Risingbd:
2025-11-02@00:34:17 GMT

সিনথিয়ার বহুমুখী পথচলা

Published: 28th, August 2025 GMT

সিনথিয়ার বহুমুখী পথচলা

শোবিজ অঙ্গনে নতুন প্রজন্মের অনেকেই আসছেন, তবে যাদের মধ্যে বহুমাত্রিক উপস্থিতি লক্ষ্য করা যায়—আদ্রিজা আফরিন সিনথিয়া তাদেরই একজন। মডেলিং দিয়ে শুরু হলেও এখন র‌্যাম্প, অভিনয় ও মিউজিক ভিডিওতে সমান স্বাচ্ছন্দ্যবোধ করেন। 

২০২০ সালে শখের বসে মিডিয়ায় এসেছিলেন আদ্রিজা আফরিন সিনথিয়া। কয়েক বছরের ব্যবধানে নিজেকে নাটক ও অভিনয় ভুবনে প্রতিষ্ঠিত করেছেন। একাধারে মডেল, অভিনয়শিল্পী এবং তরুণ প্রজন্মের সম্ভাবনাময় মুখ। 

আরো পড়ুন:

‘তিশাকে কোলে তুলতে গিয়ে আমার হাড় ভেঙেছিল’

আসল কথাই বলতে ভুলে গেছি, আজ আমাদের বিয়ের দিন: চঞ্চল

সিনথিয়ার অভিনয়যাত্রা এগোচ্ছে ধাপে ধাপে। সরকারি অনুদানপ্রাপ্ত রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে নির্মিত ‘দেনা পাওনা’ সিনেমায় ‘ছোট বউ’ চরিত্রে তাকে দেখা যেতে পারে। শুধু তাই নয়, আগামী ৩১ অক্টোবর এটিএন বাংলায় শুরু হচ্ছে, ধারাবাহিক নাটক ‘সিনেমার মানুষ’। এতেও অভিনয় করছেন তিনি। এর আগেও ‘ভুল’ ও ‘আপন’ নাটকে অভিনয় করে নজর কাড়েন সিনথিয়া। 

অভিনয়ের পাশাপাশি নিয়মিত র‍্যাম্প শোতে অংশ নিচ্ছেন সিনথিয়া। আনজারা ব্রাইডেল শুট, সোইবুনা ফ্যান্সি বিউটি কনসেপ্ট কিংবা ডাজিল বাই সনিয়া—সব জায়গাতেই তার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এছাড়া ‘যতন করে’ শিরোনামে একটি গানের মিউজিক ভিডিওতে পাওয়া গেছে তাকে। 

শুধু মিডিয়া নয়, শিক্ষাজীবনেও সমান মনোযোগী এই তরুণী। নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে ফার্মেসি বিষয়ে পড়াশোনার পাশাপাশি মিডিয়ায় নিজেকে বহুমাত্রিকভাবে এগিয়ে নিচ্ছেন।  

সিনথিয়া বলেন, “একটি মেয়ে নিজেকে একটি মাধ্যমে সীমাবদ্ধ না রেখে বিকশিত করা উচিত। যেমন আমি পড়াশোনার পাশাপাশি মিডিয়াতে নানা ধরনের কাজ করে যাচ্ছি।” 

ভবিষ্যতে সিনেমা ও ওটিটি প্ল্যাটফর্মের কাজকে বেশি গুরুত্ব দেবেন বলে জানিয়েছেন সিনথিয়া। নায়িকা হিসেবে নিজেকে আরও সমৃদ্ধ ও পূর্ণাঙ্গ করে তোলার জন্য নিয়মিত চর্চা চালিয়ে যাচ্ছেন। 

এরইমধ্যে অর্জন করেছেন একাধিক সম্মাননা। হাতে পেয়েছেন গ্রিনলিফ অ্যাওয়ার্ড ২০২৫, মিরর ওটিটি অ্যাওয়ার্ড ২০২৫, এনটিভি স্টার আইকনিক অ্যাওয়ার্ড, টেজাভ এক্সিলেন্ট অ্যাওয়ার্ড ২০২৫, এনটিভি ২৩ প্রতিষ্ঠাবার্ষিকী অ্যাওয়ার্ড ২০২৫ এবং এশিয়া জুয়েলস গ্র্যান্ড লঞ্চিং অ্যাওয়ার্ড। 

ফ্যাশন হোক, নাটক হোক, র‍্যাম্প কিংবা মিউজিক ভিডিও—সবখানেই নিজের অবস্থান দৃঢ় করতে চান আদ্রিজা আফরিন সিনথিয়া। 

ঢাকা/রাহাত/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ট ভ ন টক চলচ চ ত র

এছাড়াও পড়ুন:

ই-জেনারেশনের ২.২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে আইটি খাতে তালিকাভুক্ত কোম্পানি ই-জেনারেশন পিএলসির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২.২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। ফলে প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ০.২২ টাকা নগদ লভ্যাংশ পাবেন শেয়ারহোল্ডারা।

২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

আরো পড়ুন:

৭ কোটি টাকা সংগ্রহে লিও আইসিটি ক্যাবলসের কিউআইও’র আবেদন

বিএসইসির চেয়ারম্যানের সঙ্গে আইসিএসবির প্রতিনিধিদলের সাক্ষাৎ

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে বুধবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিগুলো পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। আর ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩ ডিসেম্বর।

২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৭৫ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা ছিল ১.৪৪ টাকা।

এদিকে, আলোচ্য বছরের ৩০ জুন পর্যন্ত কোম্পানির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ১.২০ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো ছিল ২.৮০ টাকা।

আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩.৩৮ টাকা। এই করপোরেট ঘোষণার পরিপ্রেক্ষিতে এদিন কোম্পানির শেয়ারের লেনদেনের কোনো মূল্য সীমা থাকবে না।

ঢাকা/এনটি/এসবি

সম্পর্কিত নিবন্ধ

  • আজ টিভিতে যা দেখবেন (২ নভেম্বর ২০২৫)
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, জেনে নিন ৫ ইউনিটে আবেদনের যোগ্যতাসহ আদ্যপান্ত
  • সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনের অফিসার পদের লিখিত পরীক্ষার তারিখ ও নির্দেশনা প্রকাশ
  • ৭ কোটি বাজেটে ৯০ কোটি আয়, সবাইকে টেক্কা দিয়েছে এই সিনেমা
  • স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন চাকরি, পদ ১৭১
  • আজ টিভিতে যা দেখবেন (১ নভেম্বর ২০২৫)
  • ধ্রুব’র লেখক সম্মাননা পাচ্ছেন পান্না,কাশেম ও ইউসূফী 
  • আজ টিভিতে যা দেখবেন (৩১ অক্টোবর ২০২৫)
  • ৮ম ড্যাফোডিল ক্যাপ্টেন কাপ গলফ টুর্নামেন্টে দেশি প্রযুক্তি
  • ই-জেনারেশনের ২.২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা