নুরের ওপর হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ
Published: 30th, August 2025 GMT
রাজধানীর কাকরাইলে শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে শনিবার (৩০ আগস্ট) দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে তার দলসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন।
বগুড়া
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়া শহরের সাতমাথায় প্রতিবাদ সমাবেশ করা হয়। এতে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির নেতা খোরশেদ আলম, এম এস এ মাহমুদ, বগুড়া জেলা কমিটির সভাপতি নুরুজ্জামান জুয়েল, সাধারণ সম্পাদক ডা.
তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, নুরুল হক নুরের কিছু হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, অন্যথায় আন্দোলন অব্যাহত থাকবে।
দিনাজপুর
প্রবল বৃষ্টি উপেক্ষা করে দিনাজপুর শহরে বিক্ষোভ মিছিল করে গণঅধিকার পরিষদ। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
লালমনিরহাট
শনিবার বিকেলে লালমনিরহাট কালেক্টরেট মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করে গণঅধিকার পরিষদসহ বিভিন্ন সংগঠন। মিছিলটি বিডিআর গেট রোড ও জেলা জাতীয় পার্টির অফিসের সামনে দিয়ে মিশন মোড় চত্বরসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা ছাত্র অধিকার পরিষদের দপ্তর সম্পাদক মো. ফাইজুল ইসলাম, অ্যাডভোকেট জাকিউল হাসান রাসেল এবং বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাবেক সহ-সভাপতি নাইমুল ইসলাম নাঈম। তারা নুরুল হক নুরের ওপর হামলার তীব্র নিন্দা জানান এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
ঢাকা/এনাম/মোসলেম/শিপন/রফিক
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
গণঅধিকার পরিষদের গোপালগঞ্জ শাখার সভাপতিকে অব্যাহতি
দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গণঅধিকার পরিষদের গোপালগঞ্জ শাখার পদত্যাগী সভাপতি মো. আল আমিন সরদারকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এতে উল্লেখ করা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সাথে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গণঅধিকার পরিষদ, গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মো. আল আমিন সরদারকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
পত্রে আরো উল্লেখ করা হয়, সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে গণঅধিকার পরিষদের গোপালগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মহসিন শেখকে জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে গত ২৪ অক্টোবর ৭৯ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়ার ৭২ ঘণ্টা পার না হতেই সোমবার (২৭ অক্টোবর) যুবলীগ নেতা ও এনসিপি নেতাদের পদ দেওয়া এবং বিভাগীয় উপ-কমিটির বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে গোপালগঞ্জে গণঅধিকার পরিষদের নবগঠিত কমিটির সভাপতিসহ ৫৯ জন নেতা পদত্যাগ করেন।
ঢাকা/বাদল/রফিক