আইন উপদেষ্টার পদত্যাগের দাবিতে ঢাবিতে বিক্ষোভ
Published: 25th, August 2025 GMT
আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল ও সহকারী স্বরাষ্ট্র উপদেষ্টা খোদাবক্স চৌধুরীর পদত্যাগের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
সোমবার (২৫ আগস্ট) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনের সামনে ‘শহীদ পরিবার, আহত পরিবার ও ছাত্র জনতা’ এর ব্যানারে এ বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। এতে নেতৃত্ব দেন ডাকসু নির্বাচনের সবচেয়ে বয়স্ক ভিপি পদপ্রার্থী আবু তৈয়ব হাবিলদার।
আরো পড়ুন:
চবিতে বাগছাসের নেতৃত্বে মুনতাসির-মাশনুন
ফলাফল প্রকাশের দাবিতে রাবির আরবি বিভাগে তালা
শিক্ষার্থীরা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বীর শহীদ ভাই-বোনদের হত্যাকারীদের গ্রেপ্তার না করা, শহীদ পরিবারের ওপরে পুলিশের হামলা পর কোনো পদক্ষেপ না নেওয়ায় স্বরাষ্ট্র সহকারী উপদেষ্টা (প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী) খোদাবক্স চৌধুরীর পদত্যাগ করতে হবে। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত্যাকারীদের জামিনে অগ্রহণযোগ্য ভূমিকা প্রদর্শন এবং সকল শহীদদের হত্যাকারীদের বিচার না করায় আইন উপদেষ্টার পদত্যাগ করতে হবে।
বিক্ষোভে ডাকসুর সবচেয়ে বয়স্ক ভিপি পদপ্রার্থী আবু তৈয়ব হাবিলদার বলেন, “মুক্তিযুদ্ধের পর বাহাত্তরের সংবিধানে যেমন মুক্তিযোদ্ধাদের অবস্থান দেওয়া হয়নি, তেমনি ২৪-এর গণঅভ্যুত্থানের পর এর স্পিরিট নষ্ট করেছে ড.
এ সময় তিনি শহীদ আহত পরিবারদের পুনর্বাসন এবং খুনিদের বিচার দাবি করেন। এছাড়া দায়িত্ব পালনে ব্যর্থতার পরিচয় দেওয়ায় আইন উপদেষ্টা ও সহকারী স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন।
ঢাকা/সৌরভ/মেহেদী
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আইন উপদ ষ ট র পদত য গ ন উপদ ষ ট উপদ ষ ট র পর ব র সহক র
এছাড়াও পড়ুন:
বাহরাইনের প্রতি বাংলাদেশিদের জন্যে ভিসা চালুর অনুরোধ
ব্যবসায়ী, পেশাজীবী, দক্ষ ও আধা দক্ষ শ্রমিকসহ বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা সুবিধা পুনরায় চালু করতে বাহরাইনের প্রতি অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
উপদেষ্টা দু’দেশের জনগণের সম্পর্ক ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে ভিসা পুনরায় চালুর এ অনুরোধ জানান।
বাহরাইনে ২১তম আইআইএসএস মানামা সংলাপের ফাঁকে শনিবার (১ নভেম্বর) দেশটির উপ-স্বরাষ্ট্রমন্ত্রী আদেল বিন খালিফা আল ফাদেলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন তিনি। এ সময়ে ভিসা পুনরায় চালুর অনুরোধটি জানান উপদেষ্টা।
রবিবার (২ নভেম্বর) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
একইসঙ্গে তৌহিদ হোসেন কমিউনিটির কল্যাণ নিশ্চিত এবং সামাজিক সম্পর্ক মজবুতের লক্ষ্যে বাহরাইনে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য ‘ফ্যামিলি ভিসা’ প্রদানের বিষয়টি বিবেচনা করারও অনুরোধ জানান।
বাহরাইনের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী দেশটির অর্থনীতিতে বাংলাদেশের নাগরিকদের অবদানের প্রশংসা করেন। তিনি জানান, তার দেশের সরকার ধাপে ধাপে ভিসা সুবিধা পুনরায় চালুর জন্য কাজ করছে।
বৈঠকে উভয়ে দু’দেশের দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের হস্তান্তরে একটি চুক্তি সম্পাদনের সম্ভাবনা নিয়েও আলোচনা করেন।
তৌহিদ হোসেন ২১তম মানামা সংলাপের অধিবেশনের পাশপাশি আরো কিছু অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। এসব আয়োজনে বিশ্ব নেতা, বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী ও নীতি নির্ধারকরা আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করবেন।
তথ্যসূত্র: বাসস
ঢাকা/ইভা