আগের দিনও খোঁজ পাওয়া গেলে তাঁদের ভোট থেকে বিরত রাখা হবে।

সম্পর্কিত নিবন্ধ