কোনো প্রকার মূল্য সংবেদনশীল তথ্য বা কারণ ছাড়াই অস্বাভাবিক ভাবে বাড়ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড ও জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারের দাম। ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এমন তথ্য জানিয়েছে কোম্পানি দুইটির কর্তৃপক্ষ।

সোমবার (২৫ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, গত রবিবার (২৪ আগস্ট) কোম্পানি দুইটির শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে ডিএসই চিঠি পাঠায়। ওই চিঠির জবাবে কোম্পানি দুইটির কর্তৃপক্ষ ডিএসইকে জানিয়েছে, কোনো প্রকার অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারের দাম বাড়ছে।

সোনালী পেপারের গত ৩০ জুলাই শেয়ার দর ছিল ১৫৩ টাকায়। যা ২৪ আগস্ট লেনদেন শেষে দাঁড়িয়েছে ২৪৯.

৪ টাকায়।  ১৬ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ৯৬.৪ টাকা বা ৬৩ শতাংশ।

এদিকে, জিকিউ বলপেনের গত ৩ আগস্ট শেয়ার দর ছিল ২২৫.৫ টাকায়। যা ২৪ আগস্ট লেনদেন শেষে দাঁড়িয়েছে ৩৯২.৯ টাকায়। ১৩ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ১৬৭.৪ টাকা বা ৭৪ শতাংশ।

এভাবে কোম্পানি দুইটি শেয়ারের দাম বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।

ঢাকা/এনটি/ইভা

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ড এসই আগস ট

এছাড়াও পড়ুন:

উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’

কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।

সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।

নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত

সম্পর্কিত নিবন্ধ