গাজায় নিহতের সংখ্যা ৬৩ হাজার ছাড়ালো
Published: 29th, August 2025 GMT
অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৬৩ হাজার ছাড়িয়েছে। শুক্রবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় গাজাজুড়ে ইসরায়েলি হামলায় ২৩ জন ত্রাঅণপ্রার্থীসহ কমপক্ষে ৫৯ জন ফিলিস্তিনি নিহত এবং ২২৪ জন আহত হয়েছেন।
মন্ত্রণালয় আরো জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি যুদ্ধে ৬৩ হাজার ২৫ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৫৯ হাজার ৪৯০ জন আহত হয়েছেন।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ২৭ মে যখন ইসরায়েল যুক্তরাষ্ট্রভিত্তিক জিএইচএফের মাধ্যমে একটি নতুন ত্রাণ বিতরণ ব্যবস্থা চালু করে, তখন থেকে এ পর্যন্ত নিহত মোট ত্রাণপ্রার্থীর সংখ্যা ২ হাজার ২০৩ জনে পৌঁছেছে এবং ১৬ হাজার ২২৮ জনেরও বেশি আহত হয়েছে।
এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা গাজা সিটিতে তাদের আক্রমণের ‘প্রাথমিক পর্যায়’ শুরু করেছে। কারণ তারা অবরুদ্ধ অঞ্চলের বৃহত্তম নগর কেন্দ্রকে ‘যুদ্ধক্ষেত্র’ ঘোষণা করেছে এবং সেখানে প্রতিদিনের যুদ্ধবিরতি স্থগিত করার ঘোষণা দিয়েছে।
ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র আভিচায় আদ্রেই শুক্রবার এক্স- একটি পোস্টে লিখেছেন, “আমরা অপেক্ষা করছি না। আমরা গাজা সিটিতে প্রাথমিক অভিযান এবং আক্রমণের প্রাথমিক পর্যায় শুরু করেছি।”
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ফখরুলের কণ্ঠ নকল, সতর্ক করল বিএনপি
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কণ্ঠ নকল করে ভুয়া ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেছে দলটি।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার এ তথ্য জানানো হয়।
আরো পড়ুন:
অন্তর্বর্তী সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: ফখরুল
ঐক্যের মাধ্যমে অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে চাই: ফখরুল
বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু কুচক্রি মহল পুরোনো প্রেস কনফারেন্সের ছবি ও বক্তব্য এডিট করে এবং এআই প্রযুক্তি ব্যবহার করে মির্জা ফখরুলের কণ্ঠ নকল করেছে। তারপর তা গণমাধ্যমে ছড়িয়ে দিচ্ছে।
ভিডিওতে দেখানো হচ্ছে, বিএনপি মহাসচিব আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের এমপি প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করেছেন। বিএনপি বলছে, এই ভিডিও পুরোপুরি বানোয়াট ও ভিত্তিহীন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতেই এই কুচক্রি মহল ভিডিও প্রচার করছে। দেশের মানুষ, দলীয় নেতাকর্মী এবং এমপি মনোনয়ন প্রত্যাশীদের এ ধরনের এডিট করা ভিডিও দেখে বিভ্রান্ত না হওয়ার জন্য সতর্ক করেছে বিএনপি।
ঢাকা/নঈমুদ্দীন/সাইফ