ভারতীয় জাল রুপি নিয়ে ৫ বছরের শিশুসহ বাবা আটক
Published: 27th, August 2025 GMT
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পাঁচ লক্ষ চার হাজার ভারতীয় জাল রুপিসহ ওলিয়ার শেখ (৫৭) ও আমান শেখ (৫) নামে বাবা-ছেলেকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।
বুধবার (২৭ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান।
এর আগে মঙ্গলবার (২৬ আগস্ট) রাত সাড়ে ৯টায় তাদের দুজনকে উপজেলার খোসালপুর সীমান্ত থেকে আটক করা হয়।
আটককৃত ওলিয়ার শেখ বাগেরহাট জেলার কান্দাপাড়া বেশরগাতী গ্রামের শামসুল হকের ছেলে। তিনি ২০১৪ সাল থেকে ভারতের বিহারে বসবাস করে আসছেন। সেখানে ওলিয়ার দর্জির কাজ করেন। ২০১৭ সালে তিনি বিহারের আরাবিয়া থানার মুসলিম বস্তির বাসিন্দা মোছা.
৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান আরো জানান, খোসালপুর বিওপি’র সীমান্ত পিলার-৬০/১০৫-আর হতে বাংলাদেশের ৯০০ গজ ভিতর থেকে তাদেরকে আটক করা হয়। ওলিয়ারের দেওয়া তথ্য মতে, বাগেরহাট সদর থেকে মারুফ নামের এক ব্যক্তির কাছ থেকে ৬০ হাজার টাকা দিয়ে ভারতীয় পাঁচ লক্ষ চার হাজার জাল রুপি কেনেন তিনি।
আটক ওলিয়ার শেখকে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা করা হয়েছে বলেও জানান, বিজিবির এই কর্মকর্তা।
ঢাকা/সোহাগ/এস
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’
কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।
সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।
নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত