হবিগঞ্জের চুনারুঘাট ও শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির নতুন কমিটির বিরুদ্ধে ঝাড়ু মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

রবিবার (২৪ আগস্ট) বিকেলে এই দুই উপজেলায় প্রায় একই সময়ে মিছিল বের হয়। এতে বিএনপি, ছাত্রদল ও যুবদলের শতাধিক নেতাকর্মী অংশ নেন।

আরো পড়ুন:

তুরাগ নদে সেতুর দাবিতে টঙ্গীতে সড়ক অবরোধ 

বাকৃবিতে কম্বাইন্ড ডিগ্রি প্রণয়নে জরুরি একাডেমিক কাউন্সিলের বৈঠক দাবি

চুনারুঘাট পথসভায় বক্তব্য রাখেন- উপজেলা বিএনপি নেতা শামছুল হক তালুকদার, শফিকুর রহমান জামাল, প্রিন্সিপাল আব্দুর রব, মিজানুর রহমান লাল মিয়া মেম্বার, কাছুম আলী মেম্বার, আহম্মদাবাদ ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি আজগর আলী মাস্টার, সৈয়দ তোফাজ্জল, হোসাইন মোহাম্মদ রুবেল, স্বেচ্ছাসেবক দল নেতা আজাদ মিয়া তালুকদার, ছাত্রদলের সদস্য সচিব মারুফ আহমেদ, শাহ প্রান্ত। 

বক্তারা বলেন, দলের নির্যাতিত নেতাকর্মীদের বাদ দিয়ে জেলার এক নেতার ইশারায় উপজেলা বিএনপির একটি পকেট কমিটি ঘোষণা করা হয়েছে। যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ কমিটি বাতিল করতে হবে।

একই দাবিতে শায়েস্তাগঞ্জের বাল্লা রেলওয়ে গেইট থেকে ঝাড়ু মিছিল বের হয়। মিছিলটি বালিকা উচ্চ বিদ্যালয় সড়কে গিয়ে শেষ হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মোখলেছুর রহমান, নওশাদ হাসান, পৌর স্বেচ্ছাসেবক দলের মোশাররফ চৌধুরী, মহিলা দল নেত্রী তুলনা চৌধুরী মিছিলে নেতৃত্বে দেন। 

শায়েস্তাগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শামছুল আলম রিপন অভিযোগ করে বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের জুলুম-নির্যাতন, মামলা-হামলার শিকার হয়ে আন্দোলন করেছেন নেতাকর্মীরা। অথচ তাদের বাদ দিয়ে নতুন উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এটা নেমে নিতে পারছি না। আমি রাজপথে ছিলাম, রয়েছি। আমাকে কমিটিতে রাখা হয়নি। অবিলম্বে ঘোষিত কমিটি বাতিল করে ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের সমন্বয়ে নতুন কমিটি গঠনের দাবি জানাচ্ছি।”

ঢাকা/মামুন/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ ন ত কর ম ব এনপ র উপজ ল

এছাড়াও পড়ুন:

উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’

কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।

সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।

নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত

সম্পর্কিত নিবন্ধ