Risingbd:
2025-09-17@21:07:11 GMT

সিনথিয়ার বহুমুখী পথচলা

Published: 28th, August 2025 GMT

সিনথিয়ার বহুমুখী পথচলা

শোবিজ অঙ্গনে নতুন প্রজন্মের অনেকেই আসছেন, তবে যাদের মধ্যে বহুমাত্রিক উপস্থিতি লক্ষ্য করা যায়—আদ্রিজা আফরিন সিনথিয়া তাদেরই একজন। মডেলিং দিয়ে শুরু হলেও এখন র‌্যাম্প, অভিনয় ও মিউজিক ভিডিওতে সমান স্বাচ্ছন্দ্যবোধ করেন। 

২০২০ সালে শখের বসে মিডিয়ায় এসেছিলেন আদ্রিজা আফরিন সিনথিয়া। কয়েক বছরের ব্যবধানে নিজেকে নাটক ও অভিনয় ভুবনে প্রতিষ্ঠিত করেছেন। একাধারে মডেল, অভিনয়শিল্পী এবং তরুণ প্রজন্মের সম্ভাবনাময় মুখ। 

আরো পড়ুন:

‘তিশাকে কোলে তুলতে গিয়ে আমার হাড় ভেঙেছিল’

আসল কথাই বলতে ভুলে গেছি, আজ আমাদের বিয়ের দিন: চঞ্চল

সিনথিয়ার অভিনয়যাত্রা এগোচ্ছে ধাপে ধাপে। সরকারি অনুদানপ্রাপ্ত রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে নির্মিত ‘দেনা পাওনা’ সিনেমায় ‘ছোট বউ’ চরিত্রে তাকে দেখা যেতে পারে। শুধু তাই নয়, আগামী ৩১ অক্টোবর এটিএন বাংলায় শুরু হচ্ছে, ধারাবাহিক নাটক ‘সিনেমার মানুষ’। এতেও অভিনয় করছেন তিনি। এর আগেও ‘ভুল’ ও ‘আপন’ নাটকে অভিনয় করে নজর কাড়েন সিনথিয়া। 

অভিনয়ের পাশাপাশি নিয়মিত র‍্যাম্প শোতে অংশ নিচ্ছেন সিনথিয়া। আনজারা ব্রাইডেল শুট, সোইবুনা ফ্যান্সি বিউটি কনসেপ্ট কিংবা ডাজিল বাই সনিয়া—সব জায়গাতেই তার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এছাড়া ‘যতন করে’ শিরোনামে একটি গানের মিউজিক ভিডিওতে পাওয়া গেছে তাকে। 

শুধু মিডিয়া নয়, শিক্ষাজীবনেও সমান মনোযোগী এই তরুণী। নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে ফার্মেসি বিষয়ে পড়াশোনার পাশাপাশি মিডিয়ায় নিজেকে বহুমাত্রিকভাবে এগিয়ে নিচ্ছেন।  

সিনথিয়া বলেন, “একটি মেয়ে নিজেকে একটি মাধ্যমে সীমাবদ্ধ না রেখে বিকশিত করা উচিত। যেমন আমি পড়াশোনার পাশাপাশি মিডিয়াতে নানা ধরনের কাজ করে যাচ্ছি।” 

ভবিষ্যতে সিনেমা ও ওটিটি প্ল্যাটফর্মের কাজকে বেশি গুরুত্ব দেবেন বলে জানিয়েছেন সিনথিয়া। নায়িকা হিসেবে নিজেকে আরও সমৃদ্ধ ও পূর্ণাঙ্গ করে তোলার জন্য নিয়মিত চর্চা চালিয়ে যাচ্ছেন। 

এরইমধ্যে অর্জন করেছেন একাধিক সম্মাননা। হাতে পেয়েছেন গ্রিনলিফ অ্যাওয়ার্ড ২০২৫, মিরর ওটিটি অ্যাওয়ার্ড ২০২৫, এনটিভি স্টার আইকনিক অ্যাওয়ার্ড, টেজাভ এক্সিলেন্ট অ্যাওয়ার্ড ২০২৫, এনটিভি ২৩ প্রতিষ্ঠাবার্ষিকী অ্যাওয়ার্ড ২০২৫ এবং এশিয়া জুয়েলস গ্র্যান্ড লঞ্চিং অ্যাওয়ার্ড। 

ফ্যাশন হোক, নাটক হোক, র‍্যাম্প কিংবা মিউজিক ভিডিও—সবখানেই নিজের অবস্থান দৃঢ় করতে চান আদ্রিজা আফরিন সিনথিয়া। 

ঢাকা/রাহাত/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ট ভ ন টক চলচ চ ত র

