তিন কোটি ৫৫ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে কার্যক্রম নি‌ষিদ্ধ বগুড়া জেলা আওয়ামী লীগের নেতা আসাদুর রহমান দুলুর বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে দুদক। বৃহস্পতিবার (২৮ আগস্ট) আদাল‌তে চার্জশিটটি জমা দেওয়া হয়। 

শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে দুর্নীতি দমন কমিশন (দুদক) জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন বিষয়‌টি জানিয়েছেন। 

আরো পড়ুন:

খুলনায় ধর্ষণচেষ্টার অভিযোগে আশ্রমের ধর্ম গুরু গ্রেপ্তার

বরগুনায় শিশুকে ধর্ষণের পর হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

আছাদুর রহমান দুলু শাজাহানপুর উপজেলার কুন্দইশ গ্রামের মৃত বেলায়েত আলী জোয়ার্দারের ছেলে। তি‌নি জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ‌ছি‌লেন। 

দুদক সূত্রে জানা গে‌ছে, দুদক প্রধান কার্যালয়ের নির্দেশে ২০২০ সালের ৫ মার্চ দুলুকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয়। তিনি ওই বছরের ২৫ জুন তার সম্পদ বিবরণী দাখিল করেন। তার দাখিল করা সম্পদ বিবরণীতে ২ কোটি ৫২ লাখ ৫ হাজার ৪২২ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের তথ্য দেন। প্রাথমিক তদন্তে দাখিল করা সম্পদ বিবরণীতে জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ ও সম্পত্তির তথ্য পাওয়া যায়।

দুদক বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক তারিকুল ইসলাম বাদী হয়ে দুলুর বিরুদ্ধে মামলা করেন। মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয় উপ-সহকারী পরিচালক সাজ্জাদ হোসেনকে। তিনি তদন্ত করে জানতে পারেন, আছাদুর রহমান দুলু ৩ কোটি ২৯ লাখ ২৮ হাজার ২০৫ টাকা মূল্যমানের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের তথ্য গোপন এবং মিথ্যা ও ভিত্তিহীন ঘোষণা প্রদানসহ ৩ কোটি ৫৫ লাখ ২৫ হাজার ৫০ টাকা মূল্যমানের জ্ঞাত-আয়ের উৎসবহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখল করেছেন।

মামলার তদন্ত শেষে উপ-সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন আদালতে চার্জশিট দাখিল করেন।

ঢাকা/এনাম/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আওয় ম ল গ দ খ ল কর স থ বর তদন ত সহক র

এছাড়াও পড়ুন:

আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।

আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।

আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫

আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।

ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।

আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