সিদ্ধিরগঞ্জে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। টানা পাঁচদিন মৃত্যু যন্ত্রনায় কাতরিয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন হাসান গাজী। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো তিনজনে।

বৃহস্পতিবার ভোর ৪টায় তিনি মৃত্যুবরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সার্জারি চিকিৎসক শাওন বিন রহমান।

তিনি বলেন, হাসান গাজী মৃত্যুবরণ করেছেন। এর আগে তার শাশুড়ি এবং ছেলের মৃত্যু হয়। বর্তমানে তার স্ত্রী সালমা ও শিশুকণ্যা জান্নাতসহ তিনজন চিকিৎসাধীন রয়েছেন।

২৩ আগস্ট ভোররাত সাড়ে ৩টায় বৈদ্যুতিক শট সার্কিট থেকে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে পাশাপাশি দুটি ঘরের দুই পরিবারের ৯ সদস্য দগ্ধ হন। পরবর্তীতে তাদের সবাইকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনিস্টিটিউটে ভর্তি করা হয়।

সেখানে ২৪ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় দগ্ধ হওয়া ১ মাস বয়সী শিশু ইমাম উদ্দিন এবং ২৫ আগস্ট তার নানি তাহেরা আক্তার (৫০) মৃত্যুবরণ করেন।

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’

কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।

সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।

নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত

সম্পর্কিত নিবন্ধ