এছাড়াও পড়ুন:

এমি অ্যাওয়ার্ডস ২০২৫: বিজয়ী হলেন যারা

মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে স্থানীয় সময় সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে অনুষ্ঠিত হয় প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসের ৭৭তম আসর। এবারের আসরে ১৩টি পুরস্কার জিতে বাজিমাত করেছে ‘দ্য স্টুডিও’। এর মধ্যে সেরা কমেডি সিরিজের পুরস্কারও রয়েছে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নেট বারগেৎজি।

এমি বিজয়ী হলেন যারা—
সেরা কমেডি সিরিজ: দ্য স্টুডিও
সেরা ড্রামা সিরিজ: দ্য পিট
সেরা লিমিটেড বা অ্যানথোলজি সিরিজ: অ্যাডোলেসেন্স

আরো পড়ুন:

সত্যিই কি ফের বাবা হয়েছেন তাহসান?

রিসোর্ট খুঁজছেন ফারিয়া, সারজিস কী পরামর্শ দিলেন?

সেরা অভিনেতা (ড্রামা সিরিজ): নোয়া হয়াইল, (দ্য পিট)
সেরা অভিনেতা (কমেডি সিরিজ): সেঠ রোগেন (দ্য স্টুডিও)
সেরা অভিনেত্রী (ড্রামা সিরিজ): ব্রিট লোয়ার (সেভারেন্স)
সেরা অভিনেত্রী (কমেডি সিরিজ): জিন স্মার্ট (হ্যাকস)

সেরা অভিনেতা (লিমিটেড/অ্যানথোলজি সিরিজ): স্টিফেন গ্রাহাম (অ্যাডোলেসেন্স) 
সেরা অভিনেত্রী (লিমিটেড সিরিজ/মুভি): ক্রিস্টিন মিলিওতি (দ্য পেঙ্গুইন)

সেরা পরিচালক (ড্রামা সিরিজ): অ্যাডাম র‍্যানডাল, (স্লো হর্সেস, হ্যালো গুডবাই)
সেরা পরিচালক (কমেডি সিরিজ): সেঠ রোগেন ও ইভান গোল্ডবার্গ (দ্য স্টুডিও, দ্য অনার)
সেরা পরিচালক (লিমিটেড সিরিজ): ফিলিপ বারান্তিনি (অ্যাডোলেসেন্স)

সেরা পার্শ্ব অভিনেত্রী (কমেডি): হান্না আইনবাইন্ডার (হ্যাকস)
সেরা পার্শ্ব অভিনেতা (কমেডি): জেফ হিলার (সামবডি সামহোয়ার)
সেরা পার্শ্ব অভিনেত্রী (ড্রামা): ক্যাথেরিন লানাসা (দ্য পিট)
সেরা পার্শ্ব অভিনেতা (ড্রামা): ট্রামেল টিলম্যান (সেভারেন্স)

সেরা পার্শ্ব অভিনেত্রী (লিমিটেড সিরিজ অথবা টিভি চলচ্চিত্র): এরিন ডোহার্টি (অ্যাডোলেসেন্স)
সেরা পার্শ্ব অভিনেতা (লিমিটেড সিরিজ অথবা টিভি চলচ্চিত্র): ওয়েন কুপার (অ্যাডোলেসেন্স)

ভ্যারাইটি টক সিরিজ: দ্য লেট শো
ভ্যারাইটি স্ক্রিপ্টেড সিরিজ: লাস্ট উইক টুনাইট উইথ জন অলিভার

 

তথ্যসূত্র: ভ্যারাইটি

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ

  • জানুয়ারি থেকে বিশেষ বৃত্তি পাবেন জবি শিক্ষার্থীরা
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে রাশিয়া-বেলারুশ সামরিক মহড়ায় কেন অংশ নিল ভারত
  • তদন্ত করে ভুয়া নাম বাদ দিন
  • আজ টিভিতে যা দেখবেন (১৭ সেপ্টেম্বর ২০২৫)
  • পাট গবেষণা ইনস্টিটিউটে ৫৪ পদের চাকরি, করুন আবেদন
  • বাংলাদেশে সফরের সূচি জানিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ
  • আজ টিভিতে যা দেখবেন (১৬ সেপ্টেম্বর ২০২৫)
  • রাশিয়া-বেলারুশের সামরিক মহড়া চলছিল, ‘অবাক করে দিয়ে’ হাজির মার্কিন কর্মকর্তারা
  • ভোট ম্যানুয়ালি গণনার আবেদন করলেন উমামা ফাতেমা
  • এমি অ্যাওয়ার্ডস ২০২৫: বিজয়ী হলেন যারা